মুকেশ আম্বানির বড় ঘোষণা, বিশ্বের মধ্যে সর্বপ্রথম 6G নেটওয়ার্ক আনবে Reliance Jio

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani) আজ সংস্থার ৪৬তম অ্যানুয়াল জেনারেল মিটিং চলাকালীন একটি বিশেষ ঘোষণা করলেন। সংস্থাটির কর্ণধার জানিয়েছেন, Reliance Jio,…

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani) আজ সংস্থার ৪৬তম অ্যানুয়াল জেনারেল মিটিং চলাকালীন একটি বিশেষ ঘোষণা করলেন। সংস্থাটির কর্ণধার জানিয়েছেন, Reliance Jio, 6G নেটওয়ার্ক বিকাশের ক্ষেত্রে অন্যান্য ভারতীয় এবং বৈদেশিক টেকনোলোজি সংস্থাগুলিকে পেছনে ফেলে ‘গ্লোবাল লিডার’ হয়ে ওঠার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ভবিষ্যতে Jio হবে বিশ্বের প্রথম সংস্থা, যারা পরবর্তী প্রজন্মের মোবাইল সেলুলার নেটওয়ার্ক তৈরি করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে।

মুকেশ আম্বানি বলেছেন জিও এখন আর শুধুমাত্র একটি টেলিকম অপারেটর হিসাবে পরিচিত নয়, বরং বর্তমানে একটি টেকনোলজি বা প্রযুক্তি সংস্থায় রূপান্তরিত হয়েছে। আবার আজকে অনুষ্ঠিত ইভেন্টে শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন যে, এই মুহূর্তে জিও প্ল্যাটফর্মের অন্যতম লক্ষ্য হল নতুন প্রজন্মের নেটওয়ার্কিং ইনোভেশন বা উদ্ভাবনের কাজকে ভারতের সীমানা ছাড়িয়ে বহির্দেশ পর্যন্ত বিস্তৃত করা। এই কারণে সংস্থাটি, তাদের ‘মেড-ইন-ইন্ডিয়া’ টেকনোলজিকে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করার জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে। কেননা, বিশ্বের অন্যান্য দেশে নিজেদের টেকনোলজি ছড়িয়ে দিতে পারলে তবেই ‘গ্লোবাল লিডার’ হওয়ার মুকুট উঠবে জিও -র মাথায়।

রিলায়েন্স ইন্ডাস্ট্রি অধীনস্ত Jio, নতুন নেটওয়ার্কিং প্রযুক্তি নিয়ে কিরকম গবেষণামূলক কাজ করছে এবং এর ফলে টেলিকম জগতে কিরূপ প্রভাব পড়েছে সেই বিষয়েও আলোচনা করা হয়েছে আজকের ইভেন্টে। মুকেশ আম্বানি সগর্বের সাথে জানিয়েছেন যে, Jio-র True 5G পরিষেবা ইন-হাউস ডেভেলপড 5G স্ট্যাক ভিত্তিক তৈরি করা হয়েছে। এতে ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তি যেমন – স্ট্যান্ডঅ্যালোন 5G আর্কিটেকচার, ক্যারিয়ার অ্যাগ্রিগেশন, নেটওয়ার্ক স্লাইসিং এবং অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সি / মেশিন লার্নিং (AI/ML) সংস্থাটি স্বয়ং ডেভেলপ করেছে।

মুকেশ আম্বানি আরো জানিয়েছেন যে, Jio দেশব্যাপী 5G নেটওয়ার্ক চালু করতে – Nokia, Ericsson এবং Samsung -এর মতো সংস্থাগুলির সাথে অংশীদারিত্ব করেছে।