ফের হাজার হাজার ব্র্যডব্যান্ড গ্রাহক হারালো BSNL, ফুলে ফেঁপে উঠছে Jio, Airtel

ওয়্যারলেস পরিষেবার ক্ষেত্রে খুব একটা ভালো ফলাফল তুলে ধরতে না পারলেও, জুলাই মাসে (২০২২) ওয়্যারলাইন বিভাগে পারফরম্যান্সের নিরিখে পরস্পরকে টেক্কা দিল রিলায়েন্স জিও (Reliance Jio) এবং এয়ারটেল (Airtel)। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই (TRAI) -এর সদ্য প্রকাশিত রিপোর্টে টেলকোদ্বয়ের এই উন্নতি প্রত্যক্ষ করা গিয়েছে। রিপোর্টের মতে, চলতি বছরের জুলাই মাসে Jio এবং Airtel নিজেদের ওয়্যারলাইন পরিষেবার অধীনে যথাক্রমে ১,১৩,৭০৭ এবং ৪৯,৩৪১ জন নতুন গ্রাহক যুক্ত করতে সমর্থ হয়েছে, যা উভয় টেলকোর পক্ষেই যথেষ্ট ভালো ফলাফল। তবে একই সময়ে বেসরকারি ভোডাফোন আইডিয়া (Vi) এবং রাষ্ট্রায়ত্ত ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ও মহানগর টেলিফোন নিগম লিমিটেড (MTNL) যথাক্রমে ১৫,৮৪৫, ৫৪,৩৭৫ এবং ১৬,১৬৯ ওয়্যারলাইন গ্রাহক খুইয়েছে বলে ট্রাইয়ের (TRAI) মাসিক সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে।

দেশজুড়ে বাড়ছে Jio ও Airtel -এর FTTH ব্রডব্যান্ড পরিষেবার চাহিদা

আজ্ঞে হ্যাঁ, শক্তিশালী ফাইবার-টু-দ্য-হোম বা FTTH ব্রডব্যান্ড পরিষেবার হাত ধরেই জিও ও এয়ারটেল সম্প্রতি ওয়্যারলাইন সেগমেন্টে নিজেদের ইউজার বেস মজবুত করেছে। এফটিটিএইচ পরিষেবাকে কেন্দ্র করেই খুব অল্প সময়ের মধ্যে দেশের এক নম্বর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারে (ISP) পরিণত হয়েছে রিলায়েন্স জিও। বর্তমানে উপভোক্তাদের মধ্যে তাদের জিওফাইবার (JioFiber) কানেকশন গ্রহণের প্রবণতাই সবচেয়ে বেশি। চাহিদার নিরিখে JioFiber -এর পরেই রয়েছে এয়ারটেল এক্সস্ট্রিম ফাইবার (Airtel Xstream Fiber)। সম্প্রতি সাধারণ গ্রাহকদের মধ্যে এয়ারটেলের উক্ত পরিষেবা গ্রহণের হারও ক্রমবর্ধমান।

এদিকে মাত্রাতিরিক্ত হারে ডিএসএল (DSL) ব্রডব্যান্ড গ্রাহক খুইয়ে, একদা ওয়্যারলাইন পরিষেবা ক্ষেত্রের রাজা হিসেবে বিবেচিত বিএসএনএল সম্প্রতি জিও ও এয়ারটেলের বিরুদ্ধে লড়াইয়ে পরাজয় মেনেছে। এর ফলে আলোচ্য পরিসরে সংস্থার বাজার শেয়ারেও ধ্বস নেমেছে, যা ট্রাইয়ের রিপোর্টে স্পষ্ট।

সামনে আসা পরিসংখ্যান অনুযায়ী ৩১শে জুলাই, ২০২২ পর্যন্ত ওয়্যারলাইন পরিষেবা সরবরাহকারীদের মধ্যে Jio’র দখলে রয়েছে সর্বাধিক ২৭.৬৭ শতাংশ বাজার শেয়ার। একইসময়ে Airtel ও BSNL -এর দখলে থাকা বাজার শেয়ারের পরিমাণ যথাক্রমে ২৩.৭২ এবং ২৭.৮৯ শতাংশ। এছাড়া জুলাই মাসে ভোডাফোন আইডিয়া বা Vi -এর দখলে থাকা বাজার শেয়ারের পরিমাণ ২.৫৬ শতাংশ বলে জানা গিয়েছে।

Soumojit Chatterjee

Share
Published by
Soumojit Chatterjee

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

26 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

33 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

42 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

53 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago