সুপারফাস্ট ইন্টারনেট ও ১৪টি OTT অ্যাপের সবচেয়ে সস্তা প্ল্যান, সাথে ফ্রি কলিং

হাই স্পিড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ব্রডব্যান্ড কানেকশন সবচেয়ে উত্তম। এখানে ফাস্ট আপলোড এবং ডাউনলোড স্পিড সহ অনেক ডেটা পাওয়া যায়। এই কারণে গত কয়েক বছরে ব্রডব্যান্ড ব্যবহারকারীদের সংখ্যা অনেক বেড়েছে। আর গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে কোম্পানিগুলিও বিভিন্ন রেঞ্জের প্ল্যান অফার করছে। তবে আজ আমরা এই প্রতিবেদনে কিছু সস্তা প্ল্যানের বিষয়ে জেনে নেব, যেখানে ১০০ এমবিপিএস পর্যন্ত স্পিড সহ ১৪টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Reliance Jio Fiber এর ৮৯৯ টাকার প্ল্যান

জিও ফাইবারের এই প্ল্যানের বৈধতা ৩০ দিন, এখানে আনলিমিটেড ডেটা দেওয়া হবে, যা ১০০ এমবিপিএস পর্যন্ত স্পিড অফার করবে। সাথে গ্রাহকরা কলিং ও ৫৫০টির বেশি টিভি চ্যানেলের অ্যাক্সেস পাবেন। সাথে Hotstar, Sony Liv, Zee5, Voot সহ মোট ১৪টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Airtel এর ৭৯৯ টাকার প্ল্যান

এয়ারটেল তাদের এই মান্থলি প্ল্যানে আনলিমিটেড ডেটা ব্যবহার করার সুযোগ দেয়। এখানেও ১০০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। সাথে আনলিমিটেড লোকাল ও এসটিডি কলিং বেনিফিট পাওয়া যাবে। এই প্ল্যানের সাথে এয়ারটেল এক্সট্রিম ও উইং এর সাবস্ক্রিপশন মিলবে।

BSNL এর ৭৯৯ টাকার প্ল্যান

বিএসএনএল এর ১০০ এমবিপিএস স্পিডের এই প্ল্যানেও আনলিমিটেড ডেটা পাওয়া যাবে। তবে হাই স্পিডে ১০০০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। এরপর স্পিড কমে গিয়ে ৫ এমবিপিএস হয়ে যাবে। এখানে হটস্টার সুপার, হাঙ্গামা, সনি লিভ সহ বিভিন্ন অ্যাপের সাবস্ক্রিপশন অফার করা হবে।