Jio -র ধামাকা অফার, এই প্ল্যান রিচার্জ করলে ২৫০ টাকা পর্যন্ত ফেরত

দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি Reliance Jio-র পোর্টফোলিওতে বিভিন্ন রেঞ্জের একাধিক প্রিপেইড রিচার্জ প্ল্যান মজুত রয়েছে। ইউজারদেরকে খুশি করতে এই সমস্ত রিচার্জ প্ল্যানগুলিতে সংস্থাটি একাধিক সুবিধা প্রদান করে থাকে। তবে যাবতীয় প্ল্যানগুলির মধ্যে গ্রাহকদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় হল ত্রৈমাসিক প্ল্যান। মাস শেষ হওয়া মাত্রই যাতে রিচার্জের জন্য ব্যতিব্যস্ত না হতে হয়, সেজন্য এককালীন কিছুটা টাকা খরচা করে তিন মাস নিশ্চিন্তে থাকতে কমবেশি সকলেই এখন এই প্ল্যানগুলি রিচার্জ করেন। আর Jio-র বেস্ট সেলিং ত্রৈমাসিক প্ল্যানগুলির অন্যতম একটি হল ৬৬৬ টাকার প্ল্যান।

বলে রাখি, এই প্ল্যানটি রিচার্জ করলে ৮৪ দিনের মেয়াদে পর্যাপ্ত ডেটা, এসএমএস, এবং আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি বেশ কিছু এক্সট্রা বেনিফিটও পাওয়া যায়। সেক্ষেত্রে হালফিলে যদি আপনি এই প্ল্যানটি রিচার্জ করার কথা ভেবে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর! কেননা বর্তমানে এই প্ল্যানটি রিচার্জ করলে ২৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে সক্ষম হবেন ইউজাররা। এখন নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে যে, কীভাবে রিচার্জ করলে এই ক্যাশব্যাক পাওয়া যাবে? আসুন জেনে নিই।

Reliance Jio-র ৬৬৬ টাকার প্ল্যান রিচার্জ করলে কীভাবে মিলবে ২৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক?

রিলায়েন্স জিও-র ৬৬৬ টাকার প্ল্যান রিচার্জ করে ২৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে চাইলে ইউজারদেরকে প্রথমে মাইজিও (MyJio) অ্যাপে যেতে হবে। এরপর রিচার্জ করার জন্য ৬৬৬ টাকার প্ল্যানটি সিলেক্ট করতে হবে এবং পেমেন্ট অপশনে যেতে হবে। এখানে ইউজাররা উপরের দিকে অফার (Offer) দেখতে পাবেন; এর অধীনে ক্রেডপে ইউপিআই (CREDPay UPI)-এর আওতায় পেমেন্ট করলেই ২৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে সক্ষম হবেন গ্রাহকরা।

তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে, মাইজিও অ্যাপ মারফত ৬৬৬ টাকার প্ল্যানটি রিচার্জ করলেই যে ইউজাররা ২৫০ টাকা ক্যাশব্যাক পেতে সক্ষম হবেন, তা কিন্তু নয়। কেননা জিও-র তরফে জানানো হয়েছে যে, এই অফারের আওতায় ব্যবহারকারীদেরকে ২৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হবে। ফলে পুরোপুরি ২৫০ টাকাই যে পাওয়া যাবে, তা নিশ্চিতভাবে বলা না গেলেও বেশ কিছুটা টাকা যে অবশ্যই ইউজাররা ক্যাশব্যাক হিসেবে পেতে সক্ষম হবেন, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।

Reliance Jio-র ৬৬৬ টাকার প্ল্যানের সুবিধা

আগেই বলেছি যে, Jio-র পোর্টফোলিওর অন্তর্গত সবকটি রিচার্জ প্ল্যানের মধ্যে এই প্ল্যানটি ইউজারদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়। এতে ৮৪ দিনের মেয়াদে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা, আনলিমিটেড কলিং এবং রোজ ১০০ টি করে মেসেজ করার সুবিধা দেওয়া হয়েছে। অর্থাৎ, এই প্ল্যান মারফত মোট ১২৬ জিবি ডেটা খরচের সুযোগ পাবেন ইউজাররা। তদুপরি, এক্সট্রা বেনিফিট হিসেবে JioTV, JioCinema, JioSecurity, এবং JioCloud-এর মতো Jio অ্যাপগুলি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের ছাড়পত্র পাওয়া যাবে।