Categories: Telecom

৯৯৯ টাকার JioBharat ফোনের বিরাট সাফল্য, 5G লঞ্চের পর ফুলে ফেঁপে উঠছে Jio

সম্প্রতি Reliance Jio ঘোষণা করেছে তাদের JioBharat ফিচার ফোন দেশের ২৫০ মিলিয়ন (২৫ কোটি) ২জি ব্যবহারকারীর একটি বড় অংশ দখল করেছে। রিলায়েন্স জিও-এর প্রেসিডেন্ট কিরণ থমাস বলেছেন যে, প্রাথমিক সাফল্য লাভের পর তারা জিও ভারত ফোনের ডিস্ট্রিবিউশন বৃদ্ধির দিকে বেশি নজর দিচ্ছে। তিনি Reliance Jio-এর গ্রাহক প্রতি গড় আয় (ARPU) বৃদ্ধি, গ্রাহক সংখ্যা এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL)-এর প্রথম ত্রৈমাসিকের উপার্জন নিয়েও কথা বলেছেন।

JioBharat ফোনের জন্য ইকোসিস্টেম তৈরি

থমাস বলেন যে, “সংস্থাটি একটি ইকোসিস্টেম তৈরি করছে। সেই কারণে তারা জিও ভারত ফিচার ফোনটি ডেভেলপ করার সার্বজনীন ব্যবহৃত ওপেন জিও ভারত প্ল্যাটফর্ম তৈরি করে। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে কার্বন সহ অন্যান্য সংস্থা ফিচার ফোন তৈরি করবে। ফলে এই প্ল্যাটফর্ম আরও জনপ্রিয় হয়ে উঠবে।”

JioBharat ফোনের দাম ১০০০ টাকার কম রাখা কোম্পানির একটি ইউনিক স্ট্র্যাটিজি

থমাস জানিয়েছেন, জিও একটি ‘ইউনিক গো টু মার্কেট স্ট্র্যাটিজি’ গ্রহণ করেছে, যার জন্য কোম্পানি বাজারে ফোনটি ১০০০ টাকার কমে সরবরাহ করতে পারছে।

JioBharat 4G ফোনের দাম ও স্পেসিফিকেশন

জিওর এই ফোনটি একটি ফিচার ফোন, যার দাম ৯৯৯ টাকা। ক্রেতারা এই ফোনে JioPay-এর মাধ্যমে UPI পেমেন্ট করতে পারবেন, জিও সাভান থেকে বিনামূল্যে মিউজিক স্ট্রিমিং করতে পারবেন। এছাড়া ব্যবহারকারীরা বিনামূল্যে জিও সিনেমা ওটিটি অ্যাপ্লিকেশন উপভোগ করার সুযোগ পাবেন।

5G গ্রাহক ক্রমাগত বেড়ে চলেছে

থমাস আরও জানিয়েছেন যে, গত বছর অক্টোবরে এই টেলিকম অপারেটরটি 5G নেটওয়ার্ক রোলআউট করার পর থেকে সাবস্ক্রাইবারের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। তিনি বলেন “ আমরা যখন গত বছরের শেষ দিকে 5G রোলআউট শুরু করি, তখন ৫.৩ মিলিয়ন (৫৩ লাখ) গ্রাহক পাই, তারপরে তা বেড়ে ৬.৫ মিলিয়নে (৬৫ লাখ ) পৌঁছেছে এবং এখন আমরা ১০ মিলিয়ন (১কোটি) গ্রাহক পেয়েছি।”

Airtel-এর তুলনায় Jio গ্রাহক সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে

থমাস আরো জানান, “ আপনি এটা এমন সময় দেখছেন যখন বাকি কোম্পানিগুলি প্রায় ৩.৭ % হ্রাসের সম্মুখীন হয়েছে, তবে Jio-র গ্রাহক সংখ্যা বছরে প্রায় ৭ % বৃদ্ধি পেয়েছে৷ আপনি যদি পোর্ট-ইনের সংখ্যা দেখেন, তাহলে বুঝতে পাবেন আমাদের নিকটতম প্রতিযোগীর তুলনায় প্রায় আড়াই গুণ পোর্ট-ইন আমাদের দলে ভিড়েছে।”

Jio-এর মোট গ্রাহক সংখ্যা

থমাস বলেছেন, ৩০ জুন পর্যন্ত রিলায়েন্স জিওর মোট গ্রাহক সংখ্যা ছিল ৪৪৮.৫ মিলিয়ন (৪৪ কোটি ৮৫ লক্ষ)।

Jio-এর ARPU বৃদ্ধি

Jio-এর অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার (ARPU) চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে ১৭৮.৮ টাকা থেকে বেড়ে ১৮০.৫ টাকা হয়েছে। আগের তুলনায় অনেক বেশি সাবস্ক্রাইবার, ডেটা খরচ বৃদ্ধির জন্য কোম্পানির এই উন্নতি বলে জানিয়েছেন তিনি।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

22 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

29 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

38 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

49 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago