Trai Publish Jio Airtel BSNL Vodafone Idea Subscriber Report in April

50 কোটি গ্রাহক ছুঁতে চলেছে Reliance Jio, কোথায় দাঁড়িয়ে Airtel, Vi, BSNL

সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI টেলিকম সংস্থাগুলির মাসিক কর্মক্ষমতা রিপোর্ট প্রকাশ করেছে। যেখানে দেখা গেছে Reliance Jio ২০২৪ সালের এপ্রিল মাসে ৩.০৬ মিলিয়ন (৩০.৬ লক্ষ) সক্রিয় ব্যবহারকারী যোগ করেছে। যারপর, Jio-র মোট সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৪৩৩.৪২ মিলিয়নে (৪৩.৩৪২ কোটি) পৌঁছেছে। আর Jio-র মোট গ্রাহক সংখ্যা এসে দাঁড়িয়েছে ৪৭২.৪২ মিলিয়ন (৪৭.২৪২ কোটি)।

এদিকে, Bharti Airtel-এর ওয়্যারলেস সাবস্ক্রাইবার বেস ০.৭৫ মিলিয়ন (৭.৫ লক্ষ) বৃদ্ধি পেয়েছে, তবে, এপ্রিল মাসে তাদের ২.০৯ মিলিয়ন (২০.৯ লক্ষ) ব্যবহারকারী কমেও গেছে। এরপর টেলকোটির মোট গ্রাহক সংখ্যা ৩৮৬.৫২ মিলিয়নে (৩৮.৬৫২ কোটি) পৌঁছেছে, আর সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৩.৩২ মিলিয়ন (৩৮.৩৩২ কোটি)।

এদিকে আবার, প্রতিবারের মতোই এই মাসেও Vodafone Idea-র সক্রিয় ব্যবহারকারীর পাশাপাশি তাদের মোট ব্যবহারকারীর সংখ্যাও হ্রাস পেয়েছে। এপ্রিল মাসে ০.৬৩ মিলিয়ন (৬.৩ লক্ষ) সক্রিয় ব্যবহারকারী কমে যাওয়ায় বর্তমান তাদের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১৯২.৬৪ মিলিয়নে (১৯.২৬৪ কোটি) নেমে এসেছে। আবার, ২০২৪ সালের এপ্রিলের শেষে ০.৭৩ মিলিয়ন (৭.৩ লক্ষ) ব্যবহারকারী কমে আসায় Vi-এর মোট ওয়্যারলেস ব্যবহারকারীর সংখ্যাও কমে ২১৯.০৮ মিলিয়নে (২১.৯০৮ কোটি) পৌঁছেছে।

এদিকে ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL প্রসঙ্গে ট্রাই জানিয়েছে যে, এই টেলিকম অপারেটর ০.৩৩ মিলিয়ন (৩.৩ লক্ষ) ব্যবহারকারী হারিয়ে এপ্রিল মাসের শেষে ৪৭.৮৪ মিলিয়ন (৪.৭৮৪ কোটি) সক্রিয় ব্যবহারকারী নিয়ে দাঁড়িয়ে আছে। পাশাপাশি, মোট ব্যবহারকারীর সংখ্যা ৮৭.০২ মিলিয়নে (৮.৭০২ কোটি) নেমে এসেছে।

এছাড়াও, TRAI-এর দেওয়া রিপোর্ট অনুসারে Jio, Airtel, Vodafone Idea এবং BSNL-এর ওয়্যারলেস মার্কেট শেয়ার দাঁড়িয়েছে যথাক্রমে ৪০.৪০ শতাংশে, ৩৩.১২ শতাংশে, ১৮.৭৭ শতাংশে এবং ৭.৪৬ শতাংশে।

প্রসঙ্গত, খুব শীঘ্রই Reliance Jio-র গ্রাহক সংখ্যা ৫০০ মিলিয়নে (৫০ কোটি) পৌঁছে যাবে। আর সেই সঙ্গেই Airtel-ও ৪০০ মিলিয়ন (৪০ কোটি) অতিক্রম করার চেষ্টা করবে। তবে, অনবরত গ্রাহক হ্রাসের সমস্যা সমাধান করতে Vodafone Idea এবং BSNL-কে শীঘ্রই উন্নত মানের 4G/5G পরিষেবা প্রদান শুরু করতে হবে।