মাসে বার বার রিচার্জের দরকার পড়বে না, TRAI প্রকাশ করল Jio, Airtel, Vi ও BSNL এর স্মার্ট রিচার্জ প্ল্যান

গ্রাহকদের সুবিধার্থে দেশের বেসরকারি ও সরকারি বিভিন্ন টেলিকম অপারেটর, যথা, Jio, Airtel, Vi, BSNL ও MTNL -এর ৩০ দিন এবং পুরো মাসের বৈধতা সহ উপলব্ধ সমস্ত প্রিপেইড প্ল্যানগুলিকে এবার একটি নির্দিষ্ট তালিকার অন্তর্ভুক্ত করল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই (TRAI)। এই তালিকায় হাজির যে কোনও প্ল্যান চয়নের ফলে পৃথক পৃথক টেলকোর উপভোক্তারা একই মাসে দু’বার মোবাইল নম্বর রিচার্জের বাধ্যবাধকতা থেকে রেহাই পাবেন। সবচেয়ে বড় কথা হল TRAI -এর তালিকাভুক্ত আলোচ্য প্ল্যানগুলি অন্যান্য প্ল্যানের নিরিখে বেশ ‘সাশ্রয়ী’ রিচার্জমূল্যে উপলব্ধ। তাই রিচার্জের সময় এদের বেছে নিয়ে, টেলিকম পরিষেবা ব্যবহারকারীরা বাড়তি খরচের হাত থেকে সহজেই রেহাই পেতে পারেন।

প্রসঙ্গত মনে করিয়ে দিই, কিছুদিন আগে পর্যন্ত প্রাইভেট ও সরকারি টেলকোগুলি সাধারণত গ্রাহকদের ২৮/৫৬/৮৪ দিনের ভ্যালিডিটির সঙ্গে বিদ্যমান প্ল্যান অফারে অভ্যস্ত ছিল। সেক্ষেত্রে অসুবিধার পরেও গ্রাহকেরা, টেলকোদের সেই সমস্ত বিকল্প রিচার্জে বাধ্য হতেন। কিন্তু অচিরেই ট্রাই (TRAI) উপভোক্তাদের পক্ষাবলম্বন করে টেলকোগুলিকে অন্ততপক্ষে একটি ৩০ দিন এবং একটি পুরো মাসের বৈধতা সহ লভ্য রিচার্জ প্ল্যান অফারের নির্দেশ দেয়। এরপরই এয়ারটেল, জিও, ভিআই প্রভৃতি টেলিকম অপারেটররা নির্দেশিত সুবিধার সাথে আগত একাধিক নতুন রিচার্জ প্ল্যান লঞ্চে উদ্যত হয়। সদ্য সেই প্ল্যানগুলিকেই ট্রাই এক তালিকাভুক্ত করেছে।

TRAI -এর তালিকাভুক্ত এই সমস্ত রিচার্জ প্ল্যান সারামাসের ভ্যালিডিটি প্রদান করবে

১। ভারতী এয়ারটেল (Bharati Airtel) – ১২৮ এবং ১৩১ টাকার প্ল্যান

২। রিলায়েন্স জিও (Reliance Jio) – ২৯৬ এবং ২৫৯ টাকার প্ল্যান

৩। ভোডাফোন আইডিয়া বা ভিআই (Vi) – ১৩৭ এবং ১৪১ টাকার প্ল্যান

৪। এমটিএনএল (MTNL) – ১৫১ এবং ৯৭ টাকার প্ল্যান

৫। বিএসএনএল (BSNL) – ১৯৯ এবং ২২৯ টাকার প্ল্যান

উপরের প্ল্যানগুলি রিচার্জের জন্য আগ্রহী ইউজারদের টেলকোগুলির অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের শরণাপন্ন হতে হবে। এছাড়া গুগল পে (GPay), ফোন পে (PhonePe) প্রভৃতি থার্ড-পার্টি অ্যাপের মাধ্যমেও উপরোক্ত প্ল্যানগুলি রিচার্জ করা সম্ভব।