আরও দুটি শহরে চালু হল, দেখে নিন কোথায় কোথায় পাওয়া যাবে Jio 5G নেটওয়ার্ক

টেলিকম সংস্থা Reliance Jio তাদের 5G পরিষেবা ধীরে ধীরে প্রসারিত করছে‌। সম্প্রতি মধ্যপ্রদেশের দুটি শহরে Jio True 5G পরিষেবা চালু করা হয়েছে। ভোপাল ও ইন্দোরের গ্রাহকরা এখন থেকে হাই স্পিড ইন্টারনেটের মজা নিতে পারবেন। উল্লেখ্য, Jio প্রথম টেলিকম অপারেটর হিসাবে মধ্যপ্রদেশে 5G পরিষেবা চালু করেছে। উল্লেখ্য, গতকাল অর্থাৎ ২৯ ডিসেম্বর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি জানিয়েছেন, ২০২৩ সালের মধ্যে সারা দেশে Jio 5G পরিষেবা ছড়িয়ে দিতে তারা সংকল্পবদ্ধ।

ভোপাল ও ইন্দোরে জিও ৫জি পরিষেবা চালুর সময় সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২৩ সালের জানুয়ারিতে মধ্যপ্রদেশের আরও দুটি শহর জব্বলপুর ও গোয়ালিয়রেও এই পরিষেবা মিলবে। একই সঙ্গে চলতি বছরের শেষে মধ্যপ্রদেশের প্রতিটি শহরে হাই স্পিড ইন্টারনেট পরিষেবার পাওয়া যাবে।

প্রথম টেলিকম অপারেটর হিসেবে মধ্যপ্রদেশে 5G পরিষেবা চালু করল Jio

জিও-র তরফে বলা হয়েছে, ‘২০২৩ সালের জানুয়ারিতে প্রবাসী ভারতীয় দিবস এবং গ্লোবাল ইনভেস্টর সামিট ২০২৩-এর আগে ইন্দোর ও ভোপালে ৫জি নেটওয়ার্ক লঞ্চ করতে পেরে আমরা গর্বিত। জিও প্রথম টেলিকম অপারেটর হিসাবে মধ্যপ্রদেশে ৫জি পরিষেবা চালু করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম তা পূরণ করেছি।’

এই শহরগুলিতে রয়েছে Jio 5G নেটওয়ার্ক

রিলায়েন্স জিও ইতিমধ্যে অন্ধ্র প্রদেশের তিরুমালা, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া এবং গুন্টুর শহরে এবং জম্মু ও শ্রীনগর ছাড়াও দিল্লি, মুম্বাই, কলকাতা, বারাণসী, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, কোচি এবং নাথদ্বারে তাদের ৫জি পরিষেবা চালু করেছে। আবার গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজিয়াবাদেও পরিষেবা পাওয়া যাবে। এছাড়া লখনউ, ত্রিবান্দ্রম, মহীশূর, নাসিক, ঔরঙ্গাবাদ, চণ্ডীগড়, মোহালি, পাঁচকুলা, জিরাকপুর, খারার এবং ডেরাবাসিতে জিও ৫জি পরিষেবা উপলব্ধ।