Jio-র সবচেয়ে সস্তা প্ল্যান: মাত্র 91 টাকায় সারামাস আনলিমিটেড কল, আছে ডেটা, এসএমএস বেনিফিটও

বিগত ৭ বছর ধরে ভারতের টেলিকম বাজারে শীর্ষস্থান দখল করে রেখেছে Reliance Jio। নতুন 5G নেটওয়ার্ক লঞ্চ করে তো সংস্থাটি বেশ নজর সৃষ্টি করেছেই, তার সাথে গ্রাহকদের জন্য তারা নিত্যনতুন রিচার্জ প্ল্যানও হাজির করছে। ফলে প্রায়ই Jio-র প্রিপেইড বা পোস্টপেইড কানেকশনের ক্ষেত্রে যুক্ত হচ্ছে অতিরিক্ত বিকল্প। সেক্ষেত্রে আপনি যদি সংস্থার ফিচার ফোন মানে JioPhone-এর ইউজার হন এবং এই মুহূর্তে অত্যন্ত সস্তায় রিচার্জ করার জন্য কোন প্ল্যানের সন্ধানে থাকেন তাহলে আপনার সুবিধের জন্যই আমাদের আজকের এই প্রতিবেদন। কারণ আজ আমরা JioPhone-এর এমন একটি নতুন প্ল্যান সম্পর্কে বলব, যাতে আপনারা এই মূল্যবৃদ্ধির বাজারেও কম দামে আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি ডেটা এবং এসএমএসের সুবিধা পাবেন। আসুন তবে, এখন এই সস্তায় পুষ্টিকর JioPhone প্ল্যান সম্পর্কে জেনে নিই।

১০০ টাকার কমে সারামাস অফুরান কল, মিলবে ডেটা ও এসএমএস ব্যবহারের সুযোগও

আজ আমরা জিওফোনের যে প্ল্যানটির কথা বলব তার দাম মাত্র ৯১ টাকা। কোম্পানি বছরের প্রথমদিকে এই প্ল্যান লঞ্চ করেছে। সুবিধা বলতে, এটি রিচার্জ করলে ইউজাররা ২৮ দিনের বৈধতায় আনলিমিটেড কলিং, দৈনিক ১০০ এমবি করে মোট ৩ জিবি ডেটা এবং রোজ ৫০টি করে এসএমএস ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ১০০ টাকার কম খরচে আপনার প্রায় সমস্ত রকম চাহিদা মেটাবে এই প্ল্যান। নিঃসন্দেহে এটি দারুণ কাজের!

রিচার্জ করতে পারেন এই প্ল্যানগুলিও

১. JioPhone-এর ১৫২ টাকার প্ল্যান: এই প্ল্যানটি বৈধতাও ২৮ দিন এবং এতেও আনলিমিটেড কলিংয়ের সুবিধা উপলব্ধ। তবে এর সাথে ইউজাররা রোজ ০.৫ জিবি করে মোট ১৪ জিবি ডেটা ও ৩০০টি করে এসএমএস ব্যবহার করতে পারবেন। এর সাথে মিলবে জিও টিভি (Jio TV), জিও সিনেমা (Jio Cinema), Jio Security (জিও সিকিউরিটি)-এর মত অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন।

২. JioPhone-এর ১৮৬ টাকার প্ল্যান: যারা একটু বেশি ডেটা ব্যবহার করেন তাদের জন্য এই প্ল্যানটি আদর্শ, কারণ এতে রোজ ১ জিবি করে ডেটা পাওয়া যায়। সাথে থাকে প্রতিদিন ১ জিবি করে ডেটা এবং ১০০টি এসএমএস ব্যবহারের সুবিধাও। এর বৈধতা ২৮ দিন, আর এই প্ল্যান রিচার্জেও কমপ্লিমেন্টরি জিও অ্যাপের সুবিধা উপলব্ধ।