Reliance Jio 5G Service Launch Date Dewali

Reliance Jio -র বড় ঘোষনা, দিওয়ালিতে চালু হবে 5G পরিষেবা, মিলবে সস্তায় দুর্দান্ত পরিষেবা

5G ইন্টারনেটের জন্য অপেক্ষারতদের জন্য বড় সুখবর। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি গতকাল 5G পরিষেবা চালু করার বিষয়ে বড় ঘোষণা করেছেন। RIL-এর ৪৫তম বার্ষিক সাধারণ সভায় তিনি এই ঘোষণা করেন। মুকেশ আম্বানি জানিয়েছেন, এবছর দীপাবলির মধ্যেই দেশে Jio 5G পরিষেবা শুরু হয়ে যাবে। প্রথমে দিল্লি, মুম্বই, কলকাতা ও চেন্নাইয়ে পরিষেবা চালু হবে। একইসঙ্গে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যেই দেশজুড়ে Jio 5G ইন্টারনেট পরিষেবা চালু হয়ে যাবে। আম্বানি বলেন, Jio 5G হবে বিশ্বের সবচেয়ে হাই-টেক 5G নেটওয়ার্ক।

স্ট্যান্ডঅ্যালোন 5G দেবে ব্যবহারকারীদের সেরা অভিজ্ঞতা

মুকেশ আম্বানি বলেছেন যে জিও ৫জি দুর্দান্ত মানের ইন্টারনেট কানেক্টিভিটি দেবে এবং সেটিও খুব সাশ্রয়ী মূল্যে। জিও ৫জি হবে বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে উন্নত ৫জি নেটওয়ার্ক। যেখানে অন্যান্য অপারেটররা নন-স্ট্যান্ডঅ্যালোন ৫জি স্থাপন করছে। সেখানে ব্যবহারকারীদের সেরা ৫জি অভিজ্ঞতা দিতে জিও লেটেস্ট স্ট্যান্ডঅ্যালোন ৫জি অফার করবে বলে জানা গেছে। স্ট্যান্ডঅ্যালোন ৫জি এর সাথে, জিও কম ল্যাটেন্সি, মেশিন-টু-মেশিন কমিউনিকেশন, ৫জি ভয়েস, এজ কম্পিউটিং এবং নেটওয়ার্ক স্লাইসিং অফার করবে। এই ইভেন্টে ব্যবহারকারী ও শেয়ারহোল্ডারদের উদ্দেশে মুকেশ আম্বানি জিও ৫জি-কে ট্রু ৫জি বলে বর্ণনা করেন। সারা দেশে ট্রু ৫জি নেটওয়ার্কে পৌঁছানোর জন্য সংস্থাটি ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে।

কোয়ান্টাম সিকিউরিটির মতো উন্নত ফিচারগুলি উপলব্ধ হবে

জিও দেশে একটি এন্ড-টু-এন্ড ৫জি স্ট্যাক তৈরি করেছে। এটি সম্পূর্ণরূপে ক্লাউড নেটিভ, সফ্টওয়্যার ডিফাইনড এবং কোয়ান্টাম সিকিউরিটির মতো উন্নত ফিচারগুলি সাপোর্টের জন্য ডিজিটালভাবে নিয়ন্ত্রিত। এই মেড-ইন-ইন্ডিয়া ৫জি স্ট্যাকটি ইতিমধ্যে Jio 5G নেটওয়ার্কে স্থাপন করা হয়েছে, যা প্রথম দিন থেকে কোটি কোটি ব্যবহারকারীকে পরিষেবা দেওয়ার ক্ষমতা রাখে।

700MHz স্পেকট্রাম দেবে সেরা নেটওয়ার্ক কভারেজ

জিও-র কাছে সবচেয়ে বড় এবং সবচেয়ে সঠিক ৫জি স্পেকট্রামের মিশ্রণ রয়েছে। ৩৫০০ মেগাহার্টজ মিড-ব্যান্ড ফ্রিকোয়েন্সি, ২৬ হার্টজ মিলিমিটার ওয়েভব্যান্ড এবং ৭০০ মেগাহার্টজ লো-ব্যান্ড স্পেকট্রাম সহ, সংস্থাটি দুর্দান্ত নেটওয়ার্ক কভারেজ সরবরাহ করতে চলেছে। জিও হল ভারতের একমাত্র অপারেটর, যারকাছে ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম রয়েছে। এই স্পেকট্রাম ইনডোর কভারেজের জন্য খুব গুরুত্বপূর্ণ।