Amazfit GTS 4: প্রিমিয়াম স্মার্টওয়াচ খোঁজ করছেন? অ্যামেজফিট জিটিএস ৪ আপনার জন্য হাজির

Amazfit সংস্থাটি ভারতে লঞ্চ করল তাদের নতুন Amazfit GTS 4 স্মার্টওয়াচ। ১.৭৫ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিনের এই ঘড়িটিতে রয়েছে ১৫০টি স্পোর্টস মোড, ব্লুটুথ কলিং ফিচার এবং একবার চার্জে ঘড়িটি ৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন Amazfit GTS 4 স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Amazfit GTS 4 স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে অ্যামেজফিট জিটিএস ৪ স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১৬,৯৯৯ টাকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট অ্যামাজনে এটি প্রি-অর্ডারে উপলব্ধ। ইনফিনিটি ব্ল্যাক, মিস্টি হোয়াইট, রোজবাড পিংক এবং গ্রে কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন তাদের পছন্দের স্মার্টওয়াচ।

Amazfit GTS 4 স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

নবাগত অ্যামেজফিট জিটিএস ৪ স্মার্টওয়াচটি ১.৭৫ ইঞ্চি বর্গক্ষেত্রকার অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ৩৯০x৪৫০ পিক্সেল। এর ওপরে রয়েছে টেম্পারড গ্লাসের আচ্ছাদন এবং অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট কোটিং। তাছাড়া ওয়্যারেবলটিতে অলওয়েজ অন ডিসপ্লে সহ ১৫০টি ওয়াচফেস সাপোর্ট করবে। শুধু তাই নয়, এতে রিয়েল টাইম জিপিএস ট্র্যাক করার জন্য থাকছে ডুয়াল ব্যান্ড সার্কুলারলি পোলারাইজড জিপিএস অ্যান্টেনা।

অন্যদিকে, ঘড়িটিতে ১৫০টি স্পোর্টস মোড উপলব্ধ। এর মধ্যে রয়েছে ১৫টি স্ট্রেন্থ ট্রেনিং এক্সারসাইজ এবং ৮টি স্পোর্টস মুভমেন্ট। আবার ঘড়িটির হেলথ ফিচার প্রসঙ্গে বলতে গেলে, এতে বায়ো ট্র্যাকার ৪.০ পিপিজি সেন্সর বর্তমান, যার মাধ্যমে ব্লাডে অক্সিজেন লেভেল পরিমাপ, হার্ট রেট এবং স্ট্রেস লেভেল ট্র্যাক করা সম্ভব। উপরন্তু ঘড়িটি জেপ ওএস ২.০ চিপ দ্বারা চালিত। তাছাড়া এতে রয়েছে দুটি ইনবিল্ট গেম, গো প্রো সাপোর্ট এবং হোম কানেক্ট থার্ড পার্টি অ্যাপ। শুধু তাই নয়, ঘড়িটিতে ইনবিল্ট অ্যামাজন অ্যালেক্সা ফিচার উপলব্ধ।

তাছাড়া আগেই বলা হয়েছে নতুন Amazfit GTS 4 স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে। এর জন্য এতে ইনবিল্ট মাইক্রোফোন ও স্পিকার উপস্থিত। আবার ব্যবহারকারী চাইলে তাদের পছন্দমত মিউজিক এতে স্টোর করে রাখতে পারেন। ঘড়িটির ব্যাটারি প্রসঙ্গে বলতে গেলে পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৩০০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে আট দিন পর্যন্ত ঘড়িটিকে সক্রিয় রাখবে। পাশাপাশি স্মার্টওয়াচটিতে পাওয়ার সেভ মোড উপলব্ধ। পরিশেষে জানাই, জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটি 5ATM রেটিংসহ এসেছে।