BSNL এর 22 বছরের দর্প চূর্ণ করল Jio, মাত্র তিন বছরে এই পরিষেবায় এক নম্বরে আম্বানির সংস্থা

বিগত বেশ কয়েক বছর ধরে ইউজারদেরকে দুর্দান্ত পরিষেবা প্রদান করে দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানির খেতাব অর্জন করেছে মুকেশ আম্বানির মালিকানাধীন Reliance Jio। এর পাশাপাশি অন্যান্য একাধিক ক্ষেত্রেও চাঞ্চল্যকর সাফল্য মেলায় সংস্থাটির মুকুটে একের পর এক পালক যুক্ত হয়েছে। তবে এবার সম্প্রতি কোম্পানিটি এদেশে আর-একটি রেকর্ড গড়লো। সম্প্রতি প্রকাশিত টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই (TRAI)-এর রিপোর্টে বলা হয়েছে যে, বেসরকারি টেলিকম অপারেটর Reliance Jio গত আগস্টে রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL-কে টপকে দেশের বৃহত্তম ফিক্সড-লাইন সার্ভিস প্রোভাইডারের শিরোপা অর্জন করেছে। এই প্রসঙ্গে বলে রাখি, দেশে টেলিকম পরিষেবা শুরু হওয়ার পর থেকে এই প্রথম কোনো বেসরকারি অপারেটর ওয়্যারলাইন সেগমেন্টের শীর্ষস্থানটি নিজেদের দখলে রাখতে সক্ষম হল। খুব স্বাভাবিকভাবেই সংস্থাটির জন্য এটি যে আর-একটি দুর্দান্ত সাফল্য, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।

মাত্র ৩ বছর আগে যাত্রা শুরু করেও দীর্ঘ ২২ বছর ধরে দুর্দান্ত ওয়্যারলাইন সার্ভিস প্রদানকারী BSNL-কে টেক্কা দিল Jio

ট্রাই-এর আগস্টের সাবস্ক্রাইবার রিপোর্ট অনুযায়ী, জিও-র ওয়্যারলাইন গ্রাহক সংখ্যা ৭৩.৫২ লক্ষে পৌঁছেছে, যেখানে বিএসএনএল-এর গ্রাহক সংখ্যা ৭১.৩২ লক্ষ। প্রসঙ্গত উল্লেখ্য যে, বিএসএনএল গত ২২ বছর ধরে ইউজারদেরকে ওয়্যারলাইন পরিষেবা প্রদান করে আসছে; অন্যদিকে জিও মাত্র ৩ বছর আগে তাদের ওয়্যারলাইন সার্ভিস চালু করেছিল। সেক্ষেত্রে এত কম সময়ে এই বিপুল সাফল্য অর্জন করা যে-কোনো সংস্থার ব্যবসায়িক সমৃদ্ধির ক্ষেত্রেই অত্যন্ত ইতিবাচক। এবং আগামী দিনে এরকম আরও অনেক রেকর্ড গড়ে গ্রাহকদেরকে যে জিও রীতিমতো চমকে দেবে, সেকথাও ধরে নেওয়া যেতেই পারে।

রিপোর্টে আরও বলা হয়েছে যে, ভারতে ওয়্যারলাইন সাবস্ক্রাইবারের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। জুলাই মাসে দেশে ওয়্যারলাইন গ্রাহক ছিল ২.৫৬ কোটি, যা আগস্টে বেড়ে ২.৫৯ কোটিতে দাঁড়িয়েছে। এই বৃদ্ধির ক্ষেত্রে মূলত বেসরকারি সংস্থাগুলির আধিপত্যই দেখা গেছে; কেননা গত আগস্টে জিও ২.৬২ লক্ষ, ভারতী এয়ারটেল (Bharti Airtel) ১.১৯ লক্ষ, ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) বা ভিআই (Vi) ৪,২০২ জন, এবং টাটা টেলিসার্ভিসেস (Tata Teleservices) ৩,৭৬৯ জন নতুন গ্রাহক যোগ করেছে। অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এবং এমটিএনএল (MTNL) আগস্টে যথাক্রমে ১৫,৭৩৪ এবং ১৩,৩৯৫ জন ওয়্যারলাইন গ্রাহক হারিয়েছে।

আগস্টে লক্ষাধিক নতুন টেলিফোন গ্রাহক পেয়েছে Jio এবং Airtel

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার (ট্রাই) প্রতিবেদন অনুসারে, আগস্ট মাসে দেশের সামগ্রিক টেলিকম গ্রাহক সংখ্যা সামান্য বেড়ে ১১৭.৫ কোটিতে দাঁড়িয়েছে। সেইসাথে আরও জানা গিয়েছে যে, শহরাঞ্চলের তুলনায় গ্রামীণ এলাকায় জিও-র নতুন গ্রাহক সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। রিপোর্ট অনুযায়ী, ভারতে টেলিফোন গ্রাহকের সংখ্যা জুলাইয়ে ১,১৭৩.৬৬ মিলিয়ন থেকে বেড়ে আগস্টের শেষে ১,১৭৫.০৮ মিলিয়নে পৌঁছেছে, যার ফলে ০.১২ শতাংশ মাসিক বৃদ্ধির হার লক্ষ্য করা গেছে। অন্যদিকে, শহুরে ও গ্রামীণ টেলিফোন সাবস্ক্রিপশনের মাসিক বৃদ্ধির হার ছিল যথাক্রমে ০.১০ এবং ০.১৪ শতাংশ।

রিপোর্টে একথাও বলা হয়েছে যে, শুধুমাত্র রিলায়েন্স জিও (৩২.৮১ লক্ষ) এবং ভারতী এয়ারটেল (৩.২৬ লক্ষ) নতুন মোবাইল গ্রাহক যোগ করেছে। তবে দীর্ঘদিন ধরে বিপুল ঋণে জর্জরিত বেসরকারি সংস্থা ভিআই গত আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। ট্রাই-এর প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, গত আগস্টে ভিআই ১৯.৫৮ লক্ষ, বিএসএনএল ৫.৬৭ লক্ষ, এমটিএনএল ৪৭০ জন এবং রিলায়েন্স কমিউনিকেশনস (Reliance Communications) ৩২ জন মোবাইল গ্রাহক হারিয়েছে।

দেশে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ব্রডব্যান্ড সাবস্ক্রাইবারের সংখ্যা

এসবের পাশাপাশি TRAI-এর রিপোর্টে ব্রডব্যান্ড গ্রাহকদের পরিসংখ্যান সম্পর্কিত তথ্যও সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে যে, দেশে ব্রডব্যান্ড গ্রাহক সংখ্যা ০.৮১ শতাংশ বেড়ে গত আগস্টে ৮১.৩৯ কোটি হয়েছে, যা জুলাই মাসে ৮০.৭৪ কোটি ছিল। উল্লেখ্য, দেশের সর্বমোট ব্রডব্যান্ড সাবস্ক্রাইবারদের ৯৮.৩৯% মার্কেট শেয়ার নিজেদের দখলে রেখেছে শীর্ষস্থানীয় পাঁচটি সার্ভিস প্রোভাইডার। প্রতিবেদনে বলা হয়েছে, Reliance Jio-র ৪২.৫৮ কোটি, Bharti Airtel-এর ২২.৩৯ কোটি, Vi-এর ১২.৩১ কোটি, BSNL-এর ২.৫৮ কোটি এবং অ্যাট্রিয়া কনভারজেন্স (Atria Convergence)-এর ২১.৩ লক্ষ ব্রডব্যান্ড গ্রাহক রয়েছে।