২৪০ টাকায় দৈনিক ২ জিবি ডেটা ও আরও নানা সুবিধা, Jio ইউজাররা আজই রিচার্জ করুন এই প্ল্যান

বাজারে ফ্রি পরিষেবার হাত ধরে প্রবেশ করলেও পরে মূল্যবৃদ্ধির সাথে তাল মিলিয়েই রিচার্জ খরচ নির্দিষ্ট করেছে Reliance Jio। যদিও অন্যান্য প্রাইভেট টেলিকম সংস্থার তুলনায় মুকেশ আম্বানির এই কোম্পানির কানেকশনে রিচার্জ খরচ বেশ খানিকটা সস্তা, এমনকি এর পরিষেবাও যথেষ্ঠ উচ্চমানের। সেক্ষেত্রে আপনি যদি বারবার রিচার্জের ঝামেলা এড়িয়ে অন্তত বেশ কিছুটা লম্বা সময়ের জন্য কোনো প্ল্যান বেছে নিতে চান, তাহলে আপনার জন্য আজ রয়েছে Jio-র একটি সেরা রিচার্জ প্ল্যানের হদিশ। এই প্ল্যানটি ইন্টারনেটের পোকাদের অত্যন্ত কাজে আসবে, কারণ এতে কলিংয়ের সাথে সাথে মাসিক প্ল্যানের থেকে বেশি ডেটা পাওয়া যাবে। কিন্তু এর গড় বা মাসিক খরচ হবে সাধারণ মাসিক প্ল্যানগুলির থেকে কম। শুনে আগ্রহ বোধ করছেন? তাহলে চলুন Jio-র সেই সুবিধাজনক প্ল্যান সম্পর্কে খুঁটিনাটি জেনে নিই।

রিচার্জ করুন ৭১৯ টাকা দিয়ে, Jio গ্রাহকরা পাবেন পয়সা উসুল বেনিফিট

আজ আমরা জিওর যে প্রিপেইড প্ল্যান সম্পর্কে কথা বলব তার দাম ৭১৯ টাকা। এই প্ল্যান ৮৪ দিনের বৈধতার সাথে আসে। অন্যদিকে এতে মেলে প্রতিদিন ২ জিবি ডেটা, ১০০টি করে এসএমএস/রোজ এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এটি কিছু জিও অ্যাপের কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশনও অফার করে। হিসেব অনুযায়ী, এই প্ল্যানের মাসিক খরচ ২৪০ টাকা।

এক্ষেত্রে এই একই ডেটা, কলিং এবং এসএমএসের সুবিধা মেলে জিওর ২৯৯ টাকার প্ল্যানে। মানে এটিও ২ জিবি ডেইলি ডেটা, রোজ ১০০টি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সাথে জিও টিভি (JioTV), জিও সিনেমা (JioCinema), জিও সিকিউরিটি (Jio Security), জিও ক্লাউড (Jio Cloud) ইত্যাদির অ্যাক্সেস দেয়। এর বৈধতা ২৯ দিন। কিন্তু তুলনামূলক বিচারে এর খরচ বেশি।

আসলে মাসিক প্ল্যান হলেও ৭১৯ টাকার প্ল্যানের চেয়ে গড় খরচ বেশি ২৯৯ টাকার প্ল্যানটির। ফলত যদি এটি তিনমাসের জন্য রিচার্জ করা হয় তাহলে মোট খরচ হবে ৮৯৭ টাকা। তাই একসাথে একটু বেশি অ্যামাউন্ট খরচ করে ৭১৯ টাকার প্ল্যানটি বেছে নেওয়াই ভালো।