Reliance Jio গ্রাহকদের জন্য সেরা প্ল্যান, 300 টাকার কমে 14 দিন বেশি ভ্যালিডিটি

গ্রাহকদের জন্য Reliance Jio বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। এই প্ল্যানগুলির মধ্যে কয়েকটির সাথে বিনামূল্যে ওটিটি পরিষেবা পাওয়া যায়। তবে এসব প্ল্যানের জন্য সাধারণত…

Jio Rs 1299 Vs Rs999 Compare Get 14 Days Extra Validity With A Plan That Is 300 Rupees Cheaper

গ্রাহকদের জন্য Reliance Jio বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। এই প্ল্যানগুলির মধ্যে কয়েকটির সাথে বিনামূল্যে ওটিটি পরিষেবা পাওয়া যায়। তবে এসব প্ল্যানের জন্য সাধারণত বেশি খরচ করতে হয়। তবে আজ আমরা Jio-র এমন কিছু প্ল্যান সম্পর্কে জানাতে চলেছি, যেগুলি কম দামে বেশি ভ্যালিডিটি দেয় এবং ওটিটি সুবিধাও দেয়। আসুন এই প্ল্যানগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

1299 টাকার জিও রিচার্জ প্ল্যান

এই প্ল্যানে 84 দিনের বৈধতা সহ প্রতিদিন 2 জিবি ডেটা এবং সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি প্রতিদিন 100টি এসএমএস পাওয়া যায়। আর এখানে 84 দিনের জন্য নেটফ্লিক্স মোবাইল সাবস্ক্রিপশনও দেওয়া হয়। এর সাথে জিওর বিভিন্ন অ্যাপের সাবস্ক্রিপশন তো আছেই।

1029 টাকার জিও প্ল্যান

জিওর এই রিচার্জ প্ল্যানের সাথে 84 দিনের বৈধতা সহ প্রতিদিন 2 জিবি ডেটাও পাওয়া যায়। আর এখানে অন্যান্য সুবিধার পাশাপাশি 84 দিনের জন্য অ্যামাজন প্রাইম ভিডিওর মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যায়।

999 টাকার জিও প্ল্যান

1299 টাকার প্ল্যানের তুলনায় 300 টাকা সস্তা 999 টাকার প্ল্যানে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন ছাড়া একই দৈনিক ডেটা এবং কলিং বা এসএমএস সুবিধা পাওয়া যাবে। তবে এর ভ্যালিডিটি 98 দিন। অর্থাৎ সস্তায় 14 দিন বেশি ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে।