দেশের ১৩৪টি শহরে এখন মিলছে Jio-র 5G সার্ভিস, কীভাবে উপভোগ করবেন?

আবারও দেশের ১৬টি শহরে নিজের 5G সার্ভিসের কভারেজ প্রসারিত করেছে Reliance Jio। অর্থাৎ এখন থেকে আরও বেশি সংখ্যক Jio ইউজার সংস্থার নতুন নেটওয়ার্ক পরিষেবা উপভোগ করতে পারবেন তাও আবার সম্পূর্ণ নিখরচায়। আসলে Jio-র True 5G পরিষেবার যোগ্য গ্রাহকরা ‘Jio Welcome Offer’-এর অধীনে আনলিমিটেড হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারেন; এর জন্য তাদের বাড়তি টাকা খরচ করতে হয়না, বিদ্যমান 4G প্ল্যানেই কাজ মিটে যায়। সেক্ষেত্রে এখন Jio True 5G পরিষেবা সর্বমোট ১৩৪টি শহরে ব্যবহার করা যাবে এবং ওয়েলকাম অফারটির জন্য আগ্রহীদের My Jio অ্যাপে সাইন আপ করতে হবে।

এইভাবে My Jio অ্যাপের মাধ্যমে মিলবে Jio True 5G পরিষেবা

জিও ট্রু ৫জি পরিষেবা ব্যবহার করতে আপনাদের সর্বপ্রথম গুগল প্লে স্টোর (Google Play Store) এবং অ্যাপল অ্যাপ স্টোর (Apple App Store) থেকে মাই জিও (My Jio) মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপ থেকে জিও ট্রু ৫জি ওয়েলকাম অফারের ব্যানার খুলে অন-স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করে আপনাকে সাইন আপ করতে পারবেন। 

একবার সাইন আপ সফল করার পর টেক্সট ওয়ার্নিংয়ের মাধ্যমে আপনার ৫জি পরিষেবা কাজে লাগানোর বিষয়টি নিশ্চিত করা হবে। তবে এই ওয়ার্নিং পেতে কিন্তু এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এছাড়াও, পরিষেবা ব্যবহারের জন্য আপনার রিচার্জ করা থাকতে হবে ২৩৯ টাকা বা তার বেশি দামের একটি আনলিমিটেড কলিং প্ল্যান। প্রসঙ্গত, কোম্পানি কিছুদিন আগে জিও ৫জি আপগ্রেড ডেটা প্যাকও চালু করেছে, এর দাম ধার্য করা হয়েছে ৬১ টাকা। 

একসপ্তাহ আগে এই শহরগুলিতে 5G চালু করেছে Jio

গত ১৫ই জানুয়ারী মকরসংক্রান্তির দিন কাকিনাড়া, কুর্নল (অন্ধ্রপ্রদেশ), শিলচর (আসাম), দাভানাগির, শিভামোগ্গা, বিদার, হসপেট, গাডাগ-বেটাগরি (কর্ণাটক), মালপ্পুরাম, পালাক্কাড, কোট্টায়ম, কান্নুর (কেরালা), টিরুপ্পুর (তামিলনাড়ু), নিজামাবাদ, খাম্মাম (তেলেঙ্গানা) এবং বরেলি (উত্তরপ্রদেশ)-এর মত ১৬টি শহরে ৫জি চালু করেছে জিও।