Jio, Airtel নয়, সবচেয়ে কম খরচে Netflix সাবস্ক্রিপশন দিচ্ছে Vodafone Idea

ভারতীয় টেলিকম সংস্থা Vodafone Idea (VI) আজ Netflix সাবস্ক্রিপশন সহ দুটি প্রিপেড প্ল্যান লঞ্চ করলো। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই অংশীদারিত্বের ফলে তাদের…

ভারতীয় টেলিকম সংস্থা Vodafone Idea (VI) আজ Netflix সাবস্ক্রিপশন সহ দুটি প্রিপেড প্ল্যান লঞ্চ করলো। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই অংশীদারিত্বের ফলে তাদের ব্যবহারকারীরা মোবাইল ফোন, টেলিভিশন এবং ট্যাবলেট সহ বিভিন্ন ডিভাইসে Netflix-এর প্রিমিয়াম কন্টেন্ট দেখতে পাবেন। প্রসঙ্গত, এই মুহূর্তে টেলকোটি যদিও শুধুমাত্র তাদের প্রিপেড গ্রাহকদের জন্য এই সুবিধা চালু করেছে, তবে Vodafone Idea নিশ্চিত করেছে যে, তারা খুব শীঘ্রই Netflix-এর সাবস্ক্রিপশন সহ পোস্টপেড প্ল্যান লঞ্চ করবে।

VI-এর আনলিমিটেড প্রিপেড প্যাক

Vodafone Idea সম্প্রতি দুটি নতুন আনলিমিটেড প্রিপেড প্যাক চালু করেছে, যা Netflix-এর বেসিক সাবস্ক্রিপশনের সাথে আনলিমিটেড কল এবং ডেটা অফার করে। আর এই প্ল্যান দুটির মূল্য যথাক্রমে ৯৯৮ টাকা ও ১,৩৯৯ টাকা।

Vodafone Idea-র ৯৯৮ টাকার প্রিপেড প্ল্যান

ভোডাফোন আইডিয়ার ৯৯৮ টাকার প্রিপেড প্ল্যানটি ৭০ দিনের বৈধতা অফার করে। উল্লেখ্য, মুম্বই এবং গুজরাটের গ্রাহকরাও ৭০ দিনের জন্য এই অফারটি পাবেন, তবে এর জন্য তাদের খরচ করতে হবে ১,০৯৯ টাকা।

এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, দৈনিক ১০০টি এসএমএস এবং সীমাহীন ভয়েস কল সহ টিভি ও মোবাইলের জন্য Netflix বেসিক সাবস্ক্রিপশন পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে।

Vodafone Idea-র ১,৩৯৯ টাকার প্রিপেড প্ল্যান

ভোডাফোন আইডিয়ার দ্বিতীয় প্ল্যানটির দাম ১,৩৯৯ টাকা, যার ভ্যালিডিটি ৮৪ দিন। আর এর সাথে পাওয়া যায় টিভি এবং মোবাইলের জন্য Netflix-এর বেসিক সাবস্ক্রিপশন, প্রতিদিন ২.৫ জিবি ডেটা, দৈনিক ১০০ টি এসএমএস এবং সীমাহীন ভয়েস কলের সুবিধা।

এছাড়াও, ৮৪ দিনের ভ্যালিডিটি বিশিষ্ট এই প্ল্যানের সাথে Vi ব্যবহারকারীরা ডেটা ডিলাইট, বিঞ্জ অল নাইট এবং উইকেন্ড ডেটা রোলওভারের মতো সুবিধাগুলিও পাবেন।

টেলকোটির দাবি করেছে যে, এই মুহূর্তে তারাই ভারতের একমাত্র টেলিকম অপারেটর যারা বর্তমানে ১,০০০ টাকার কম দামের প্রিপেড প্ল্যানের সাথে Netflix-এর বেসিক সাবস্ক্রিপশন অফার করছে।