মাসের শেষ দিকে আবারো শুরু হচ্ছে Flipkart Big Saving Days সেল, কী সুবিধা পাবেন ক্রেতারা?

আগামী ২৩শে জুলাই Amazon India-য় জনপ্রিয় ‘Prime Days Sale’ শুরু হবে বলে ইতিমধ্যেই বেশ হইচই চলছে। এই সেলের দরুন কোন প্রোডাক্টে কত সস্তায় কেনা যাবে, তার ধারণাও ইতিমধ্যেই পাওয়া গেছে। তবে নিজের প্রতিদ্বন্দ্বীকে টেক্কা দেওয়ার ক্ষেত্রে Flipkart (ফ্লিপকার্ট)-ও যে পিছিয়ে থাকবে না, তা সংস্থার সাম্প্রতিক পদক্ষেপই স্পষ্ট করে দিচ্ছে। আসলে প্রতিবারের মতই এবারেও Amazon-এর সেলের পিঠোপিঠি দিনে নিজের বিশেষ সেল শুরু করতে চলেছে Flipkart। আগামী ২৩ তারিখ থেকে তারা ‘Big Saving Days’ (বিগ সেভিং ডেজ) সেল লাইভ করবে, যা চলবে ২৭শে জুলাই পর্যন্ত। আর, যেখানে Amazon-এর সেলটি শুধুমাত্র পেইড গ্রাহক বা প্রাইম মেম্বাররা অ্যাক্সেস করতে পারবেন, সেখানে ‘Big Saving Days’ সমস্ত ইউজারকেই বিভিন্ন অফারে কেনাকাটার সুযোগ দেবে। যদিও Flipkart Plus (প্লাস) মেম্বাররা একদিন আগে অর্থাৎ ২২শে জুলাই থেকেই কেনাকাটা করার সুযোগ পাবেন। এছাড়াও সেল শুরুর আগে, ২০ থেকে ২১ তারিখ দুদিন পছন্দের বা প্রয়োজনের প্রোডাক্ট মাত্র ১ টাকা দিয়ে বুক করতে পারবেন ইউজাররা।

Flipkart Big Saving Days সেলের অফার

ইতিমধ্যেই ওয়ালমার্টের মালিকানাধীন এই অনলাইন শপিং কোম্পানিটি তার আসন্ন বিগ সেভিং ডেজ সেলের জন্য একটি আলাদা বিজ্ঞাপনী মাইক্রোসাইট তৈরি করেছে, যেখানে সেলের সমস্ত অফার থেকে পর্দা না সরলেও সামগ্রিক কেনাকাটার সুবিধার তুলে ধরা হয়েছে। ওই মাইক্রোসাইট অনুযায়ী, সেল চলাকালীন দিনগুলিতে নির্বাচিত প্রোডাক্টের ওপর আকর্ষণীয় অফার পাওয়া যাবে। এক্ষেত্রে ছাড়ের তালিকায় থাকবে স্মার্টফোন, ল্যাপটপ ও অন্যান্য ডিভাইস, অ্যাক্সেসরিজ, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে জামাকাপড়, কসমেটিকস, ঘরের সমস্ত প্রয়োজনীয় প্রোডাক্ট। যেমন টিভি ও অন্যান্য অ্যাপ্লায়েন্সের ওপর আপ টু ৭০% অফ থাকবে, যেখানে ইলেকট্রনিক্স প্রোডাক্ট ক্যাটেগরিতে (বিভিন্ন ডিভাইস ও আনুষাঙ্গিকে) ৮০% পর্যন্ত ছাড় মিলবে। একইভাবে ফ্যাশন আইটেমে ৫০-৮০ শতাংশ অবধি ছাড়ের সুবিধা উপলব্ধ থাকবে।

এদিকে রাত ১২টা, সকাল ৮টা এবং বিকেল ৪টেয় ক্রেতারা ‘ক্রেজি ডিলস’ (Crazy Deals) চলাকালীন নির্বাচিত প্রোডাক্ট অত্যন্ত সস্তায় কিনতে পারবেন। আবার রাত ১২টা থেকে পরের দিন রাত ১০টা অবধি সময়ে চলবে ‘টিকটিক ডিলস’ (TickTick Deals)। এছাড়াও সেলের আর্লি অ্যাক্সেস করতে পারা ইউজাররা ২৩ তারিখ রাত ২টো অবধি ‘রাশ আওয়ার’ (Rush Hour)-এর বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। উপরন্তু নো কস্ট ইএমআই, পে লেটার (Pay Later) বা সুপারকয়েনের মাধ্যমে খরিদ্দারি করার সুযোগও পাওয়া যাবে অন্যান্যবারের মতই।

এই প্রসঙ্গে বলে রাখি, Flipkart Big Saving Days সেলের জন্য অ্যাক্সিস (Axis) ব্যাংক, সিটি (Citi) ব্যাংক, কোটাক (Kotak) ব্যাংক এবং আরবিএল (RBL) ব্যাংকের সাথে হাত মিলিয়েছে সংস্থা। ফলে এই সমস্ত ব্যাংকের কার্ড ব্যবহার করে সেলে কেনাকাটা করলে মিলবে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।

সেলের অন্যান্য অফারগুলি খুব শীঘ্রই বিস্তারিতভাবে প্রকাশ্যে আসবে। সেক্ষেত্রে এই সেল সংক্রান্ত আরো তথ্য পেলেই আমরা সাথে সাথে তা আপনাদের জানানোর চেষ্টা