Jio vs Airtel vs Vodafone Idea best 84 day recharge plan price benefits

Jio, Airtel ও Vodafone Idea -র ৮৪ দিনের সেরা রিচার্জ প্ল্যান

হালফিলে রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল, এবং ভোডাফোন আইডিয়া মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিল। যার দরুন আপনারা যে অপারেটরের গ্রাহকই হন না কেন, আগামীকাল থেকে যেকোনো রিচার্জ প্ল্যান কিনতে গেলে অতিরিক্ত টাকা খরচ করতে হবে। কিন্তু আপনারা চাইলে আজ আগের মূল্যে রিচার্জ করতে পারবেন। এক্ষেত্রে যারা ৮৪ দিনের বৈধতা যুক্ত প্ল্যান খুঁজছেন তাদের আমরা জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার সেরা ৩টি দীর্ঘমেয়াদী রিচার্জ প্যাকেজের হদিস দেব এই প্রতিবেদনে। এই প্রত্যেকটি প্ল্যানেই ডেটা, ভয়েস কলিং এবং অতিরিক্ত বেনিফিট পাওয়া যাবে। চলুন জিও, এয়ারটেল ও ভিআই এর ৮৪ দিনের সেরা রিচার্জ প্ল্যানগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

রিলায়েন্স জিওর ৮৪ দিনের রিচার্জ প্ল্যান: ৭১৯ টাকা

রিলায়েন্স জিও-র ৭১৯ টাকার রিচার্জ প্ল্যান ৮৪ দিনের জন্য বৈধ থাকবে। এর অধীনে দৈনিক ২ জিবি, ১০০টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হবে। অতএব হিসাব করলে গ্রাহকেরা মোট ১৬৮ জিবি ডেটা পাবেন। আবার এই প্ল্যানের সাথে ‘ট্রু ৫জি’ ডেটার বেনিফিটও পাওয়া যাবে। অন্যদিকে অতিরিক্ত বেনিফিট হিসাবে – জিওটিভি, জিওসিনেমা এবং জিওক্লাউড অ্যাপ্লিকেশনের কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন অফার করা হবে।

এয়ারটেলের ৮৪ দিনের রিচার্জ প্ল্যান: ৭১৯ টাকা

৭১৯ টাকা দামের এয়ারটেল প্ল্যানের মেয়াদও ৮৪ দিন। এর সাথে আপনারা আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিনের ১.৫ জিবি ডেটা এবং ১০০টি ফ্রি এসএমএস পাঠানোর সুবিধা পাবেন। অতিরিক্ত বেনিফিটের কথা বললে, এই প্ল্যানের সাথে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপেলো ২৪/৭ সার্কেল হেলথ বেনিফিট সাবস্ক্রিপশন দেওয়া হবে। সাথে ফ্রি হ্যালোটিউনের সাবস্ক্রিপশনও অন্তর্ভুক্ত রয়েছে।

ভোডাফোন আইডিয়ার ৮৪ দিনের রিচার্জ প্ল্যান: ৪৫৯ টাকা

ভোডাফোন আইডিয়ার ৮৪ দিনের বৈধতা যুক্ত প্ল্যানটির দাম বাকি দুটি সংস্থার থেকে অনেকটাই কম। এই প্ল্যানে – মোট ৬ জিবি ইন্টারনেট ডেটা এবং ১০০০টি এসএমএস পেয়ে যাবেন। আবার আনলিমিটেড লোকাল এবং ন্যাশনাল ভয়েস কলের সুবিধাও উপভোগ করতে পারবেন। তবে একবার ডেটা লিমিট শেষ হয়ে গেলে, অতিরিক্ত ডেটার জন্য আপনাদের ৫০ পয়সা/এমবি চার্জ করা হবে। একইভাবে, এসএমএস কোটা পেরিয়ে গেলে প্রতি লোকাল এসএমএস -এর দাম পড়বে ১ টাকা। আর ১.৫ টাকা প্রতিটি এসটিডি এসএমএস পাঠাতে খরচ করতে হবে।