OnePlus Ace 3: অবিশ্বাস্য কম দামে পাগল করা ফিচার্স, ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ কিলার বাজার কাঁপাতে হাজির

অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ওয়ানপ্লাস চীনে তাদের ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন হিসাবে OnePlus Ace 3 লঞ্চ করেছে। ফোনটির বড় আকর্ষণ Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর, যা পাওয়ারহাউস নামে পরিচিত। OnePlus Ace 3-এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে OLED ProXDR ডিসপ্লে, ৫,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ। আসুন এই নবাগত ওয়ানপ্লাস ফোনটির স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

OnePlus Ace 3-এর ডিজাইন এবং স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস এস ৩-এ লেটেস্ট ওয়ানপ্লাস ১২ এবং গত প্রজন্মের এস-ব্র্যান্ডের ফোনগুলির মতো একই ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখা যায়। ফোনটির সামনের দিকে পাঞ্চ-হোল সহ কার্ভড ওলেড প্যানেল রয়েছে এবং পিছনের দিকে ট্রিপল ক্যামেরা ইউনিট সমন্বিত একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল বিদ্যমান। স্টার ব্ল্যাক, মুন সি ব্লু এবং স্যান্ড গোল্ড কালার অপশনের মধ্যে ফোনটিকে বেছে নেওয়া যাবে।

ওয়ানপ্লাস এস ৩-এ ৬.৭ ইঞ্চির বিওই (BOE) নির্মিত ওলেড প্রোএক্সডিআর প্যানেল রয়েছে, যা ১.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০ বিট কালার অফার করে। এছাড়াও, এটি ওয়ানপ্লাস ১২-এর স্ক্রিনের মতোই ৪,৫০০ নিটের পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও, স্ক্রিনটিকে উন্নত গেমিং এক্সপেরিয়েন্স প্রদানের জন্য অপ্টিমাইজ করা হয়েছে।

পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে, ওয়ানপ্লাস এস ৩ ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার করা হয়েছে, যা গত বছর ওয়ানপ্লাস ১১-এ দেখা গিয়েছিল। হ্যান্ডসেটটিতে সর্বাধিক ১৬ জিবি এলপিডিআর৫এক্স র‍্যাম এবং ১টিবি পর্যন্ত স্টোরেজ মিলবে। ওয়ানপ্লাস এস ৩ অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪ (ColorOS 14) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, OnePlus Ace 3-এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স রয়েছে। আর সেলফির জন্য, ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যায়।

পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Ace 3 বিশাল ৫,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। ডিভাইসটি ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। তবে এতে ওয়্যারলেস চার্জিংয়ের জন্য কোনও সাপোর্ট নেই। Ace 3-এ ডুয়েল সিম সাপোর্ট, 5G সংযোগ, ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪, জিপিএস, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC), ডুয়েল স্টেরিও স্পিকার, এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, অ্যালার্ট স্লাইডার-এর এর মতো অন্যান্য বৈশিষ্ট্যগুলিও অন্তর্ভুক্ত রয়েছে।

OnePlus Ace 3-এর মূল্য এবং লভ্যতা

OnePlus Ace 3 তিনটি ভ্যারিয়েন্টে চীনে এসেছে। এগুলি হল –

১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ২,৫৯৯ ইউয়ান (প্রায় ৩০,৫০০ টাকা)

১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৫,১৫০ টাকা)

১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ – ৩,৪৯৯ ইউয়ান (প্রায় ৪১,৭০০ টাকা)

OnePlus Ace 3 আগামী ৮ জানুয়ারি চীনা মার্কেটে বিক্রির জন্য উপলব্ধ হবে। এই মুহূর্তে এটির প্রি-অর্ডার প্রক্রিয়া চালু রয়েছে৷ OnePlus Ace 3 চীনের বাজারে সীমাবদ্ধ থাকলেও, এটির রিব্র্যান্ডেড ভার্সন OnePlus 12R নামে আগামী ২৩ জানুয়ারি উত্তর আমেরিকা, ইউরোপ এবং ভারতে লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে।