ফের Airtel কে পিছনে ফেললো Jio, 5G স্পিডের ক্ষেত্রে এগিয়ে মুকেশ আম্বানিরা, জানুন কে কত স্পিড দিচ্ছে

সুদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত মাসের শুরুতে ভারতে 5G নেটওয়ার্কের আগমন ঘটেছে। দেশের দুই প্রখ্যাত টেলিকম কোম্পানি Reliance Jio এবং Bharti Airtel প্রাথমিকভাবে ভারতের নির্বাচিত কয়েকটি শহরে এই নতুন পরিষেবা চালু করেছে। এর ফলে বিগত এক মাস ধরে ইউজাররা সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের বিদ্যমান 4G সিম মারফতই পঞ্চম প্রজন্মের হাই-স্পিড ইন্টারনেট সার্ভিস ব্যবহার করতে পারছেন। আপাতত যে তথ্য সামনে এসেছে তা থেকে বলা যায়, Jio এবং Airtel উভয় সংস্থাই দুরন্ত গতির নেট পরিষেবা প্রদান করছে ইউজারদেরকে। তবে চলতি সময়ে সেরা সার্ভিস কে দিচ্ছে – Jio নাকি Airtel? এই বহুচর্চিত প্রশ্নটির উত্তরই সম্প্রতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্পিড টেস্টার Ookla-র একটি রিপোর্ট থেকে স্পষ্টভাবে জানা গিয়েছে।

দেশে চারটি শহরে গড় 5G ডাউনলোড স্পিডে Airtel-কে টেক্কা দিল Jio

আপনাদেরকে জানিয়ে রাখি, ওকলা সম্প্রতি স্পিড টেস্ট ডেটা ব্যবহার করে দিল্লি, কলকাতা, মুম্বাই এবং বারাণসী – দেশের এই চারটি বড়ো শহরে এয়ারটেল এবং জিও কর্তৃক প্রদত্ত গড় ৫জি ডাউনলোড স্পিডের তুলনা করেছে। পরীক্ষার ফলাফল থেকে জানা গিয়েছে যে, এক্ষেত্রেও এয়ারটেলকে কুপোকাত করে আবারও একবার সেরার সেরা হয়ে গিয়েছে জিও। প্রসঙ্গত উল্লেখ্য, যেদিন থেকে ভারতে জিও-র আগমন ঘটেছে, সেদিন থেকেই অন্যান্য সব টেলিকম অপারেটরকে পিছনে ফেলে দুর্বার গতিতে এগিয়ে চলেছে মুকেশ আম্বানির মালিকানাধীন সংস্থাটি। সেক্ষেত্রে এবার আবারও একবার কোম্পানিটি সেরার সেরা স্থানটি নিজেদের দখলে রাখতে সক্ষম হল। তাহলে উক্ত চারটি শহরে ইউজারদেরকে এয়ারটেলের তুলনায় জিও কতটা বেশি নেট স্পিড প্রদান করেছে, সে সম্পর্কে গুটিকয়েক কথা জেনে নেওয়া যাক।

Jio-র থেকে বেশ অনেকটাই পিছিয়ে Airtel

ওকলার স্পিড টেস্ট রিপোর্ট অনুযায়ী, হালফিলে দিল্লিতে এয়ারটেলের গড় ডাউনলোড স্পিড ছিল ১৯৭.৯৮ এমবিপিএস, যেখানে জিও-র প্রায় ৬০০ এমবিপিএস (৫৯৮.৫৮ এমবিপিএস) স্পিড প্রত্যক্ষ করা গেছে। কলকাতার কথা বলতে গেলে, এখানে এয়ারটেলের গড় ডাউনলোড স্পিড ছিল ৩৩.৮৩ এমবিপিএস, যেখানে জিও ৪৮২.০২ এমবিপিএস স্পিড অফার করেছে। এছাড়া, মায়ানগর মুম্বাইতেও এয়ারটেলকে টেক্কা দিয়েছে জিও। এখানে জিও এবং এয়ারটেলের তরফে যথাক্রমে ৫১৫.৩৮ এমবিপিএস এবং ২৭১.০৭ এমবিপিএস গড় ডাউনলোড স্পিড প্রত্যক্ষ করা গেছে। তবে বারাণসীতে জিও এবং এয়ারটেলের নেট স্পিড প্রায় একইরকম ছিল। ভারতের আধ্যাত্মিক রাজধানীটিতে এয়ারটেল ৫১৬.৫৭ এমবিপিএস এবং জিও ৪৮৫.২২ এমবিপিএস গড় ডাউনলোড স্পিড প্রদান করেছে।

কেন চোখে পড়ছে এই ফারাক?

এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে যে, দুটি সংস্থার নেট স্পিডের মধ্যে কেন এতটা ফারাক লক্ষ্য করা যাচ্ছে? সেক্ষেত্রে Ookla-র তরফে জানা গিয়েছে যে, যেহেতু 5G-র জন্য Jio এবং Airtel আলাদা প্রযুক্তি ব্যবহার করছে, মূলত সেজন্যই এই ঘটনা ঘটছে বলে ধরে নেওয়া যেতে পারে। প্রধানত সংস্থা দুটি যে ধরনের স্পেকট্রাম ব্যান্ড ব্যবহার করছে, তার ওপরেই 5G-র নেট স্পিড সম্পূর্ণভাবে নির্ভরশীল। এক্ষেত্রে বলে রাখি, Jio বর্তমানে ইউজারদেরকে স্ট্যান্ডঅ্যালোন (SA) নেটওয়ার্কের মাধ্যমে 5G পরিষেবা অফার করছে। অর্থাৎ, সংস্থার নেটওয়ার্কটি একটি 5G কোরে চলবে এবং এটি বিদ্যমান এলটিই (LTE) কোরের ওপর নির্ভর করবে না। আবার, এই মুহূর্তে নন-স্ট্যান্ডঅ্যালোন (NSA) 5G নেটওয়ার্কের মাধ্যমে ইউজারদেরকে সার্ভিস প্রদান করছে Airtel, যা 4G কোরের উপর নির্ভরশীল। তবে Ookla একথাও জানিয়েছে যে, সারা দেশে পুরোদমে সংস্থা দুটির 5G পরিষেবা চালু হলে এই ফারাক অনেকটাই ঘুচে যাবে।