এক চার্জে ১২ দিন, Realme Watch 2 আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে লঞ্চ হল

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় রিয়েলমি ওয়াচ এর আপগ্রেড ভার্সন, Realme Watch 2 স্মার্টওয়াচটি লঞ্চ করলো। গতকাল স্মার্টওয়াচটির একটি আনবক্সিং ভিডিও অনলাইনে ফাঁস হয়েছিল। ভিডিওতে দেখা গেছে, নবাগত মডেলটি তার পূর্বসূরীর মত একই স্কোয়্যার আকৃতির ডিজাইনের সাথে এসেছে। এছাড়া, রিয়েলমি ওয়াচ ২-তে ১২ দিনের ব্যাটারি ব্যাকআপ, ১.৪ ইঞ্চি IPS LCD ডিসপ্লে, ব্লুটুথ ৫.০ সাপোর্ট, IP68 রেটিং বর্তমান। এছাড়াও এতে স্বয়ংক্রিয় হার্ট রেট সেন্সর, SpO2 সেন্সর ও একাধিক স্পোর্টস মোড উপলদ্ধ থাকছে।

Realme Watch 2 স্মার্টওয়াচের দাম :

রিয়েলমে ওয়াচ ২-এর দাম রাখা হয়েছে ২২৯ মালয়েশিয়ান রিংগিত বা ৪,১২৬ টাকা। এটি কালো রঙের একটি মাত্র ভ্যারিয়েন্টে উপলব্ধ। অন্যান্য মার্কেটে এটি কবে লঞ্চ হবে তা এখনো জানা যায়নি।

Realme Watch 2 স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার :

নবাগত রিয়েলমি ওয়াচ ২ এর ডাইমেনশন ২৫৭.৬×৩৫.৭×১২.২ মিমি এবং ওজন প্রায় ৩৮ গ্রাম। এর ডিসপ্লে ফিচারের মধ্যে ইউজাররা পাবেন, ৩২০x ৩২০ পিক্সেল রেজোলিউশন যুক্ত ১.৪ ইঞ্চি স্কোয়্যার টাচস্ক্রিন ডিসপ্লে, ৩২৩ পিপিআই (PPI) পিক্সেল ডেন্সিটি, ৬০০ নিটস ব্রাইটনেস, ২.৫ডি কর্নি গরিলা গ্লাস ৩ প্রটেকশন। স্মার্টওয়াচটি একটি ৩-অ্যাক্সিস অ্যাক্সিলোমিটার (3-axis accelerometer), হার্ট রেট সেন্সর এবং রোটার (rotor) ভাইব্রেশান মোটর দ্বারা সজ্জিত। এই মডেলটিতে থাকছে নতুন লাইভ বিকল্প, এখানে ১০০টির বেশী ওয়াচ ফেস উপলব্ধ থাকবে। এছাড়াও এই স্মার্টওয়াচে আছে, ব্লাড অক্সিজেন (SpO2) মেজারমেন্ট সেন্সর, স্লিপ ডিউরেশন (sleep detection), স্টেপ কাউন্ট (steps count), ডিস্টেন্স (distance), অ্যাক্টিভিটি রেকর্ড (activity records), ক্যালোরি (calories) মনিটারিং করার মতো একাধিক ফিচারও, যা ইউজারদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখবে।

রিয়েলমে ওয়াচ ২-তে থাকছে, আউটডোর ও ইনডোর রানিং, ডায়নামিক সাইকেলিং, হাইকিং, ক্রিকেট, যোগ, রোয়িং, বাস্কেটবল -এর মতো ১৪টি বেসিক স্পোর্টস মোড। কিন্তু, ইঊজাররা পরবর্তী সময়ে ওটিএ (OTA) সফটওয়্যার আপডেটের মাধ্যমে অতিরিক্ত আরো ৯০টি স্পোর্টস মোড পেতে পারেন। ফিটনেস ফ্রিকদের জানিয়ে রাখি, যেহেতু স্মার্টফোনটি IP68 রেটিং প্রাপ্ত, তাই এটি জল ও ধুলোবালি প্রতিরোধী।

Realme Watch 2 স্মার্টওয়াচের অতিরিক্ত ফিচারগুলির মধ্যে থাকছে – মিউজিক ও ক্যামেরা কন্ট্রোল, ওয়েদার ফোরকাস্ট, কল নোটিফিকেশন, ম্যাসেজ রিমাইন্ডার এবং অ্যালার্ম রিমাইন্ডারের মতো অত্যাধুনিক ফিচার। কানেক্টিভিটির জন্য এতে পাওয়া যাবে ব্লুটুথ ৫.০ সাপোর্ট। এছাড়াও, কোম্পানির দাবি অনুযায়ী, স্মার্টফোনটিতে একটি ৩১৫ এমএএইচ ক্যাপাসিটিযুক্ত ব্যাটারি আছে, যা সিঙ্গেল চার্জে ১২ দিনের ব্যাকআপ দেবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন