Honda-র গাড়ির উপর এক লাখ টাকা পর্যন্ত ছাড়, অফার সীমিত সময়ের জন্য

লকডাউন দেশের অটোমোবাইল মার্কেটের ওপর অনেকটাই প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। মার্চ মাসের শেষের দিকে দেশব্যাপী লকডাউন চালু করা হয়েছিল। যার ফলে থেমে গিয়েছিল অনেক ব্যবসায়ী গতিবিধি। এমনকি এপ্রিলে দেশে একটাও গাড়ি বিক্রি হয়নি। তবে বর্তমানে লকডাউন অনেকটা শিথিল হওয়ায় নিজেদের পুরানো বাজার ফিরে পেতে বহু অটোমোবাইল কোম্পানি নতুন নতুন অফার নিয়ে আসছে। সেখানেই অটো মোবাইল জগতের অন্যতম কোম্পানি হোন্ডা ও পিছিয়ে থাকেনি।

হোন্ডা তাদের Brio গাড়িটি বন্ধ করার পর এন্ট্রি লেভেল হোন্ডা আমেজ ( Honda Amaze) গাড়িটি এনেছিল। গাড়ি টি পেট্রোল ও ডিজেল উভয় ইঞ্জিনের ভ্যারিয়েন্টে পাওয়া যায়। কোম্পানি Honda Amaze গাড়িটির ওপর ২০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস অফার দিচ্ছে। এর সাথেই গ্রাহক ৫ বছরের ওয়ারেন্টি ও পেয়ে যাবেন ।

আবার কোম্পানি গ্রাহকদের জন্য আরেকটি অপশন ও রেখেছে। এই দ্বিতীয় অপশনে গাড়িটির ওপর কোনো এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে না। এখানে গ্রাহক ৫ বছরের ওয়ারেন্টির সাথে ৩ বছরের AMPC প্যাক পাবেন যার দাম ৮ হাজার টাকা।

Honda City গাড়ির অপর অফার :

হোন্ডা কোম্পানি কিছুদিনের মধ্যে ভারতীয় বাজারে 2020 Honda City এর নতুন জেনারেশন মডেল লঞ্চ করতে চলেছে। সেকারণেই Honda City BS6 এর ওপর কোম্পানি একলাখ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। গাড়িটিতে দেওয়া হয়েছে ১.৫ লিটার BS৬ ইঞ্জিন যা ১১৭ বিএইচ পি টর্ক এবং ১৪৫ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম।

Honda City তে দেওয়া হচ্ছে আরও কিছু অফার :

Honda city এর SV MT , V MT এবং V CVT ভ্যারিয়েন্টের ওপর কোম্পানি ৪৫ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। যার মধ্যে গ্রাহককে ২৫ হাজার টাকা নগদ ছাড় এবং ২০ হাজার টাকার এক্সচেঞ্জ অফার দেওয়া হবে । সেখানেই VX MT ভ্যারিয়েন্টটির ওপর ৩৭ হাজার টাকার নগদ ছাড় এবং ৩৫ হাজার টাকার এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। হোন্ডার এই অফার জুন মাসের শেষ পর্যন্ত পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *