Reliance Jio লঞ্চ করল নতুন IR রিচার্জ প্ল্যান, মন খুলে এবার কথা বলুন

বর্তমানে অনেক ভারতীয় পর্যটকই বিদেশ ভ্রমণ করে থাকেন। আর বিদেশ ভ্রমণের সময় যদি মোবাইল ফোনে সঠিক নেটওয়ার্ক না থাকে, তাহলে যোগাযোগের ক্ষেত্রে বেশ সমস্যায় পড়তে…

Reliance Jio Launches New Ir International Roaming Plans Check Full List

বর্তমানে অনেক ভারতীয় পর্যটকই বিদেশ ভ্রমণ করে থাকেন। আর বিদেশ ভ্রমণের সময় যদি মোবাইল ফোনে সঠিক নেটওয়ার্ক না থাকে, তাহলে যোগাযোগের ক্ষেত্রে বেশ সমস্যায় পড়তে হয়। তাই এই কারণেই Reliance Jio সম্প্রতি নির্দিষ্ট কয়েকটি দেশের জন্য আন্তর্জাতিক রোমিং প্যাক চালু করেছে। যার মধ্যে আরব আমিরাত, কানাডা, থাইল্যান্ড, সৌদি আরব এবং ইউরোপ সহ ক্যারিবিয়ানের মতো বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র অন্তর্ভুক্ত আছে। আসুন Reliance Jio-র ইন্টারন্যাশনাল রোমিং প্যাক সম্পর্কে জেনে নেওয়া যাক।

Reliance Jio ক্যারিবিয়ান অঞ্চলের ২৪ টি দেশে এবং ৩২ টি ইউরোপিয়ান দেশের জন্য ইন্টারন্যাশনাল রোমিং প্যাক এনেছে। আর এই প্যাকগুলি আনলিমিটেড ইনকামিং, এসএমএস এবং আউটগোয়িং কলের মতো বিশেষ সুবিধা দেয়।

দেশভেদে Reliance Jio-র অফার করা রিচার্জ প্ল্যানের দাম এবং সুবিধা –

  • যারা সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করছেন তাদের জন্য Jio তিনটি প্ল্যান অফার করে। আর এর এন্ট্রি লেভেল প্যাকটির দাম 898 টাকা, যাতে 7 দিনের মেয়াদ, 100 মিনিট আউট গোয়িং কল (লোকাল এবং ভারতে কল ব্যাকের জন্য), 100 মিনিট ইনকামিং কল, 1 জিবি ডেটা এবং 10 টি এসএমএস অফার করা হয়।

এছাড়াও, 14 দিনের জন্য আরেকটি রিচার্জ প্ল্যান আছে, যার দাম 1,598 টাকা। আর এর সাথে 150 মিনিটের আউটগোয়িং এবং ইনকামিং কল সহ 3 জিবি ডেটা পাওয়া যায়। আর আরব আমিরাতের জন্য লঞ্চ করা লেটেস্ট প্ল্যানটির দাম 2,998 টাকা, যার ভ্যালিডিটি 21 দিন। আর এই প্রিমিয়াম মূল্যের প্ল্যানে 250 মিনিট আউটগোয়িং এবং ইনকামিং কল সহ 7 জিবি ডেটা দেওয়া হয়।

  • সৌদি আরবের ক্ষেত্রে Jio 891 টাকা এবং 2,891 টাকার দুটি প্ল্যান অফার করে। যার মধ্যে প্রথমটি 7 দিনে 100 মিনিট কল,1 জিবি ডেটা এবং 20 টি এসএমএস অফার করে। আর দ্বিতীয়টি 150 মিনিট কল 5 জিবি ডেটা এবং 100টি এসএমএস দেয় সম্পূর্ণ 30 দিনের জন্য।
  • আপনি যদি কানাডায় বেড়াতে যেতে চান তাহলে জেনে রাখুন, এই অঞ্চলের জন্য Jio দুটি প্ল্যান অফার করে। যার মধ্যে 1,691 টাকার রোমিং প্যাকটি 14 দিনের ভ্যালিডিটি, 100 মিনিট কল, 5 জিবি ডেটা এবং 50 টি এসএমএস প্রদান করে। এছাড়া, 30 দিনের মেয়াদ বিশিষ্ট 2,881 টাকার প্যাকটি 150 মিনিট কল, 10 জিবি ডেটা এবং 100 টি এসএমএস সুবিধা দিয়ে থাকে।
  • এদিকে থাইল্যান্ডে ভ্রমণকারীদের জন্য আছে 1,551 টাকার একটি প্যাক যার ভ্যালিডিটি 14 দিন। আর এর সাথে 100 মিনিটের আউটগোয়িং এবং ইনকামিং কল, 6 জিবি ডেটা, এবং 50টি এসএমএস অন্তর্ভুক্ত করা আছে। এছাড়াও, আছে 2,851 টাকার আরো একটি প্ল্যান, যেটি 30 দিনের ভ্যালিডিটি অফার করে। আর এর সাথে ব্যবহারকারীরা 50টি এসএমএস, 150 মিনিটের কল, 12 জিবি ডেটা এবং 100 টি এসএমএস উপভোগ করতে পারবেন।
  • ইউরোপীয় ভ্রমণকারীদের জন্য রয়েছে 2,899 টাকা মূল্যের একটি ইন্টারন্যাশনাল রোমিং প্যাক, যেটি 32 টি দেশ কভার করে। এছাড়াও, এর সাথে 30 দিনের বৈধতা, 100 টি এসএমএস, 100 মিনিটের আউটগোয়িং এবং ইনকামিং কল সহ 5 জিবি ডেটাও অন্তর্ভুক্ত করা আছে।
  • Jio-র কাছে এই মুহূর্তে দুটি ক্যারিবিয়ান প্যাক বর্তমান। যার মধ্যে প্রথমটির দাম 1,671 টাকা, আর এটি 24 টি দেশ কভার করে। এর সাথে 150 মিনিটের আউটগোয়িং কল, 50 মিনিটের ইনকামিং কল, 1 জিবি ডেটা এবং 14 দিনের ভ্যালিডিটি সহ 50 টি এসএমএস পাওয়া যায়।
  • আর দ্বিতীয় প্যাকের জন্য ক্রেতাদের খরচ করতে হবে 3,851 টাকা। আর এই প্ল্যানটি 30 দিনের ভ্যালিডিটি ছাড়াও 200 মিনিট কল, 4 জিবি ডেটা এবং 100 টি এসএমএস সহ বিনামূল্যে ইনফ্লাইট সুবিধা প্রদান করে।