আর ফ্রি-তে দেখা যাবে না IPL, চার্জ নেবে Jio Cinema, গুরুতর অভিযোগ Airtel-এর

গতবছর থেকে Jio Cinema সবার জন্য ফ্রি করে দেওয়া হয়। সমস্ত টেলিকম ইউজাররা ফিফা ফুটবল বিশ্বকাপ বিনামূল্যে উপভোগ করে

ক্রিকেট প্রেমীদের বড় ধাক্কা দিতে চলেছে রিলায়েন্স জিও (Reliance Jio)। আসলে আর বিনামূল্যে ব্যবহার করা যাবে না জিও সিনেমা (Jio Cinema)। জিও তাদের জিও সিনেমা প্ল্যাটফর্মের জন্য চার্জ নেবে বলে শোনা যাচ্ছে। যদিও ঠিক কত টাকা চার্জ নেওয়া হবে তা এখনও ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর আইপিএল ২০২৩ (IPL 2023) শেষ হওয়ার পরেই জিও সিনেমা রিচার্জ প্ল্যান (Jio Cinema Recharge Plan) আনা হবে।

Jio Cinema-এর জন্য দিতে হবে চার্জ

জানিয়ে রাখি Jio Cinema একটি অ্যাপ-ভিত্তিক ডিজিটাল কনটেন্ট প্রোভাইডার প্ল্যাটফর্ম। জিও ব্যবহারকারীরা এই অ্যাপ্লিকেশনে বিনামূল্যে সিনেমা, লাইভ শো দেখতে পারেন। এর জন্য মোবাইলে জিও রিচার্জ প্ল্যান থাকা দরকার ছিল।

তবে গতবছর থেকে জিও সিনেমা সবার জন্য ফ্রি করে দেওয়া হয়। সমস্ত টেলিকম ইউজাররা ফিফা ফুটবল বিশ্বকাপ বিনামূল্যে উপভোগ করে। এখন আইপিএলও (IPL) সম্প্রচার করা হচ্ছে। এর ফলে জিও-র গ্রাহক সংখ্যা ক্রমাগত বাড়ছে। এয়ারটেল, ভোডাফোন আইডিয়া ও বিএসএনএল এর গ্রাহকরা অনেকেই জিও-র সঙ্গে জুড়ছ।

Airtel এর অভিযোগ Jio নিয়ম লঙ্ঘন করছে

কিন্তু এর কারণে জিওর প্রতিদ্বন্দ্বী সংস্থা এয়ারটেল নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনেছে। তারা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার (ট্রাই) কে চিঠি পাঠিয়েছে। যেখানে ব্রডব্যান্ড ও ডিজিটাল অ্যাপের জন্য একটি আইন করার দাবি জানানো হয়েছে। এয়ারটেল বলছে, জিও চাইছে ডিটিএইচ পরিষেবা বন্ধ করতে। কারণ ডিটিএইচ-এ ম্যাচ দেখার জন্য ১৯ টাকা চার্জ নেওয়া হচ্ছে। কিন্তু জিও সিনেমায় বিনামূল্যে ক্রিকেট ম্যাচ দেখা যাচ্ছে।

এয়ারটেলের থেকে এই অভিযোগ আসার পর জিও কয়েকটি রিচার্জ প্ল্যান আনার কথা ভাবছে বলে খবর। যদিও জিও-র তরফে অফিসিয়ালি এখনও কিছু জানানো হয়নি।