দৈনিক ডেটা লিমিট নেই, Jio নাকি Airtel দিচ্ছে ২৯৬ টাকায় বেশি সুবিধা, রিচার্জ করার আগে জানুন

গ্রাহক টানার জন্য ভারতের বেসরকারি টেলিকম কোম্পানিগুলির মধ্যে প্রতিযোগিতা নতুন কিছু নয়। সেক্ষেত্রে বর্তমান সময়ে এই লড়াইয়ের অন্যতম দুই প্রতিযোগী হল দেশের শীর্ষস্থানীয় দুই টেলিকম অপারেটর Reliance Jio এবং Airtel। ইউজারদেরকে আকৃষ্ট করার জন্য উভয় সংস্থাই বিভিন্ন রেঞ্জের নানাবিধ প্রিপেইড, পোস্টপেইড এবং ব্রডব্যান্ড প্ল্যান অফার করে থাকে। তবে সেরার নিরিখে কে এগিয়ে রয়েছে, তা জনসমক্ষে স্পষ্টভাবে তুলে ধরার জন্য দুটি কোম্পানির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দিন-কে-দিন জোরদার হয়ে উঠছে। সেক্ষেত্রে আজকের এই প্রতিবেদনে আমরা Reliance Jio এবং Airtel-এর সাশ্রয়ী মূল্যের একটি রিচার্জ প্ল্যানের কথা আপনাদেরকে জানাতে চলেছি। প্ল্যান দুটির দাম একই হলেও এতে উপলব্ধ সুবিধাগুলি কিছুটা আলাদা। ফলে প্ল্যানগুলি সম্পর্কে বিশদে জানতে পারলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে, উক্ত সংস্থাদ্বয়ের মধ্যে কে বেশি সুবিধা দিচ্ছে।

Reliance Jio বনাম Airtel-এর ২৯৬ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান

Jio-র ২৯৬ টাকার প্ল্যান: জিও ফ্রিডম প্ল্যানের আওতায় তালিকাভুক্ত এই প্রিপেইড প্ল্যানের মেয়াদ ৩০ দিন। এই প্ল্যান রিচার্জ করলে জিও ব্যবহারকারীরা এককালীনভাবে খরচের জন্য মোট ২৫ জিবি ডেটা পেয়ে যাবেন। অর্থাৎ, প্ল্যানটিতে কোনো দৈনিক এফইউপি (FUP অর্থাৎ ফেয়ার ইউসেজ পলিসি) ডেটা লিমিট নেই। ফলে যারা ডেইলি ডেটা প্ল্যান পছন্দ করেন না, তাদের জন্য এটি এককথায় আদর্শ। তবে নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে হবে ৬৪ কেবিপিএস। সেইসাথে এই প্ল্যান মারফত যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং রোজ ১০০ টি করে এসএমএস খরচের সুযোগ পাবেন ইউজাররা। এছাড়া, এক্সট্রা বেনিফিট হিসেবে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর মতো Jio অ্যাপগুলির কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। আবার, ওয়েলকাম অফার (Welcome Offer)-এর আওতায় উক্ত প্ল্যানটির মারফত নির্বাচিত গ্রাহকদের জন্য আনলিমিটেড ৫জি (5G) ডেটা খরচের সুযোগ উপলব্ধ রয়েছে।

Airtel-এর ২৯৬ টাকার প্ল্যান: এয়ারটেলের এই প্ল্যানেও কোনো দৈনিক ইন্টারনেট ডেটা অফার করা হয় না। এতে ৩০ দিনের জন্য একসাথে মোট ২৫ জিবি ডেটা দেওয়া হয়েছে, যা ইউজাররা নিজেদের প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবেন। এছাড়া, এই মাসিক প্ল্যানে যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং রোজ ১০০ টি করে এসএমএস প্রেরণের সুবিধাও মিলবে। আবার, এই প্ল্যানের অতিরিক্ত বেনিফিটগুলির মধ্যে রয়েছে Apollo 24/7 Circle-এর অ্যাক্সেস, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, ফ্রি Hello Tunes, এবং Wynk Music-এর ফ্রি সাবস্ক্রিপশন।

দুই কোম্পানির মধ্যে সেরা কে?

এখন প্রশ্ন হল, তাহলে Reliance Jio এবং Airtel-এর মধ্যে কে সবচেয়ে বেশি সুবিধা দেয়? সেক্ষেত্রে বলি, আলোচ্য প্ল্যান দুটিতে উপলব্ধ কলিং, এসএমএস এবং ইন্টারনেট বেনিফিটের দিকে তাকালে দেখা যাচ্ছে যে, সংস্থা দুটি প্রায় একই রকম সুবিধা দিচ্ছে। কারণ দুটি প্ল্যানেরই মেয়াদ ৩০ দিন এবং দুটিতেই দৈনিক ১০০ টি করে এসএমএস ও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা রয়েছে। আবার, দুটি প্ল্যান মারফত প্রাপ্ত ইন্টারনেট ডেটার পরিমাণও সমান। শুধু তফাৎ রয়েছে এক্সট্রা বেনিফিটের ক্ষেত্রে; কেননা ২৯৬ টাকার প্ল্যানে Jio শুধুমাত্র তাদের ওটিটি (OTT) প্ল্যাটফর্মগুলির ফ্রি অ্যাক্সেস প্রদান করে, কিন্তু Airtel-এর প্ল্যানে ক্যাশব্যাক সহ আরও কিছু অতিরিক্ত সুবিধা রয়েছে। সেক্ষেত্রে এবার আপনি উপরিউক্ত প্ল্যান দুটির মধ্যে কোনটিকে সেরা হিসেবে বিবেচিত করবেন, সে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আপনার।