Jio, Airtel, Vi এর নতুন রিচার্জ প্ল্যান, ২৮, ৫৬, ৮৪ ও ৩৬৫ দিনের প্ল্যানের নতুন দাম দেখুন

ঘোষণা মতো আজ অর্থাৎ ৩রা জুলাই থেকে রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল তাদের মোবাইল রিচার্জ প্ল্যানগুলির ট্যারিফ বা শুল্ক বাড়িয়ে দিচ্ছে। যদিও ভোডাফোন আইডিয়া গ্রাহকেরা…

ঘোষণা মতো আজ অর্থাৎ ৩রা জুলাই থেকে রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল তাদের মোবাইল রিচার্জ প্ল্যানগুলির ট্যারিফ বা শুল্ক বাড়িয়ে দিচ্ছে। যদিও ভোডাফোন আইডিয়া গ্রাহকেরা অতিরিক্ত ১ দিন পাচ্ছেন পুরোনো দামে রিচার্জ করানোর। অর্থাৎ আগামীকাল অর্থাৎ ৪ঠা জুলাই থেকে ভিআই রিচার্জ প্যাকেজগুলির দামও বৃদ্ধি পেতে চলেছে। প্রত্যেকটি টেলিকম অপারেটর এই বছর ২৫% পর্যন্ত তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়েছে, যা ২০২২ সালের তুলনায় প্রায় ১০% বেশি। এক্ষেত্রে সংস্থাগুলির – প্রিপেড, পোস্টপেড, এবং ডেটা অ্যাড-অন প্রত্যেকটি প্ল্যানই এই সিদ্ধান্তের কারণে প্রভাবিত হচ্ছে।

এয়ারটেল দাবি করেছে যে – আর্থিকভাবে সুস্থসবল একটা ব্যবসা পরিচালনার জন্য ‘অ্যাভারেজ রেভেনিউ পার ইউজার’ (ARPU) ৩০০ টাকার উপরে বজায় রাখা প্রয়োজন। এদিকে জিও ও ভিআই – রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর মাধ্যমে গ্রাহকদের আরো ভাল নেটওয়ার্ক প্রযুক্তি প্রদান নিশ্চিত করার পাশাপাশি, স্পেকট্রামে বিনিয়োগ করতে সক্ষম হতে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে। যাইহোক চলুন এয়ারটেল, জিও এবং ভোডাফোন আইডিয়ার নতুন প্রিপেড প্ল্যানগুলির নতুন দাম আলোচনা করা হল…

এয়ারটেল -এর নতুন প্রিপেড প্ল্যানের দাম :

২৮ দিন বা এক মাসের বৈধতা যুক্ত এয়ারটেল রিচার্জ প্ল্যান:

  • ১৯৯ টাকার প্ল্যান: আগে এই প্ল্যানের দাম ১৭৯ টাকা ছিল। এখন দাম বেড়ে ১৯৯ টাকা হয়ে গেছে। এর সাথে ২৮ দিনের জন্য ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ এসএমএস পাওয়া যাবে।
  • ২৯৯ টাকার প্ল্যান: ২৬৫ টাকার এই প্ল্যানের দাম এখন ২৯৯ টাকা করে দেওয়া হয়েছে। এটি ২৮ দিনের জন্য বৈধ থাকবে। এর সাথে দৈনিক ১ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি ফ্রি এসএমএস -এর সুবিধা দেওয়া হবে।
  • ৩৪৯ টাকার প্ল্যান: আগে দাম ছিল ২৯৯ টাকা। এখন দাম বেড়ে ৩৪৯ টাকা হয়ে গেছে। এটিও ২৮ দিনের জন্য বৈধ থাকবে। এই প্ল্যানের সাথে দৈনিক ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০ এসএমএস পাওয়া যাবে।
  • ৪০৯ টাকার প্ল্যান: ট্যারিফ হাইক হওয়ার পর ৩৫৯ টাকার এই প্ল্যানটি ৪০৯ টাকা খরচ করে রিচার্জ করতে হবে। ২০ দিনের মেয়াদের সাথে আসা এই প্ল্যানের সাথে প্রতিদিন ২.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি এসএমএস অফার করা হবে।
  • ৪৪৯ টাকার প্ল্যান: আগে দাম ছিল ৩৯৯ টাকা। ৩রা জুলাই থেকে এই প্ল্যান ৪৪৯ টাকায় কিনতে হবে। এর সাথে দৈনিক ৩ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি এসএমএস পাওয়া যাবে। এই প্ল্যান ২৮ দিনের জন্য বৈধ থাকবে।

৫৪ ও ৮৪ দিন বা দুই ও তিন মাসের বৈধতা যুক্ত প্ল্যান :

  • ৫৭৯ টাকার প্ল্যান: ৪৭৯ টাকার এই প্ল্যানের নতুন দাম ৫৭৯ টাকা। এটি ৫৬ দিনের জন্য বৈধ থাকবে। এর সাথে পাওয়া যাবে – দৈনিক ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি এসএমএস।
  • ৬৪৯ টাকার প্ল্যান: আগে ৫৪৯ টাকা দাম ছিল। এই প্ল্যানের দাম এখন ৬৪৯ টাকা হয়ে গেছে। এর সাথে প্রতিদিনের ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি এসএমএস এর অ্যাক্সেস দেওয়া হবে। এই প্ল্যানের মেয়াদ ৫৬ দিনের।
  • ৫০৯ টাকার প্ল্যান: ৪৫৫ টাকার এই প্ল্যানের দাম বেড়ে হল ৫০৯ টাকা। এটি বৈধতাসীমা অর্থাৎ ৮৪ দিনের জন্য ৬ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিনের ১০০টি এসএমএস পাঠানোর সুবিধা দেবে।
  • ৮৫৯ টাকার প্ল্যান: আগে দাম ছিল ৭১৯ টাকা। এখন ৮৫৯ টাকা খসাতে হবে। এটি ৮৪ দিনের জন্য বৈধ থাকবে। এই পরিমাণ টাকা খরচ করে গ্রাহকরা প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি এসএমএস করার সুবিধা পাবেন।
  • ৯৭৯ টাকার প্ল্যান: ৮৩৯ টাকার এই প্ল্যানের নতুন দাম ৯৭৯ টাকা। এতে দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি এসএমএস করার বিকল্প অন্তর্ভুক্ত। এই প্ল্যানের মেয়াদ ৮৪ দিনের।

৩৬৫ দিন বা এক বছরের এয়ারটেল রিচার্জ প্ল্যান :

  • ১৯৯৯ টাকার প্ল্যান: আগে ১৭৯৯ টাকা দাম ছিল, যা বেড়ে ১৯৯৯ টাকা হয়ে গেছে। এর সাথে ২৪ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি এসএমএস পাঠানোর সুবিধা দেওয়া হবে। প্ল্যানটি ৩৬৫ দিনের জন্য বৈধ থাকবে৷
  • ৩৫৯৯ টাকার প্ল্যান: ২৯৯৯ টাকার এই প্ল্যানের দাম বেড়ে এখন ৩৫৯৯ টাকা হয়ে গেছে। গ্রাহকেরা এই প্ল্যান কিনলে, ৩৬৫ দিন বা পুরো ১ বছরের জন্য দৈবিক ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি এসএমএস পাঠাতে পারবেন।

রিলায়েন্স জিও -এর নতুন প্রিপেইড প্ল্যান বিবরণ :

২৮ দিন বা এক মাসের জিও প্ল্যান:

  • ১৮৯ টাকার প্ল্যান: আগের দাম ছিল ১৫৫ টাকা। কিন্তু এখন বেড়ে ১৮৯ টাকা হয়ে গেছে। এর সাথে পুরো ২৮ দিনের জন্য ২ জিবি ডেটা পাওয়া যাবে।
  • ২৪৯ টাকার প্ল্যান: ২০৯ টাকার এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের। এর দাম বাড়িয়ে করে দেওয়া হয়েছে ২৪৯ টাকা। এর সাথে দৈনিক ১ জিবি ডেটা দেওয়া হবে।
  • ২৯৯ টাকার প্ল্যান: ২৩৯ টাকার এই প্ল্যানের দাম বৃদ্ধি পেয়ে ২৯৯ টাকা হয়ে গেছে। এটিও ২৮ দিনের জন্য বৈধ থাকবে। তবে প্রতিদিন ১.৫ জিবি ডেটা মিলবে।
  • ৩৪৯ টাকার প্ল্যান: আগে ২৯৯ টাকা দাম ছিল। এখন ৩৪৯ টাকা হয়ে গেছে। এর সাথে মোট ২৮ দিনের জন্য প্রতিদিন ২ জিবি ডেটা অফার করা হবে।
  • ৩৯৯ টাকার প্ল্যান: ৩৪৯ টাকার এই রিচার্জ প্ল্যানের দাম বেড়ে ৩৯৯ টাকা হয়েছে। এর মেয়াদ ২৮ দিনের এবং গ্রাহকরা দৈনিক ২.৫ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন।
  • ৪৪৯ টাকার প্ল্যান: আগে খরচ পড়তো ৩৯৯ টাকা, কিন্তু আজ থেকে ৪৪৯ টাকা খসাতে হবে। এর সাথে দৈনিক ৩ জিবি ডেটা দেওয়া হবে। প্ল্যানের মেয়াদ ২৮ দিনের।

জিও-র ৫৬ দিন ও ৮৪ দিন বা দুই ও তিন মাসের বৈধতা যুক্ত প্ল্যান :

  • ৫৭৯ টাকার প্ল্যান: আগে ৪৭৯ টাকা দাম ছিল। এখন বেড়ে ৫৭৯ টাকা হয়ে গেছে। এটি ৫৬ দিনের জন্য বৈধ থাকবে। প্রতিদিন ১.৫ জিবি ডেটার অ্যাক্সেস মিলবে।
  • ৬২৯ টাকার প্ল্যান: ৫৩৩ টাকার এই প্ল্যান কিনতে এখন ৬২৯ টাকা খরচ করতে হবে। এর বৈধতা ৫৬ দিনের। প্ল্যানটির সাথে প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যাবে।
  • ৪৭৯ টাকার প্ল্যান: এই প্ল্যানের পুরোনো দাম ৩৯৫ টাকা ও নতুন দাম ৪৭৯ টাকা। এটি ৮৪ দিনের জন্য বৈধ থাকবে। এর সাথে ইন্টারনেট সার্ফ করার জন্য মিলবে ৬ জিবি ডেটা।
  • ৭৯৯ টাকার প্ল্যান: ৬৬৬ টাকার এই প্ল্যানের দাম বাড়িয়ে করে দেওয়া হয়েছে ৭৯৯ টাকা। ৮৪ দিনের মেয়াদ যুক্ত এই প্ল্যানের অধীনে দৈনিক ১.৫ জিবি ডেটা অফার করা হবে।
  • ৮৫৯ টাকার প্ল্যান: ৭১৯ টাকার রিচার্জ প্ল্যান কিনতে এখন অতিরিক্ত ৬০ টাকা খসাতে হবে। নতুন দাম থাকছে ৮৫৯ টাকা। এর মেয়াদ হল ৮৪ দিনের। গ্রাহকেরা দৈনিক ২ জিবি ডেটা পেয়ে যাবেন।
  • ১১৯৯ টাকার প্ল্যান: আগের দাম ৯৯৯ টাকা। এখন বেড়ে হয়ে গেছে ১১৯৯ টাকা। প্ল্যানটি ৮৪ দিনের বৈধতা যুক্ত। প্রতিদিন ৩ জিবি ডেটা পাওয়া যাবে।

৩৬৫ দিন বা এক বছরের বৈধতা যুক্ত জিও প্ল্যান:

  • ১৮৯৯ টাকার প্ল্যান: ১৫৫৯ টাকার বার্ষিকী প্ল্যানের দাম বাড়িয়ে করে দেওয়া হয়েছে ১৮৯৯ টাকা। এর মেয়াদ ১ বছরের এবং মোট ২৪ জিবি ডেটা মিলবে।
  • ৩৫৯৯ টাকার প্ল্যান: ২৯৯৯ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি পেয়ে এখন ৩৫৯৯ টাকা হয়ে গেছে। এর সাথে মোট ৩৬৫ দিন বা ১ বছরের জন্য দৈনিক ২.৫ জিবি ডেটা ব্যবহারের সুবিধা দেওয়া হবে।

ভোডাফোন আইডিয়া -এর নতুন প্রিপেড প্ল্যান :

২৮ দিন বা এক মাসের ভোডাফোন আইডিয়া প্রিপেড প্ল্যান –

  • ১৯৯ টাকার প্ল্যান: এই এন্ট্রি-লেভেল প্রিপেড প্ল্যানের দাম ছিল ১৭৯ টাকা, যা বেড়ে এখন ১৯৯ টাকা হয়ে গেছে। এর মেয়াদ ২৮ দিনের এবং ২ জিবি ডেটা পাওয়া যাবে।
  • ২৯৯ টাকার প্ল্যান: আগে দাম ছিল ২৬৯ টাকা। এখন বাড়িয়ে ২৯৯ টাকা করে দেওয়া হয়েছে। ২৮ দিনের জন্য দৈনিক ১ জিবি ডেটা ব্যবহার করা যাবে।
  • ৩৪৯ টাকার প্ল্যান: ২৯৯ টাকার এই প্ল্যানের দাম বেড়ে ৩৪৯ টাকা হয়ে গেছে। এটিও ২৮ দিনের জন্য বৈধ থাকবে। প্রতিদিন ১৫ জিবি ডেটা দেওয়া হবে।
  • ৩৭৯ টাকার প্ল্যান: দাম ৩১৯ টাকা থেকে বেড়ে ৩৭৯ টাকা হয়ে গেছে। ৩০ দিনের জন্য বৈধ থাকবে। সাথে দৈনিক ২ জিবি ডেটা অফার করা হবে।

৫৬ ও ৮৪ দিন বা দুই ও তিন মাসের বৈধতা যুক্ত প্ল্যান –

  • ৫৭৯ টাকার প্ল্যান: আগে এই প্ল্যান কিনতে খরচ পড়তো ৪৭৯ টাকা। এখন ১০০ টাকা বেশি অর্থাৎ ৫৭৯ টাকা খসাতে হবে। এর বৈধতা ৫৬ দিনের এবং দৈনিক ১.৫ জিবি ডেটা মিলবে।
  • ৬৪৯ টাকার প্ল্যান: ৫৩৯ টাকার এই প্ল্যানের দাম বেড়ে ৬৪৯ টাকা হয়ে গেছে। ৫৬ দিনের জন্য দৈনিক ২ জিবি ডেটার অ্যাক্সেস দেওয়া হবে।
  • ৫০৯ টাকার প্ল্যান: আগে দাম ছিল ৪৫৯ টাকা। এখন হয়ে গেছে ৫০৯ টাকা। ৮৪ দিনের জন্য মোট ৬ জিবি ডেটা পাওয়া যাবে।
  • ৮৫৯ টাকার প্ল্যান: ৭১৯ টাকার রিচার্জ প্ল্যানের দাম বেড়ে ৮৫৯ টাকা হয়ে গেছে। এর বৈধতা ৮৪ দিনের। সাথে দৈনিক ১.৫ জিবি ডেটা দেওয়া হবে।
  • ৯৭৯ টাকার প্ল্যান: আগামী ৪ঠা জুলাই থেকে ৮৩৯ টাকা দামের প্রিপেইড প্ল্যান কিনতে খরচ পড়বে ৯৭৯ টাকা। এটি ৮৪ দিনের জন্য বৈধ থাকবে। আর প্রতিদিন ২ জিবি ডেটা ব্যবহার করা যাবে।

এক বছরের ভোডাফোন আইডিয়া প্রিপেড প্ল্যান –

  • ১৯৯৯ টাকার প্ল্যান: আগে দাম ছিল ১৭৯৯ টাকা। এখন বেড়ে হয়ে গেছে ১৯৯৯ টাকা। এটি ১ বছর বা ৩৬৫ দিনের মেয়াদ সহ এসেছে। মোট ২৪ জিবি ডেটা মিলবে।
  • ৩৪৯৯ টাকার প্ল্যান: দাম বাড়ার পর ২৮৯৯ টাকা দামের এই প্ল্যানের মূল্য বৃদ্ধি পেয়ে ৩৪৯৯ টাকা হয়ে গেছে। এটিও ১ বছরের বৈধতা সহ এসেছে। দৈনিক ১.৫ জিবি ডেটা দেওয়া হবে।