Jio গ্রাহকদের জন্য খারাপ খবর, আর বিনামূল্যে দেখতে পারবেন না Disney+ Hotstar

এক এক করে সমস্ত Disney+ Hotstar বেনিফিটযুক্ত প্রিপেইড রিচার্জ প্ল্যান মার্কেট থেকে গায়ের করে দিল দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি Reliance Jio। উল্লেখ্য যে, কয়েক সপ্তাহ আগেই এই জনপ্রিয় ওটিটি (OTT) প্ল্যাটফর্মটির সাবস্ক্রিপশনের সুবিধাসহ আসা বেশ কয়েকটি প্ল্যান সরিয়ে নিয়েছিল সংস্থাটি। তারপর সবেধন নীলমণি হিসেবে বেঁচে ছিল ১,৪৯৯ টাকা এবং ৪,১৯৯ টাকা মূল্যের দুটি রিচার্জ প্ল্যান, যেগুলির মারফত এই প্ল্যাটফর্মটির যাবতীয় কনটেন্টের অ্যাক্সেস পেতেন ইউজাররা। তবে সম্প্রতি এই দুটি Disney+ Hotstar বান্ডেলড প্রিপেইড প্ল্যানকেও নিজেদের পোর্টফোলিও থেকে সরিয়ে দিয়েছে Jio। এর ফলে এখন কোম্পানির কোনো প্রিপেইড রিচার্জ প্ল্যান মারফতই আর Disney+ Hotstar-এর কনটেন্টগুলি দেখার সুযোগ পাবেন না ইউজাররা। ফলে এখন Disney+ Hotstar বান্ডেলড প্রিপেইড প্ল্যান রিচার্জ করতে চাইলে ব্যবহারকারীদের কাছে Bharti Airtel এবং Vodafone Idea-র শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো উপায় নেই।

ইন-হাউস ওটিটি প্ল্যাটফর্মগুলিকে চাঙ্গা করতেই এই সিদ্ধান্ত নিয়েছে Reliance Jio

এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে যে, হঠাৎ করে কেন সমস্ত ডিজনি+ হটস্টার বেনিফিটযুক্ত প্রিপেইড রিচার্জ প্ল্যান তুলে নিল জিও? সেক্ষেত্রে বলি, দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানিদের সঙ্গে পার্টনারশিপ করার সুবাদে মোটা টাকা মুনাফা অর্জন করে এদেশে বেশ ভালোরকমভাবে ব্যবসা করেছে ডিজনি+ হটস্টার। তবে বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL) অন্যান্য একাধিক ডিজিটাল কনটেন্ট প্ল্যাটফর্মগুলিতে আরও বেশি পরিমাণে বিনিয়োগ করেছে, তাই সম্ভবত সেই সমস্ত প্ল্যাটফর্মগুলির প্রতি গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করতে জিও সাম্প্রতিককালে এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য যে, আরআইএল-এর মালিকানাধীন ভায়াকম১৮ (Viacom18) এখন আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) স্ট্রিমিংয়ের স্বত্ব পেয়ে গিয়েছে। আগে যা হটস্টার থেকে দেখা যেত। ফলে অনেক গ্রাহকের কাছে এই ওটিটি প্ল্যাটফর্মের গুরুত্বও কমেছে। আর সেই কারণেই হয়তো জিও চাইছে হটস্টারের হাত ছেড়ে ইন-হাউস ওটিটি প্ল্যাটফর্মগুলিকে জনপ্রিয় করতে।

সম্প্রতি বাতিল করা Disney+ Hotstar বেনিফিটযুক্ত প্রিপেইড রিচার্জ প্ল্যানের সুবিধা

গ্রাহকরা Reliance Jio-র যে দুটি Disney+ Hotstar বেনিফিটযুক্ত প্রিপেইড প্ল্যানের আর দেখা পাবেন না, সেগুলি হল ১,৪৯৯ টাকা এবং ৪,১৯৯ টাকার প্ল্যান। পূর্বে কিছু প্ল্যান বাতিল করার পর, এই দুটি প্ল্যানেই সম্পূর্ণ বিনামূল্যে এই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মটির কনটেন্ট দেখার সুযোগ পেতেন ইউজাররা, তবে এবার গ্রাহকদেরকে সেই সুবিধা থেকেও বঞ্চিত করল Jio। প্রসঙ্গত জানিয়ে রাখি, ১,৪৯৯ টাকার প্ল্যানে ৮৪ দিনের মেয়াদে দৈনিক ২ জিবি ডেটা, রোজ ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের পাশাপাশি ১ বছরের জন্য Disney+ Hotstar Premium-এর অ্যাক্সেস এবং JioTV, JioCinema, JioCloud ও JioSecurity-এর মতো Jio অ্যাপগুলি বিনামূল্যে দেখার ছাড়পত্র পাওয়া যেত। অন্যদিকে, ৪,১৯৯ টাকার প্ল্যানে ছিল ৩৬৫ দিনের জন্য ৩ জিবি করে দৈনিক ডেটা, রোজ ১০০ টি করে এসএমএস, অফুরন্ত ভয়েস কল, ১ বছরের জন্য Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশন, এবং JioTV, JioCinema, JioCloud ও JioSecurity অ্যাপের অ্যাক্সেসের সুবিধা।