স্বস্তির নিশ্বাস ছাড়ল Vodafone Idea, ভারতে ব্যবসা ফেরাতে অর্থ সাহায্য করতে চায় ভোডাফোন ইউকে গ্রুপ

ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া তাদের ইউকে প্রোমোটার ভোডাফোন গ্রুপ পিএলসির কাছ থেকে ২০০০ কোটি টাকা পেতে পারে। যদিও, এর আগে ভোডাফোন ইউকে…

ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া তাদের ইউকে প্রোমোটার ভোডাফোন গ্রুপ পিএলসির কাছ থেকে ২০০০ কোটি টাকা পেতে পারে। যদিও, এর আগে ভোডাফোন ইউকে এই ভারতীয় টেলিকম ব্যবসায়িক ইউনিটে নিজেকে আর জড়াবে না বলে দাবি করেছিল। তবে শীঘ্রই তারা তাদের এই অভিপ্রায় পরিবর্তন করতে পারে বলে মনে করা হচ্ছে।

ইটির একটি রিপোর্ট অনুসারে, ভোডাফোন আইডিয়াকে অর্থ সাহায্য করতে আগামী ভোডাফোন ইউকে। পাশাপাশি তারা ভোডাফোন আইডিয়ার কিছু শেয়ার বিক্রির জন্য প্রস্তাব রেখেছে। সংস্থার শেয়ার বিক্রি করতে ভোডাফোন ইউকে এয়ারটেলের সাথে কথাও বলেছে। যদিও, উভয় সংস্থার নীতিগত পার্থক্যের কারণে এই চুক্তির বাস্তবায়ন সম্ভব হয়নি।

রিপোর্টে আরো বলা হয়েছে যে, ইন্ডাস টাওয়ারের বকেয়া পরিশোধের জন্য এই অর্থ ব্যবহার করবে ভোডাফোন আইডিয়া। প্রসঙ্গত, এর আগে ভোডাফোন আইডিয়া ইন্ডাসকে প্রায় ১০,০০০ কোটি টাকা দিয়েছে, আর বর্তমানে ভোডাফোন গ্রুপ থেকে প্রাপ্ত ২,০০০ কোটি টাকা দিয়েও অতীত বকেয়া পরিশোধ করা হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে ভোডাফোন আইডিয়া ২৫,০০০ কোটি টাকা ঋণ পাওয়ার জন্য ঋণদাতার খোঁজ করছে।

যদিও, ভোডাফোন আইডিয়া ইক্যুইটির মাধ্যমে প্রাপ্ত অর্থ থেকে ইন্ডাস টাওয়ারকে অর্থ প্রদান করতে পারে। তবে, এই অর্থ দিয়ে ভোডাফোন আইডিয়া তাদের নেটওয়ার্ক কভারেজ এবং নেটওয়ার্ক ক্ষমতা আর উন্নত করতে চায়। যে কারণে তারা অভ্যন্তরীণ কভারেজ উন্নত করতে বিভিন্ন সার্কেলের জন্য ৯০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম কিনেছে। বলাবাহুল্য, ভোডাফোনের এই পদক্ষেপ নিশ্চিতভাবে তাদের নেটওয়ার্ক উন্নত করতে সহায়তা করবে, তবে দেখার বিষয় হলো ভোডাফোন আইডিয়া কবে ৫জি লঞ্চ করে এবং আর তার কভারেজ কিরূপ হয়।