Navigation App: রাস্তায় দুর্ঘটনা কমাতে উদ্যোগ, নতুন অ্যাপ চালু করল সড়ক পরিবহণ মন্ত্রক

প্রতিদিন যে ভাবে দেশে যানবাহনের সংখ্যা বেড়ে চলেছে, তাতে রাস্তায় চলার ক্ষেত্রে মানুষের যে আরও সুরক্ষার বিষয়গুলিতে প্রাধান্য দেওয়া উচিত তা বলাই বাহুল্য। কারণ একই সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে সড়ক দুর্ঘটনার সংখ্যাও। তাই এবার দেশের  চালকদের গাড়ি চালানোর সময় অধিক সতর্ক করতে নতুন পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক (MoRTH), আইআইটি মাদ্রাজ (IIT Madras) ও ডিজিটাল টেক কোম্পানি ম্যাপমাইইন্ডিয়া (MapmyIndia) যৌথভাবে একটি নেভিগেশন মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে। ‘মুভ’ বা MOVE নামক এই অ্যাপটি দেশের নাগরিকদের রাস্তায় চলাকালীন আসন্ন দুর্ঘটনার ঝুঁকি সম্পর্কে আগাম সতর্কবার্তা প্রদান করবে।

এছাড়াও আসন্ন দুর্ঘটনা প্রবণ এলাকা, স্পিড ব্রেকার, খাড়া বাঁক, খানাখন্দ ইত্যাদি সম্পর্কে গাড়ির চালকদের ভয়েস এবং ভিজুয়াল উভয় মাধ্যমেই সতর্কবার্তা প্রদান করবে এই নেভিগেশন অ্যাপটি। প্রত্যহ বেড়ে চলা সড়ক দুর্ঘটনার ফলে প্রাণহানি কমাতেই এই পদক্ষেপ সরকারের।

‘মুভ’ বা MOVE নেভিগেশন সার্ভিস অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে ম্যাপমাইইন্ডিয়া (MapmyIndia), যা ২০২০-এ ঘোষিত সরকারের আত্মনির্ভর অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জের বিজয়ী। দেশের সমস্ত নাগরিক অথবা যে কোনও সংস্থার কর্তৃপক্ষ এটি ব্যবহার করতে পারবেন। একই সাথে তারা চাইলে পথ দুর্ঘটনা, অসুরক্ষিত অঞ্চল, রাস্তায় যানজট ইত্যাদি সম্পর্কে অন্যান্য ব্যবহারকারীদের সতর্ক  করতে পারবেন। এই অ্যাপের তথ্যগুলি আইআইটি মাদ্রাজ এবং ম্যাপমাইইন্ডিয়া পর্যবেক্ষণ করবে, যাতে আগামী দিনে এটিকে আরো উন্নত করা যায়।

গত মাসে আইআইটি মাদ্রাজের তৈরি একটি তথ্য নির্ভর সড়ক সুরক্ষা মডেল (data-driven road safety model) কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রণালয় আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করেছিল। সে জন্য বিশ্বব্যাঙ্ক থেকে অর্থ সাহায্য এসেছিল। দেশের ৩২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি এই ইন্টিগ্রেটেড রোড অ্যাক্সিডেন্ট ডেটাবেস বা iRAD মডেলটি ব্যবহার করবে, যাতে দেশের সড়কগুলি অধিকতর সুরক্ষিত এবং রাস্তায় কোনো জরুরী বার্তা দেওয়ার ক্ষেত্রে তৎপরতা বাড়ানো যায়।

এছাড়াও ২০৩০ সালের মধ্যে দেশের সড়ক দুর্ঘটনার হার ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক রাজ্য সরকারের সাথে আইআইটি-র দল চুক্তি স্বাক্ষর করেছে। আবার কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী (Nitin Gadkari)-র পাশাপাশি একাধিক রাজ্য সরকার সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।