4G ফোনেই বিনামূল্যে মিলবে 5G স্পিড, সব সংস্থার গ্রাহকদের জন্য নতুন পরিষেবা আনল Jio

চলতি মাসের শুরুতেই দেশের নির্বাচিত কয়েকটি শহরে দুরন্ত গতির 5G পরিষেবা রোলআউট করেছিল Reliance Jio। আর এবার সকল ভারতবাসীকে সত্যিকারের 5G ব্যবহারের অভিজ্ঞতা প্রদান করার…

চলতি মাসের শুরুতেই দেশের নির্বাচিত কয়েকটি শহরে দুরন্ত গতির 5G পরিষেবা রোলআউট করেছিল Reliance Jio। আর এবার সকল ভারতবাসীকে সত্যিকারের 5G ব্যবহারের অভিজ্ঞতা প্রদান করার লক্ষ্যে সম্প্রতি গত শনিবার, ২২ অক্টোবর ট্রু ৫জি-পাওয়ারড ওয়াই-ফাই (True 5G-powered Wi-Fi) পরিষেবার শুভ সূচনা করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানিটি। রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ড, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থান, বাণিজ্যিক কেন্দ্র সহ আরও একাধিক জায়গায় কাজ করবে এই Jio True 5G-powered Wi-Fi পরিষেবা। উল্লেখ্য যে, জিও ৫জি ওয়েলকাম অফার (Jio 5G Welcome Offer)-এর আওতায় চলতি মাসের শুরুতে কলকাতা, মুম্বাই, বারাণসী, এবং দিল্লিতে সংস্থাটি যে 5G মোবাইল পরিষেবা রোলআউট করেছিল, গত শনিবার তারই একটি অঙ্গ হিসেবে লঞ্চ করা হয়েছে এই ওয়াই-ফাই সার্ভিস। উল্লেখ্য যে, উক্ত চারটি শহরের পাশাপাশি এখন চেন্নাইকেও এই তালিকায় শামিল করেছে টেলিকম কোম্পানিটি।

আপাতত নির্বাচিত কয়েকটি জায়গায় উপলব্ধ রয়েছে Jio True 5G-powered Wi-Fi পরিষেবা

আপনাদেরকে জানিয়ে রাখি, গত শনিবার রাজস্থানের নাথদ্বারা মন্দিরে জিও ট্রু ৫জি ওয়াই-ফাই পরিষেবা চালু করেছে মুকেশ আম্বানির মালিকানাধীন কোম্পানিটি। এই প্রসঙ্গে সংস্থার চেয়ারম্যান আকাশ আম্বানি জানিয়েছেন যে, আপাতত ওয়াই-ফাই নেটওয়ার্কটি ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকলেও খুব শীঘ্রই দেশের বেশ অনেক জায়গাতেই এই পরিষেবা পাওয়া যাবে। তিনি আরও বলেছেন যে, জিও ব্যবহারকারীরা জিও ৫জি ওয়েলকাম অফার চলাকালীন কোনো চার্জ ছাড়াই এই পরিষেবাটি ব্যবহার করতে পারবেন। তদুপরি, যারা রিলায়েন্স জিও-র গ্রাহক নন, তারাও এই নয়া সার্ভিসটি পরখ করে দেখার সুযোগ পাবেন। এখন চলুন, জিও-র ৫জি-পাওয়ারড ওয়াই-ফাই নেটওয়ার্কের সাথে সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া যাক।

Jio True 5G-powered Wi-Fi ব্যবহার করার জন্য কি ইউজারদের কাছে 5G ডিভাইস থাকা প্রয়োজন?

না, জিও-র ৫জি চালিত ওয়াই-ফাইয়ের সাথে কানেক্ট করার জন্য ইউজারদের কাছে কোনো ৫জি স্মার্টফোন কিংবা ৫জি সাপোর্টেড ডিভাইস থাকার প্রয়োজন নেই। এক্ষেত্রে গ্রাহকদের কাছে কেবলমাত্র এমন একটি ডিভাইস থাকলেই চলবে, যেটিকে ওয়াই-ফাই নেটওয়ার্কের সাথে কানেক্ট করা যায়।

Jio True 5G-powered Wi-Fi ব্যবহার করার জন্য কি ইউজারদের সংস্থার তরফ থেকে কোনো ইনভিটেশন রিসিভ করার প্রয়োজন পড়বে?

জিও-র পক্ষ থেকে তাদের ৫জি চালিত ওয়াই-ফাই পরিষেবা ব্যবহার করার জন্য ইউজারদের কাছে কোনো ইনভিটেশন পাঠানো হবে না। অর্থাৎ, যে-কোনো গ্রাহক চাইলেই সংস্থার এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। আর আগেই বলেছি যে, এটি জিও এবং নন-জিও উভয় ব্যবহারকারীদের জন্যই প্রযোজ্য।

Jio True 5G-powered Wi-Fi পরিষেবা ব্যবহার করতে চাইলে কত খরচ পড়বে?

একথা শুনলে সকলেই খুবই আনন্দিত হবেন যে, জিও-র ৫জি ওয়াই-ফাই পরিষেবা ব্যবহার করতে হলে কোনো টাকাই খরচ করতে হবে না ইউজারদের। জিও ব্যবহারকারীরা জিও ৫জি ওয়েলকাম অফার চলাকালীন কোনো চার্জ ছাড়াই সম্পূর্ণ সীমাহীনভাবে এই সার্ভিস ব্যবহার করতে পারবেন। তবে যারা জিও-র গ্রাহক নন, তারা এই পরিষেবা অবশ্যই চেখে দেখার সুযোগ পাবেন; কিন্তু সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা রয়েছে।