Moto Razr 2022: প্রথম Snapdragon 8+ Gen 1 প্রসেসরের ফোল্ডিং ফোন আনছে মোটোরোলা

Motorola কয়েকদিন আগেই নিশ্চিত করেছে যে, আগামী ২ আগস্ট লঞ্চ হচ্ছে Motorola Razr 2022। ইতিমধ্যেই সংস্থাটি তাদের এই লেটেস্ট হ্যান্ডসেটের ডিজাইন টিজ করেছে অনলাইনে। আবার কয়েকদিন আগে আরেকটি টিজারে, এই ফোনটি ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং নতুন মাইইউআই ৪.০ (myui 4.0) অপারেটিং সিস্টেম সহ আসবে বলেও জানানো হয়। তবে উল্লেখিত তথ্যাদি বাদে, Motorola Razr 2022 -এর অন্যান্য ফিচারগুলিকে এতদিন গোপন রেখেছিল Lenovo-মালিকানাধীন সংস্থাটি। কিন্তু লঞ্চের সময় ঘনিয়ে আসতেই Motorola স্বয়ং একটি মাইক্রোব্লগিং সাইটের মাধ্যমে প্রকাশ করেছে যে, Razr 2022 হবে প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, যা লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ (Snapdragon 8+ Gen 1) প্রসেসরের সাথে আসবে।

Motorola সম্প্রতি চীনা মাইক্রোব্লগিং সাইট উইবো (Weibo) -তে একটি পোস্ট শেয়ার করে দাবি করেছে যে, আপকামিং Motorola Razr 2022 হবে বিশ্বের প্রথম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর চালিত ফোল্ডেবল স্মার্টফোন। এটিকে চীনের বাজারে আগামী ২রা আগস্ট স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট (ভারতীয় সময় অনুসারে বিকেল ৫টা) নাগাদ একটি লাইভ লঞ্চ ইভেন্ট চলাকালীন লঞ্চ করা হবে। একই সাথে, Moto X30 Pro নামের একটি নতুন স্মার্টফোন এবং এই ফোল্ডেবল ফোনে ব্যবহৃত লেটেস্ট মাইইউআই ৪.০ (myui 4.0) ওএস ভার্সনের উপর থেকেও ইভেন্টে পর্দা সরানো হবে বলে নিশ্চিত করা হয়েছে সংস্থার পক্ষ থেকে।

মোটোরোলা রেজর ২০২২ -এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Motorola Razr 2022 expected specifications)

মোটোরোলা ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে কোয়ালকমের লেটেস্ট চিপসেট থাকছে তাদের আসন্ন ফোল্ডেবল ফোনে। তবে এই তথ্য ছাড়াও আমরা মোটোরোলা রেজর ২০২২ ফোন সম্পর্কে আর যা জানতে পেরেছি তা হল – এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ এসপেক্ট রেশিও সহ একটি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেওয়া হবে। ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, Motorola Razr 2022 স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১৩ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর যুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। আর ডিভাইসের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের অমনিভিশন ক্যামেরা উপস্থিত থাকবে বলেও জানা গেছে। এক্ষেত্রে, এই ফ্রন্ট ক্যামেরাটি ৬০ ফ্রেম-পার-সেকেন্ড (fps) রেটে আল্ট্রা-এইচডি ভিডিও রেকর্ড করতে সক্ষম হবে। আর, রিয়ার ক্যামেরা-দ্বয় ১২০ fps রেটে ফুল-এইচডি ভিডিও রেকর্ডিংয়ের ক্ষমতা রাখবে।

মোটোরোলা রেজর ২০২২ -এর সম্ভাব্য দাম (Motorola Razr 2022 expected price)

মোটোরোলা রেজর ২০২২ স্মার্টফোনকে ১,১৪৯ ইউরো (ভারতীয় মূল্যে প্রায় ৯৪,৪০০ টাকা) মূল্যে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। আর সংস্থার টিজার পোস্টার অনুসারে, এই আসন্ন মডেলটি কোয়ার্টজ ব্ল্যাক এবং ট্রানকুইল ব্লু কালার বিকল্পে আত্মপ্রকাশ করবে।