Jio Plus প্ল্যান লঞ্চ করল জিও, 399 টাকা থেকে শুরু, এক রিচার্জেই পরিবারের 4 জন পরিষেবা পাবে

Jio Plus প্ল্যানগুলি আগামী ২২ মার্চ থেকে উপলব্ধ হবে

Reliance Jio সম্প্রতি তাদের জিও প্লাস (Jio Plus) স্কিমের অধীনে কয়েকটি নতুন ফ্যামিলি পোস্টপেইড প্ল্যান (Jio Pospaid Family Plans) চালু করেছে। এর সুবাদে সংস্থাটি একটি পোস্টপেইড প্ল্যানের সাথে বিনামূল্যে Netflix এবং Amazon Prime-এর সাবস্ক্রিপশন অফার করছে। আবার, কিছু প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, এসএমএস সহ অন্যান্য বেশ কয়েকটি সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য, টেলিকম সংস্থাটি কোনো পরিবারের সর্বোচ্চ চার জন সদস্যের জন্য বিনামূল্যে এক মাসের ট্রায়াল অফার করছে, যাতে ব্যবহারকারীরা এই প্ল্যানগুলি টেস্ট করে দেখতে পারেন। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, নতুন Jio Plus প্ল্যানগুলি আগামী ২২ মার্চ থেকে উপলব্ধ হবে। আসুন, Jio-র নয়া পোস্টপেইড প্ল্যানগুলির সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Jio Plus পোস্টপেইড ফ্যামিলি প্ল্যান

৩৯৯ টাকার জিও পোস্টপেইড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং এসএমএস বেনিফিট সহ ৭৫ জিবি ডেটা খরচের সুযোগ রয়েছে। এর জন্য ইউজারদেরকে সিকিউরিটি ডিপোজিট চার্জ হিসেবে ৫০০ টাকা দিতে হবে। আবার, ৬৯৯ টাকার জিও পোস্টপেইড প্ল্যান মারফত নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমের অ্যাক্সেস পাবেন ব্যবহারকারীরা। এছাড়াও, এতে ১০০ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং এসএমএসের সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানের সিকিউরিটি ডিপোজিট ৮৭৫ টাকা। জানিয়ে রাখি, প্রতিটি প্ল্যানে কোনো পরিবারের সর্বোচ্চ তিনজন সদস্যকে সেকেন্ডারি হিসেবে অ্যাড করার সুযোগ মিলবে এবং উপরিউক্ত দুটি প্ল্যানই বিনামূল্যে ট্রায়ালের জন্য উপলব্ধ।

Jio Plus পোস্টপেইড ইন্ডিভিজুয়াল প্ল্যান

২৯৯ টাকার জিও প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, মোট ৩০ জিবি ডেটা, এবং অফুরন্ত এসএমএস প্রেরণের সুবিধা রয়েছে। এই প্ল্যানের সিকিউরিটি ডিপোজিট ৩৭৫ টাকা। তবে এই প্যাকে কোনো ফ্রি ট্রায়াল স্কিম নেই। অন্যদিকে, ৫৯৯ টাকার জিও প্ল্যানে আনলিমিটেড কল, ডেটা এবং এসএমএস বেনিফিট মিলবে। এটি এক মাসের ফ্রি ট্রায়ালের জন্য উপলব্ধ। এই প্যাকের জন্য ইউজারদেরকে ৭৫০ টাকা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে।

দ্রষ্টব্য: জিওফাইবার (JioFiber) ব্যবহারকারী, কর্পোরেট কর্মচারী, বিদ্যমান নন-জিও পোস্টপেইড ব্যবহারকারী, ক্রেডিট কার্ড গ্রাহক এবং যাদের ভালো ক্রেডিট স্কোর রয়েছে, তাদের জন্য সিকিউরিটি ডিপোজিট মুকুব করা হবে।

নতুন Jio Postpaid Family Plans কীভাবে কিনবেন?

নতুন জিও পোস্টপেইড ফ্যামিলি প্ল্যান কেনার জন্য আপনাকে কেবল ৭০০০০৭০০০০ নম্বরে একটি মিসড কল দিতে হবে। এরপর হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এ আপনার কাছে একটি নোটিফিকেশন আসবে। এরপর সিকিউরিটি ডিপোজিটের ক্ষেত্রে ছাড় মিলবে, এমন গ্রাহকের আওতায় যদি আপনি পড়েন, তাহলে আপনাকে প্রাসঙ্গিক বিকল্পটি সিলেক্ট করতে বলা হবে। উল্লেখ্য যে, পোস্টপেইড সিমের জন্য আপনি ফ্রি হোম ডেলিভারি অপশনও বেছে নিতে পারেন। জানিয়ে রাখি, হোম ডেলিভারির সময় আপনি আরও তিনটি ফ্যামিলি সিম কিনতে পারবেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে, অ্যাক্টিভেশনের সময় আপনাকে প্রতি সিমের জন্য ৯৯ টাকা দিতে হবে। আর একবার মাস্টার (মেইন) ফ্যামিলি সিম অ্যাক্টিভেট হয়ে গেলে, আপনাকে মাইজিও (MyJio) অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে পরিবারের তিন জন সদস্যকে লিঙ্ক করতে হবে।

প্রিপেইড Jio ব্যবহারকারীরাও আপগ্রেড করতে পারবেন

আপনি যদি বিদ্যমান জিও প্রিপেইড ব্যবহারকারী হন, তবে আপনি সিম পরিবর্তন না করেই পোস্টপেইড ফ্রি ট্রায়ালে আপগ্রেড করতে পারেন। এর জন্য প্রথমে মাইজিও অ্যাপে যান > “প্রিপেইড টু পোস্টপেইড” (prepaid to postpaid) বিকল্পটি নির্বাচন করুন > ওটিপি (OTP) ভেরিফিকেশন কমপ্লিট করুন এবং ফ্রি-ট্রায়াল প্ল্যানটি চয়ন করুন। তবে এক্ষেত্রে মনে রাখবেন যে, এই অ্যাপ মারফত উক্ত পরিষেবাটি পেতে হলে আপনাকে সিকিউরিটি ডিপোজিট প্রদান করতে হবে।