আগামী ছয়মাসের মধ্যে চালু হচ্ছে Vodafone Idea 5G, নিশ্চিত করল সিইও অক্ষয় মুন্দ্রা

খুব শীঘ্রই সারা ভারতে 5G পরিষেবা চালু করবে Vodafone Idea। ইতিমধ্যেই টেলকোটি এবারের ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস (IMC) ইভেন্টে Vi AirFiber নামের 5G FWA (ফিক্সড-ওয়্যারলেস অ্যাক্সেস)…

খুব শীঘ্রই সারা ভারতে 5G পরিষেবা চালু করবে Vodafone Idea। ইতিমধ্যেই টেলকোটি এবারের ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস (IMC) ইভেন্টে Vi AirFiber নামের 5G FWA (ফিক্সড-ওয়্যারলেস অ্যাক্সেস) সলিউশন প্রদর্শন করেছে৷ এছাড়াও সংস্থাটি নিশ্চিত করেছে যে, তারা মহারাষ্ট্র (পুনে), দিল্লি, পাঞ্জাব এবং চেন্নাই, এই চারটি সার্কেলে 5G নেটওয়ার্ক পরীক্ষা করেছে।

উল্লেখ্য, Jio এবং Airtel অনেকদিন আগেই ভারতে 5G পরিষেবা লঞ্চ করেছে। আর সেখানে Vodafone Idea আর্থিক সমস্যার কারণে এখনো 5G রোলআউট করতে সক্ষম হয়নি। তবে VIL-এর সিইও অক্ষয় মুন্দ্রা চলতি আর্থিক বছরের চতুর্থ প্রান্তিকের ইনভেস্টর কলে নিশ্চিত করেছেন যে, তারা ২০২৪-এর নভেম্বর মাস অর্থাৎ আগামী ৬ মাসের মধ্যে 5G রোলআউট শুরু করবে।

মুন্দ্রা আরো বলেছেন যে, প্রথমে তারা শহর এবং শহরতলীতে এই পরিষেবা শুরু করতে চান। কারণ, এই অঞ্চলগুলিতে 5G ডিভাইসের পরিমাণ তুলনামূলকভাবে বেশি। প্রসঙ্গত, Reliance Jio এবং Bharti Airtel ইতিমধ্যেই ভারতের বিভিন্ন শহর এবং শহরতলিতে 5G পরিষেবা পৌঁছে দিয়েছে।

উল্লেখ্য, Vodafone Idea শেয়ার বিক্রি করে ২০,০০০ কোটি টাকা সংগ্রহ করেছে। সংস্থাটি জানিয়েছে তারা এই অর্থ ক্যাপেক্সের জন্য ব্যবহার করবে, যার মূল লক্ষ্য 4G-এর সম্প্রসারণ এবং দ্রুত 5G রোলআউট।

এদিকে, 5G-এর অনুপস্থিতির কারণে Vodafone Idea ক্রমাগত গ্রাহক হারিয়েই চলেছে। গত এক বছরে এই টেলকোটির সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২০০ মিলিয়ন (২০ কোটি) থেকে কমে ১৯৩ মিলিয়নে (১৯.৩ কোটি) পৌঁছেছে। যদিও, টেলকোটির ARPU (ব্যবহারকারীর পিছু গড় আয়) যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে Vodafone Idea-র ব্যবহারকারী কিছু গড় আয় ১৪৬ টাকা, যেখানে Jio এবং Airtel-এর বর্তমান ব্যবহারকারী কিছু গড় আয় যথাক্রমে ১৯১.৭ টাকা এবং ২০৯ টাকা।