রোজ ৩ জিবি ডেটার সাথে কলিং ও আরো নানা বেনিফিট, Vi-এর এই প্ল্যানে কিস্তিমাত Jio

দেশের অন্য দুই শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানির মত এখনো 5G পরিষেবা চালু করে উঠতে পারেনি Vodafone Idea ওরফে Vi। তবে 4G পরিষেবা প্রদানের ক্ষেত্রে সংস্থাটি এবার গ্রাহকদের আকর্ষণ করতে একটি নতুন পদক্ষেপ নিয়েছে। আসলে Vi সম্প্রতি এমন কিছু প্রিপেইড প্ল্যান রিচার্জের জন্য অফার করছে, যাতে Reliance Jio (ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর)-এর জন্য বেশ প্রতিযোগিতা তৈরি হয়েছে। যেমন, এই মুহূর্তে Jio-র ৪১৯ টাকার রিচার্জ প্ল্যানে যে সমস্ত সুবিধা পাওয়া যাচ্ছে, তার থেকে Vi-এর ৩৫৯ টাকার প্রিপেইড প্ল্যানে আপনারা বেশি সুবিধা পাবেন। মানে, Vi-এর কানেকশনে ৬০ টাকা কম খরচ করেও পাওয়া যাবে অতিরিক্ত কিছু। কিন্তু কী সেই বেনিফিট? আসুন সেই বিষয়ে জানতে Vi-এর ৩৫৯ টাকা বা Jio-র ৪১৯ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কিত খুঁটিনাটি তথ্য এক নজরে দেখে নিই।

Vi-এর ৩৫৯ টাকার প্ল্যান

ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানটির বৈধতা ২৮ দিন। প্রিপেইড গ্রাহকরা প্ল্যানটি রিচার্জ করলে রোজ ৩ জিবি ডেটা পাবেন, সাথে থাকবে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং ১০০টি করে ফ্রি এসএমএসের সুবিধা। তবে এই বেসিক বেনিফিট ছাড়াও ৩৫৯ টাকায় মিলবে বিঞ্জ অল নাইট (Binge All Night), উইকেন্ড ডেটা রোলওভার (Weekend Data Rollover) এবং ডেটা ডিলাইটস (Data Delights)-এর সুবিধা।

এক্ষেত্রে বিঞ্জ অল নাইট অপশনের দরুন রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে, তাও আবার কোনো খরচ ছাড়াই। আবার ডেটা ডিলাইটসের দরুন, কোম্পানি প্রতি মাসে ২ জিবি করে ব্যাকআপ ডেটা দেবে। আগ্রহীরা ভিআইয়ের অফিসিয়াল অ্যাপের মাধ্যমে বা ১২১২৪৯ নম্বরে কল করে ডেটা ডিলাইট অফারটি দাবি করতে পারবেন। একইভাবে উইকেন্ড ডেটা রোলওভারের সাহায্যে সারা সপ্তাহের বেঁচে যাওয়া ডেটা (দিন হিসেবে) উইকেন্ড মানে শনি ও রবিবার ব্যবহার করা যাবে। উল্লেখ্য, এই প্ল্যান রিচার্জ করলে ভিআই মুভিজ অ্যান্ড টিভির ফ্রি অ্যাক্সেসও পাওয়া যাবে।

Jio-র ৪১৯ টাকার প্ল্যান

জিওর ৪১৯ টাকা দামী প্ল্যানটিও ২৮ দিনের ভ্যালিডিটিসহ আসে। আর এই প্ল্যানেও প্রতিদিন ৩ জিবি ডেটা, ১০০টি ফ্রি এসএমএসসহ আনলিমিটেড কলিং উপভোগ করা যাবে। এছাড়া এতে জিও টিভি এবং জিও সিনেমার মত জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। অর্থাৎ দেখতে গেলে, ভোডাফোন-আইডিয়ার প্ল্যানটিতে আপনারা অতিরিক্ত ডেটা বেনিফিট পাবেন।