Vi 327 337: পুরো একমাসের বৈধতা, আনলিমিটেড কল ও ডেটা সহ ভোডাফোন আইডিয়া আনল নয়া প্ল্যান

রিলায়েন্স জিও (Reliance Jio) এবং এয়ারটেলের (Airtel) পর, এবার ভোডাফোন আইডিয়া বা ভিআই (Vodafone Idea or Vi) ৩০ দিন এবং ৩১ দিনের বৈধতার সাথে দুটি নতুন প্রিপেইড প্ল্যান চালু করলো। মূলত, ‘টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া’ বা TRAI এদেশীয় টেলিকম অপারেটরদের কমপক্ষে একটি ১ মাসসের প্রিপেড প্ল্যান আনার নির্দেশ দেওয়ার কয়েক মাস পরে নেটওয়ার্ক প্রদানকারী সংস্থাগুলি একের পর এক স্বল্প মেয়াদি প্ল্যান সংযুক্ত করছে তাদের পোর্টফোলিওতে। প্রতি মাসের একই তারিখে রিনিউ হবে বলে এমন প্ল্যানগুলিকে – ‘ক্যালেন্ডার মান্থ ভ্যালিডিটি প্ল্যান’ বলা হয়। ফলে আপনি যদি Vi গ্রাহক হন এবং একটি ক্যালেন্ডার মান্থ প্রিপেইড প্ল্যান বেছে নিতে চান, তাহলে নয়া প্ল্যানগুলি সম্পর্কে জেনে নিন।

Vodafone Idea নিয়ে এলো এক মাসের বৈধতা সম্পন্ন দুটি প্রিপেইড প্ল্যান

327 টাকার Vi প্রিপেড প্ল্যান

ভোডাফোন আইডিয়ার ৩২৭ টাকার নতুন প্রিপেড প্ল্যানের বৈধতা ৩০ দিনের। এই প্ল্যানের অধীনে, মোট ২৫ জিবি ডেটা, দৈনিক ১০০টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কল অফার করা হবে। এছাড়া, অতিরিক্ত বেনিফিট হিসাবে এই প্রিপেড প্ল্যানটি – Vi Movies and TV অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে দেবে। যাইহোক, প্ল্যানের যাবতীয় বেনিফিট দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন যে, এই প্ল্যানটি কিনলে দৈনিক ইন্টারনেট ডেটার সুবিধা প্রদান করা হবে না। তাই আপনার চাহিদা যদি দৈনিক বহুল ডেটার হয়, তাহলে আপনাকে এমন একটি প্ল্যান বেছে নিতে হবে যা দৈনিক ডেটার সুবিধা অফার করবে।

337 টাকার Vi প্রিপেড প্ল্যান

৩৩৭ টাকার ভোডাফোন আইডিয়ার প্রিপেড প্ল্যানটি ৩১ দিনের বৈধতার সাথে এসেছে। এই প্রিপেড প্ল্যানের অধীনে আনলিমিটেড ভয়েস কল এবং রোজ ১০০টি এসএমএস পাওয়া যাবে। সাথে বৈধতাসীমা পর্যন্ত মোট ২৮ জিবি ডেটার সুবিধা মিলবে। আর এক্সট্রা বেনিফিট হিসাবে, প্রিপেড প্ল্যানটি Vi Movies and TV অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন দেবে গ্রাহকদের। এই প্রিপেড প্ল্যানটি পূর্ববর্তী রিচার্জ প্যাকের মতো দৈনিক ডেটার সুবিধা দেয় না, যা কিছু গ্রাহকের জন্য হতাশাজনক হতে পারে।

এক মাস বৈধতা সম্পন্ন Reliance Jio প্রিপেড প্ল্যান

রিলায়েন্স জিও সম্প্রতি এক মাসের বৈধতা যুক্ত একটি প্রিপেড প্ল্যান চালু করেছে। যার দাম ২৫৯ টাকা রাখা হচ্ছে। এই প্ল্যানের অধীনে, প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যাবে। তবে, একবার নির্ধারিত দৈনিক ডেটা শেষ করে ফেললে, ইন্টারনেট স্পিড কমে দাঁড়াবে ৬৪ কেবিপিএস-এ। দৈনিক ডেটা সুবিধার পাশাপাশি, রিলায়েন্স জিও-র প্ল্যানটি প্রতিদিন আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি এসএমএস অফার করে। এছাড়া, যাবতীয় জিও অ্যাপের সাবস্ক্রিপশনও বিনামূল্যে দেওয়া হবে।

এক মাস বৈধতা সম্পন্ন Airtel প্রিপেড প্ল্যান

রিলায়েন্স জিও-র পাশাপাশি, এয়ারটেলও এক মাসের বৈধতার সাথে নয়া প্রিপেড প্ল্যান ঘোষণা করেছে। এয়ারটেলের এই নতুন প্ল্যানগুলির দাম হল – ২৯৬ টাকা এবং ৩১০ টাকা।

২৯৬ টাকার এয়ারটেল প্রিপেড প্ল্যান: ২৯৬ টাকা দামের এয়ারটেল এই প্রিপেড প্ল্যানটির মোট ২৫ জিবি ডেটা অফার করবে। আর, যদি নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে যায়, তাহলে গ্রাহকদের এমবি প্রতি ৫০ পয়সা চার্জ করা হবে। পাশাপাশি, প্রতিদিনের আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি ফ্রি এসএমএস ব্যবহারের সুবিধাও দেওয়া হবে। এইসকল বেসিক সুযোগ-সুবিধার সাথে, অতিরিক্ত বেনিফিট হিসাবে, অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশনের ৩০ দিনের বিনামূল্যের ট্রায়াল এবং Apollo 24/7 সার্কেলের ৩ মাসের বিনামূল্যের সাবস্ক্রিপশন পাওয়া যাবে৷

৩১০ টাকার এয়ারটেল প্রিপেইড প্ল্যান: সংস্থার আরেকটি প্রিপেড প্ল্যানের দাম হল ৩১০ টাকা। এই প্ল্যানটির বৈধতা পুরো একমাস। এর অধীনে গ্রাহকেরা আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি ফ্রি এসএমএস -এর পাশাপাশি প্রতিদিন ২ জিবি দৈনিক ডেটা ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে, মাসের উপর নির্ভর করে ৫৬ জিবি থেকে ৬২ জিবি ডেটা পেয়ে যাবেন আপনারা।