বিনামূল্যে Netflix, Amazon Prime সহ অনেক কিছু, জবরদস্ত প্ল্যান নিয়ে হাজির Reliance Jio

Jio সম্প্রতি তাদের JioFiber এবং Jio AirFiber ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য একটি নতুন পোস্টপেইড প্ল্যানের ঘোষণা করেছে, যা ১৫টি ওভার-দ্য-টপ বা ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন অফার করে।…

Jio সম্প্রতি তাদের JioFiber এবং Jio AirFiber ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য একটি নতুন পোস্টপেইড প্ল্যানের ঘোষণা করেছে, যা ১৫টি ওভার-দ্য-টপ বা ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন অফার করে। এর দাম রাখা হয়েছে ৮৮৮ টাকা। এই প্ল্যান রিচার্জ করলে Jio গ্রাহকরা Netflix, Amazon Prime Video, JioCinema Premium সহ একাধিক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাবেন।

৮৮৮ টাকা দামের Jio পোস্টপেইড প্ল্যানের বেনিফিট বিবরণ

নতুন ৮৮৮ টাকার জিও পোস্টপেইড প্ল্যানটি – জিও ফাইবার (Jio Fiber) এবং জিও এয়ারফাইবার (Jio AirFiber) -এর নতুন ও বিদ্যমান গ্রাহকদের জন্য উপলব্ধ। এর অধীনে আপনারা ৩০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট সার্ফ করতে পারবেন। আমরা আগেই যেমন বলেছি, এই প্ল্যানের সাথে ১৫টি ওটিটি অ্যাপের বান্ডিল সাবস্ক্রিপশন দেওয়া হবে। এই তালিকায় সামিল রয়েছে – Netflix Basic Plan, Amazon Prime Video, JioCinema Premium, Disney+Hotstar, SonyLIV, Zee5, Sun NXT, HoiChoi, Discovery+, ALT Balaji, Eros Now, Lionsgate Play, Shemaroo Me, Docubay এবং Epic On।

এই প্ল্যান কিনলে আপনারা জিও ইন্টারনেট সেট-টপ বক্স সহ ৮০০টিরও বেশি ডিজিটাল টিভি চ্যানেলের অ্যাক্সেস পেয়ে যাবেন। প্ল্যানটির বৈধতা ১ মাস বা ৩০ দিনের।

পাশাপাশি মনে রাখবেন জিও -এর এই নতুন পোস্টপেইড প্ল্যান কিনলে আপনাদের ৮৮৮ টাকার পেমেন্ট তো করতেই হবে, সাথে অতিরিক্তভাবে ১৮% জিএসটি -ও প্রদান করতে হবে। অর্থাৎ প্ল্যানটি খরিদ করলে মাসিক মোট ১,০৪৮ টাকা খরচ হবে।