OnePlus 10T ভারতে 150W ফাস্ট চার্জিং সাপোর্ট ও Snapdragon 8+ Gen 1 প্রসেসর সহ লঞ্চ হল, দাম জেনে নিন

ওয়ানপ্লাস আজ (৩ আগস্ট) প্রত্যাশামতোই ভারত তথা বিশ্ব বাজারে উন্মোচন করেছে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট, OnePlus 10T। এই নতুন ওয়ানপ্লাস ফোনে Snapdragon 8+ Gen 1 প্রসেসর, ১৫০ ওয়াট সুপারভোক এন্ডিওরেন্স এডিশন ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ ৪,৮০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে৷ ডিভাইসটি তিনটি মেমরি কনফিগারেশনে লঞ্চ হয়েছে, যার মধ্যে টপ-এন্ড ভ্যারিয়েন্টটি ১৬ জিবি র‍্যাম অফার করে। সুদক্ষ এবং নিরাপদ চার্জিং অভিজ্ঞতার জন্য, OnePlus 10T-এ একগুচ্ছ ব্যাটারি-সম্পর্কিত ফিচারের পাশাপাশি একটি নতুন কুলিং সিস্টেমও দেওয়া হয়েছে। চলুন এই নতুন ওয়ানপ্লাস স্মার্টফোনটির দাম, ফিচার ও সবকটি স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

ভারতে ওয়ানপ্লাস ১০টি-এর দাম (OnePlus 10T Price in India)

ভারতের বাজারে ওয়ানপ্লাস ১০টি-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪৬,৯৯৯ টাকা। এছাড়াও, ফোনটির ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং টপ-অফ-দ্য-লাইন ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলগুলির মূল্য যথাক্রমে ৫৪,৯৯৯ টাকা এবং ৫৫,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ওয়ানপ্লাস ১০টি-কে জেড গ্রিন এবং মুনস্টোন ব্ল্যাক-এই দুটি স্বতন্ত্র কালার অপশনে বেছে নেওয়া যাবে। ওয়ানপ্লাস জানিয়েছে যে, হ্যান্ডসেটটির প্রি-অর্ডার প্রক্রিয়া আজ থেকেই চালু হয়ে যাবে এবং আগামী ৬ আগস্ট থেকে ফোনটি বিক্রির জন্য উপলব্ধ হবে।

ওয়ানপ্লাস ১০টি-এর স্পেসিফিকেশন (OnePlus 10T Specifications)

ডুয়েল-সিমের (ন্যানো) ওয়ানপ্লাস ১০টি ফোনে ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০x২,৪১২ পিক্সেল) ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা লো-টেম্পারেচার পলিক্রিস্টালাইন অক্সাইড (LTPO) প্রযুক্তির ওপর ভিত্তি করে নির্মিত। এই ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস ৫-এর সুরক্ষা, ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, এসআরজিবি (sRGB) কালার গ্যামট, ১০-বিট কালার ডেপ্থ এবং এইচডিআর১০+ সাপোর্ট অফার করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত। ওয়ানপ্লাস ১০টি ফোনে সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ ডুয়েল-লেন স্টোরেজ পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেনওএস ১২.১ (OxygenOS 12.1) কাস্টম স্কিনে রান করে।

উল্লেখ্যযোগ্যভাবে, OnePlus 10T একটি ক্রায়োভেলোসিটি ভ্যাপার চেম্বার সহ একটি পরবর্তী প্রজন্মের ৩ডি কুলিং সিস্টেমের সাথে এসেছে, যা যেকোনও ওয়ানপ্লাস ডিভাইসের মধ্যে সবচেয়ে বড়। এতে ৮টি ডিসিপেশন চ্যানেল আছে, যা প্রথাগত স্মার্টফোনের ভেপার চেম্বারের তুলনায় দ্বিগুণ হিট ডিসিপেশন করার ক্ষমতা প্রদান করে বলে দাবি করা হয়েছে। নিয়মিত গ্রাফাইটের তুলনায় দাবিকৃত ৫০ শতাংশ উন্নত হিট ডিসিপেশন অফার করতে সিস্টেমটি ৩ডি গ্রাফাইট ব্যবহার করে। গেমিংয়ের সময় মসৃণ এবং স্থিতিশীল অভিজ্ঞতা দেওয়ার জন্য OnePlus 10T-এ হাইপারবুস্ট গেমিং ইঞ্জিনও রয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে, OnePlus 10T-এ ডুয়াল-এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে অবস্থান করছে এফ/১.৮ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৯ প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার ও ১১৯.৯ ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, ফোনটির সামনে এফ/২.৪ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর বর্তমান।

OnePlus 10T-এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে সামিল রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.৩, জিপিএস/ এ-জিপিএস, এনএফসি এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। আবার এই ফ্ল্যাগশিপ ডিভাইসটির অনবোর্ড সেন্সরগুলির মধ্যে একটি অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার এবং একটি প্রক্সিমিটি সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। নিরাপত্তার জন্য, এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচারও মিলবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 10T ৪,৮০০ এমএএইচ ডুয়েল-সেল ব্যাটারি সহ এসেছে, যা ১৫০ ওয়াট সুপারভোক এন্ডিওরেন্স এডিশন ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। ফোনটির রিটেইল বক্সে একটি ১৬০ ওয়াট সুপারভোক পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া হয়েছে। এই নতুন ওয়্যার্ড চার্জিং প্রযুক্তিটি মাত্র ১৯ মিনিটে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ সম্পূর্ন করতে পারে বলে দাবি করেছে ওয়ানপ্লাস। নতুন OnePlus 10T-তে স্মার্ট ব্যাটারি হেলথ অ্যালগরিদম, ব্যাটারি হিলিং টেকনোলজি, দক্ষতা উন্নত করার জন্য ভিএফসি ট্রিকল চার্জিং অপ্টিমাইজেশান অ্যালগরিদম, চার্জিং পরিচালনার জন্য কাস্টমাইজড স্মার্ট চিপ এবং ১৩টি টেম্পারেচার সেন্সরের মতো ব্যাটারি-সম্পর্কিত ফিচারগুলি পাওয়া যাবে।

এছাড়াও, অডিওর জন্য OnePlus 10T ডুয়েল স্টেরিও স্পিকার অফার করে, যা ডলবি অ্যাটমস দ্বারা সমর্থিত। ফোনটিতে নয়েজ ক্যান্সেলেশন সাপোর্টও রয়েছে। সবশেষে, 10T-এর পরিমাপ ১৬৩x৭৫.৩৭x৮.৭৫ মিলিমিটার এবং ওজন ২০৩ গ্রাম।