Samsung Galaxy S24 Ultra-র ফিচার ফাঁস, QHD+ ডিসপ্লের সঙ্গে আর কী অফার করবে

আগামী বছরের শুরুতে স্যামসাং লঞ্চ করতে চলেছে তাদের পরবর্তী প্রজন্মের ফ্লাগশিপ Galaxy S সিরিজের স্মার্টফোনগুলি। এই সিরিজের অধীনে এবছরের মতোই স্ট্যান্ডার্ড Galaxy S24, উচ্চতর Galaxy S24+ এবং টপ-এন্ড Galaxy S24 Ultra – এই তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে থাকবে বলে আশা করা যায়। যেহেতু এই ফ্ল্যাগশিপগুলির দিকে সবার নজর থাকে, তাই লঞ্চের অনেক আগেই নানান জল্পনা শুরু হয়ে গেছে। তবে তিনটি ডিভাইসের মধ্যে সবচেয়ে আলোচিত মডেলটি হল আসন্ন Samsung Galaxy S24 Ultra, যার বিভিন্ন বিবরণ দীর্ঘদিন ধরেই অনলাইনে ফাঁস হয়ে চলেছে। আর এখন সেভাবেই এখন ডিভাইসটির স্ক্রিনের আকার এবং রেজোলিউশন প্রকাশ্যে এসেছে।

ফাঁস হল Samsung Galaxy S24 Ultra-এর ডিসপ্লের স্পেসিফিকেশন

টিপস্টার আইস ইউনিভার্স দাবি করেছেন যে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা-এ ৬.৭৮ ইঞ্চির ফ্ল্যাট ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যা ৩,১২০ x ১,৪৪০ পিক্সেলের কোয়াড এইচডি+ রেজোলিউশন এবং ১৯.৫:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করবে৷ উল্লেখযোগ্যভাবে, এটি সর্বাধিক ২,৫০০ নিট পিক ব্রাইটনেসও সাপোর্ট করবে। টিপস্টার ফ্রন্ট প্যানেলের ডিজাইন কেমন হতে পারে তার ধারণা প্রদান করতে, গ্যালাক্সি এস২৪ আল্ট্রা-এর একটি মক রেন্ডারও শেয়ার করেছেন।

পারফরম্যান্সের ক্ষেত্রে, গ্যালাক্সি এস২৪ আল্ট্রা দেশভেদে এক্সিনস ২৪০০ এবং গ্যালাক্সি-এক্সক্লুসিভ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ (অঘোষিত)-এর মতো দুটি সিপিইউ ভ্যারিয়েন্টে আসবে বলে শোনা যাচ্ছে। গ্যালাক্সির জন্য তৈরি স্ন্যাপড্রাগন ৮ জেন ৩-এর বিশেষ সংস্করণটি কর্টেক্স-এক্স৪ প্রাইম কোর, তিনটি ৩.১৫ গিগাহার্টজে রান করা কর্টেক্স-এ৭XX পারফরম্যান্স কোর, ২.৯৬ গিগাহার্টজ গতির কর্টেক্স-এ৭XX পারফরম্যান্স কোর এবং দুটি ২.২৭ গিগাহার্টজ কর্টেক্স-এ৫XX এফিসিয়েন্সি কোর দ্বারা গঠিত হবে।

এই সেটআপটি ডিভাইসের আকর্ষণীয় সামগ্রিক পারফরম্যান্সে অবদান রাখবে। এছাড়া, গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং সর্বোচ্চ ১ টিবি স্টোরেজ ক্ষমতা অফার করবে। তবে ফোনটি বিভিন্ন স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে।

ক্যামেরা সেগমেন্টে, Galaxy S24 Ultra-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-এনেবল ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স, একটি ১০ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা এবং ৩x অপটিক্যাল জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্স অন্তর্ভুক্ত থাকতে পারে। আর ফোনের সামনে একটি ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করবে। Samsung Galaxy S24 Ultra-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে, যা ৪৫ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ২৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং ক্ষমতা সাপোর্ট করবে।

এছাড়া, Galaxy S24 Ultra-এর পরিমাপ হবে প্রায় ১৬২.৩ x ৭৯ x ৮.৬ মিলিমিটার এবং এটি ২৩৩ গ্রাম ওজনের হবে বলে অনুমান করা হয়েছে, যা ইঙ্গিত করে যে ফোনটি এর পূর্বসূরি S23 Ultra-এর তুলনায় কিছুটা ছোট এবং ওয়াইড হবে। এছাড়াও, এই স্যামসাং ফোনে আইপি৬৮ (IP68)-রেটেড ধুলো এবং জল-প্রতিরোধী চ্যাসিস অন্তর্ভুক্ত থাকবে বলে অনুমান করা হচ্ছে, যা স্থায়িত্ব প্রদান করবে, আর সাথে মজবুতির জন্য থাকবে একটি টাইটানিয়াম অ্যালয় ফ্রেম। লঞ্চের ক্ষেত্রে, Galaxy S24 Ultra আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে Galaxy S24 এবং S24 Plus-এর সাথে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।