Baojun Yep: তিন দরজার মজাদার ইলেকট্রিক গাড়ি আসছে দেশে, এক চার্জে ছুটবে 303 কিমি

এবছর এপ্রিলে এমজি মোটর ইন্ডিয়া (MG Motor India) ভারতে সবচেয়ে সস্তার ইলেকট্রিক গাড়ি Compact EV লঞ্চ করেছিল। কম্প্যাক্ট প্রিমিয়াম ইলেকট্রিক ভেহিকেলটি দুই দরজা বিশিষ্ট মডেল। যার প্রারম্ভিক মূল্য ৭.৯৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছিল। মে ২০২৩-এর তৃতীয় সপ্তাহ থেকে এর ডেলিভারি শুরু করে এমজি। এবারে সংস্থাটি এদেশে আরও একটি কম্প্যাক্ট ইলেকট্রিক গাড়ি আনার পরিকল্পনা করছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। সূত্রের খবর, আন্তর্জাতিক বাজারে বিক্রিত এমজি-র Baojun Yep ইলেকট্রিক সাব-কম্প্যাক্ট এসইউভি (SUV)-র রিব্যাজ মডেল ভারতে আনা হবে। সম্প্রতি এদেশে সংস্থা গাড়িটির ডিজাইন পেটেন্ট দায়ের করেছে। যা এর লঞ্চের জল্পনা উস্কে দিয়েছে।

যদিও এমজি মোটর ইন্ডিয়া এখনও পর্যন্ত তাদের Baojun Yep-এর ভারতে লঞ্চের প্রসঙ্গে মুখ খোলেনি। জল্পনা শোনা যাচ্ছে, এটি ২০২৫-এ এ দেশের বাজারে হাজির হতে পারে। কম্প্যাক্ট ইলেকট্রিক এসইউভি Baojun Yep-এর ডিজাইন সংস্থার গ্লোবাল স্মল ইলেকট্রিক ভেহিকেল বা GSEV প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে করা হয়েছে। Comet EV-এর ক্ষেত্রেও এই একই প্ল্যাটফর্ম ব্যবহার হতে দেখা যায়। এই এসইউভি মডেলটি ডিজাইনগত দিক থেকে যথেষ্ট বক্সি এবং উঁচু।

Baojun-Yep-Patented
Photo Credit: MotorBeam

Baojun Yep-এর সামনে রয়েছে একটি ক্লোজড অফ গ্রিল, পোর্সার মতো গ্রাফিক্স সহ অনন্য ডিজাইনের হেডল্যাম্প, কোয়াড এলইডি ডিআরএল এবং একটি বলিষ্ঠ ব্ল্যাক বাম্পার। এছাড়া আছে ১৫ ইঞ্চি অ্যালয় হুইল সহ বর্গাকৃতি হুইল আর্চ, সাইড স্টেপ এবং ব্ল্যাক রুফ রেল। পিছনে ডিম্বাকৃতি টেল ল্যাম্প এবং ছোট রিয়ার উইন্ডো উপস্থিত।

Baojun Yep-এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং হুইলবেস যথাক্রমে ৩,৩৮১ মিমি, ১,৬৮৫ মিমি, ১,৭২১ মিমি ও ২,১১০ মিমি। ফিচারের প্রসঙ্গে বললে এতে উপলব্ধ একটি ১০.২৫ ইঞ্চি ডুয়েলস্ক্রিন সেটআপ (একটি ইনফোটেনমেন্ট সিস্টেম এবং আরেকটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার), ব্যাটারি টেম্পারেচার ম্যানেজমেন্ট সিস্টেম, হিটেড ফ্রন্ট সিট, ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, চারটি ইউএসবি পোর্ট, অ্যাডাস (অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্টেন্স সিস্টেম) এবং একটি ৩৬০ ডিগ্রী ক্যামেরা।

Yep ইলেকট্রিক এসইউভি-টিতে আছে একটি ২৮.১ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি এবং একটি ৬৮ বিএইচপি ইলেকট্রিক মোটর। ফুল চার্জে এটি ৩০৩ কিলোমিটার রেঞ্জ প্রদান করে বলে দাবি সংস্থার। ব্যাটারিটি একটি ডিসি ফাস্ট চার্জার দ্বারা ৩০-৮০% চার্জ হতে ৩৫ মিনিট সময় নেয়। আবার এসি চার্জারে ২০-৮০% চার্জ হতে ৮.৫ ঘন্টা সময় লাগে।