Samsung Galaxy A04s দীর্ঘ ব্যাটারি লাইফ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, দাম জানুন

Samsung Galaxy A04s আজ অর্থাৎ মঙ্গলবার গ্লোবাল মার্কেটে লঞ্চ হল। ফোনটি বাজেট রেঞ্জে এসেছে। এতে পাওয়া যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, অক্টা কোর প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা। এছাড়া Samsung Galaxy A04s ফোনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন ফোনটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

স্যামসাং গ্যালাক্সি এ০৪এস দাম (Samsung Galaxy A04s Price)

স্যামসাং এখনও গ্যালাক্সি এ০৪এস এর দাম জানায়নি। তবে রিপোর্ট অনুযায়ী, ইউরোপে এর ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ১৭৯ ইউরো, যা প্রায় ১৪,২৬২ টাকার সমান। ফোনটি হোয়াইট, ব্ল্যাক, গ্রীন ও কপার কালারে পাওয়া যাবে। এটি ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে এর মতো দেশের অনলাইন স্টোরে বিক্রি জন্য শীঘ্রই উপলব্ধ হবে।

স্যামসাং গ্যালাক্সি এ০৪এস স্পেসিফিকেশন (Samsung Galaxy A04s Specifications)

স্যামসাং গ্যালাক্সি এ০৪এস ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। ৯০ হার্টজ রিফ্রেশ রেটের এই ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩। সিকিউরিটির জন্য এর পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা হয়েছে।

পারফরম্যান্সের জন্য স্যামসাং গ্যালাক্সি এ০৪এস ফোনে অক্টা কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, এটি এক্সিনস ৮৫০ চিপসেট হতে পারে। ফোনটি ৩ জিবি ও ৪ জিবি র‌্যাম এবং ৩২ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে। সফটওয়্যারের কথা বললে, এই ফোনে অ্যান্ড্রয়েড ১২ বেসড ওয়ান ইউআই ৪.১ কাস্টম স্কিন উপস্থিত।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A04s ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল পোট্রেট সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট।