১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ iQOO Neo 5 Vitality Edition লঞ্চ হল, রয়েছে দুর্দান্ত ফিচার

প্রত্যাশামতোই Vivo-র সাব ব্র্যান্ড iQOO তাদের ঘরেলু মার্কেটে আজ iQOO Neo 5 Vitality Edition লঞ্চ করলো। গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে এই ফোনটিকে দেখা যাচ্ছিল। আইকো নিও ৫ ভাইটালিটি এডিশন স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর সহ এসেছে। এছাড়া এই ফোনে আছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা। আসুন iQOO Neo 5 Vitality Edition এর দাম ও স্পেসিফিকেশন জেনে নিন।

iQOO Neo 5 Vitality Edition এর দাম

আইকো নিও ৫ ভাইটালিটি এডিশন এর দাম শুরু হয়েছে ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৬,০৫১ টাকা) থেকে। এই মূল্য ফোনটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের। আবার এর ৮ জিবি র‌্যাম + ২৫৬  জিবি স্টোরেজ, ও ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম যথাক্রমে ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৮,৩১৭ টাকা) ও ২,৬৯৯ ইউয়ান (প্রায় ৩০,৫৮৪ টাকা)। ফোনটি এক্সট্রিম নাইট ব্লু এবং আইস পিক হোয়াইট কালার অপশনে এসেছে।

আশা করা যায় শীঘ্রই iQOO Neo 5 Vitality Edition কে গ্লোবাল মার্কেটেও দেখা যাবে। ইতিমধ্যেই এই ফোনকে গুগল প্লে কনসোলে দেখা গেছে।

iQOO Neo 5 Vitality Edition এর স্পেসিফিকেশন

আইকো নিও ৫ ভাইটালিটি এডিশন ৬.৫৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে (২৪০৮x ১০৮০ পিক্সেল) সহ এসেছে। HDR10 সার্টিফায়েড এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ, কনট্রাস্ট রেশিও ১৫০০:১ এবং ডিজাইন পাঞ্চ হোল। এর কাট আউটের মধ্যে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অবস্থিত। এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন‌্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। সাথে আছে অ্যাড্রেনো ৬৫০ জিপিইউ। ফোনটি ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সহ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য iQOO Neo 5 Vitality Edition এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এর প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। অন্য দুটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড অরিজিনওএস-এ চলবে। সিকিউরিটির জন্য এতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে আছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। যার সাথে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে 5G, 4G, ডুয়েল সিম, ব্লুটুথ ৫.১, ওয়াই-ফাই ৬, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক। ফোনটির ওজন ১৯৮.৩ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন