চাপে পড়ে এই পুরানো রিচার্জ প্ল্যান ফিরিয়ে আনল Jio, পাওয়া যাবে অতিরিক্ত ভ্যালিডিটি

Jio ফিরিয়ে আনলো তার ৯৯৯ টাকার প্রিপেড প্ল্যান, আগের তুলনায় পাওয়া যাবে আরো বেশি ভ্যালিডিটি।

Reliance Jio Relaunch Rs 999 Prepaid Recharge Plan With Update Validity Data Benefits

কিছুদিন আগেই রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের মত শীর্ষস্থানীয় টেলিকম অপারেটরগুলি তাদের ব্যবহারকারী পিছু গড় আয় বৃদ্ধি করার জন্য মোবাইল প্রিপেড এবং পোস্টপেড প্ল্যানের দাম বাড়িয়েছে। জিওর প্ল্যানের দাম এই সময় ১০ থেকে ২৭ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে, যার মধ্যে একাধিক দীর্ঘমেয়াদী প্ল্যানও অন্তর্ভুক্ত আছে। আর এই কারনে সমস্যায় পড়েছেন একাধিক জিও ব্যবহারকারী। তবে, সম্প্রতি জিও বেশ কিছু আপডেট সহ তার ৯৯৯ টাকার প্ল্যানটি পুনরায় ফিরিয়ে এনেছে। ৩ জুলাই ২০২৪-এর পর যার দাম হয়েছিল ১,১৯৯ টাকা। চলুন এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

জিওর ৯৯৯ টাকার প্ল্যান

ট্যারিফ বৃদ্ধির আগে ৯৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ছিল ৮৪ দিন। আর বর্তমানে এটি ৯৮ দিন ভ্যালিডিটি অফার করছে অর্থাৎ ব্যবহারকারীরা এখন এর সাথে অতিরিক্ত ১৪ দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। এছাড়াও, পূর্বে এই প্ল্যানের সাথে প্রত্যেকদিন ৩ জিবি অর্থাৎ মোট ২৫২ জিবি ডেটা অফার করা হতো। তবে, এখন এর সাথে প্রত্যেক দিন ২ জিবি অর্থাৎ মোট ১৯৬ জিবি ডেটা প্রদান করা হচ্ছে।

যেহেতু, এই প্ল্যানটি দৈনিক ২ জিবি ডেটা অফার করে, তাই এটি ব্যবহারকারীদের “জিও ট্রু ৫জি” পরিষেবার অধীনে ৫জি অধ্যুষিত অঞ্চলে হাই স্পিড ৫জি ডেটা অ্যাক্সেস করার অনুমতি দেয়। এছাড়াও, এই প্ল্যানের ব্যবহারকারীরা এর সাথে প্রত্যেকদিন ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধাও পেয়ে যাবেন।

এই প্রসঙ্গে জাগিয়ে রাখি, জিওর দেখাদেখি এয়ারটেলও তাদের ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে ৯৭৯ টাকার একটি প্ল্যান। যেটি ৮৪ দিনের ভ্যালিডিটির সাথে প্রত্যেকদিন ২ জিবি ডেটা, দৈনিক ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কল অফার করে। এছাড়াও, এই প্ল্যানে আনলিমিটেড ৫জি পরিষেবা এবং ৫৬ দিনের জন্য বিনামূল্যে অ্যামাজন প্রাইম মেম্বারশিপের সুবিধাও পাওয়া যাবে।