গ্রাহকদের জন্য সুখবর, সস্তায় তিনটি নতুন আন্তর্জাতিক রোমিং প্যাক লঞ্চ করল Vodafone Idea

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া সম্প্রতি তাদের ব্যবহারকারীদের জন্য বেশ কয়েকটি আন্তর্জাতিক পোস্টপেড রোমিং প্যাক লঞ্চ করেছে। সংস্থাটি জানিয়েছে, ভারতীয়দের মধ্যে বেশ জনপ্রিয়…

Vodafone Idea Launches Three New Postpaid Roaming Packs For 3 New International Country

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া সম্প্রতি তাদের ব্যবহারকারীদের জন্য বেশ কয়েকটি আন্তর্জাতিক পোস্টপেড রোমিং প্যাক লঞ্চ করেছে। সংস্থাটি জানিয়েছে, ভারতীয়দের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠায় কাজাখস্তান, উজবেকিস্তান এবং জর্ডানে ভ্রমণকারীদের জন্য এই নতুন পোস্টপেড আন্তর্জাতিক রোমিং প্যাক লঞ্চ করা হয়েছে।

ভোডাফোন আইডিয়া প্রত্যেক ভ্রমণকারীর প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের রোমিং প্যাক অফার করে থাকে। যার মধ্যে ২৪ ঘন্টার প্যাক, ১০ দিনের প্যাক, ১৪ দিনের প্যাক এবং ৩০ দিনের প্যাকের মতো একাধিক বিকল্প উপলব্ধ। ভিআই নিশ্চিত করে জানিয়েছে যে, পোস্টপেড ব্যবহারকারীরা যতদিন ভ্রমণ করবেন ততদিন তারা যেন আত্মীয় পরিজনদের সাথে সংযুক্ত থাকতে পারেন সেই বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এই টেলকোটি আবার হাই ইন্টারন্যাশনাল রোমিং চার্জ থেকে ব্যবহারকারীদের রক্ষা করার জন্য অলওয়েজ-অন নামের ফিচার চালু করেছে। যার ফলে প্যাকের মেয়াদ শেষ হওয়ার পরেও ফোন ব্যবহার করলে ব্যবহারকারীদের অতিরিক্ত রোমিং চার্জের শিকার হতে হবে না।

সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, তারা তাদের গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে সুবিধাজনক আন্তর্জাতিক রোমিং প্যাক প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। আর এই কারণেই তারা আন্তর্জাতিক রোমিং প্যাকের সাথে আউটগোয়িং কল মিনিট, পর্যাপ্ত ডেটা এবং এসএমএস অফার করে, যা ব্যবহারকারীদের ভ্রমণকালীন সময়ে মোবাইল ব্যবহার করে যে কোনো ধরনের সুবিধা পেতে সহায়তা করবে। প্রসঙ্গত উল্লেখ্য, ভোডাফোন আইডিয়া সম্প্রতি আজারবাইজান এবং আফ্রিকান দেশগুলির জন্যও আন্তর্জাতিক পোস্টপেড রোমিং প্যাক নিয়ে এসেছিল। এছাড়াও, ভিআই রোমিং পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীরা এখন ১২০টি দেশে ভ্রমণ কালীন অবস্থায় নির্বিঘ্নে যোগাযোগ করতে পারবে।

কিভাবে এই প্যাক রিচার্জ করবেন ?

  • পোস্টপেড ব্যবহারকারীদের দেশ ছাড়ার আগে আন্তর্জাতিক রোমিং পরিষেবা অ্যাক্টিভ করতে হবে।
  • ব্যবহারকারীরা ভিআই অ্যাপ, ওয়েবসাইট বা ১৯৯ নম্বরে ভিআইয়ের কাস্টমার কেয়ারে কল করে এই পরিষেবাটি অ্যাক্টিভ করতে পারবেন।
  • গ্রাহকরা স্থানীয় ওয়াইফাই-এর সাথে সংযোগ স্থাপন করে অন্য দেশে পৌঁছেও ভিআই অ্যাপ বা ওয়েবসাইট থেকে একটি আন্তর্জাতিক রোমিং পরিষেবা সক্রিয় করতে পারেন।
  • এই পরিষেবা সক্রিয় করার অনুরোধ পাঠানোর পর মাত্র ৩০ মিনিট সময় লাগবে। আর একবার পরিষেবাটি সক্রিয় হয়ে গেলে ব্যবহারকারীদের তাদের ফোনে উপলব্ধ নেটওয়ার্ক পরিবর্তন করার জন্য সুইচ অফ এবং অন করতে হতে পারে।
  • ব্যবহারকারীরা কোন দেশে ভ্রমণ করবেন তার উপর ভিত্তি করে এবং তাদের ব্যবহৃত পোস্টপেড বা প্রিপেড নম্বরের উপর নির্ভর করে রোমিং সুবিধাগুলি পাওয়া যাবে।

উল্লেখ্য, পোস্টপেড ইন্টারন্যাশনাল রোমিং প্ল্যান সম্পর্কিত আরো তথ্য পাওয়ার জন্য ব্যবহারকারী ভোডাফোন আইডিয়ার আন্তর্জাতিক রোমিং পেজে তাদের নম্বরটি লিখতে পারেন এবং সেখান থেকে নিজের জন্য সেরা আন্তর্জাতিক প্ল্যান নির্বাচন করতে পারেন।