Categories: Telecom

আগামী ছয়মাসের মধ্যে চালু হচ্ছে Vodafone Idea 5G, নিশ্চিত করল সিইও অক্ষয় মুন্দ্রা

খুব শীঘ্রই সারা ভারতে 5G পরিষেবা চালু করবে Vodafone Idea। ইতিমধ্যেই টেলকোটি এবারের ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস (IMC) ইভেন্টে Vi AirFiber নামের 5G FWA (ফিক্সড-ওয়্যারলেস অ্যাক্সেস) সলিউশন প্রদর্শন করেছে৷ এছাড়াও সংস্থাটি নিশ্চিত করেছে যে, তারা মহারাষ্ট্র (পুনে), দিল্লি, পাঞ্জাব এবং চেন্নাই, এই চারটি সার্কেলে 5G নেটওয়ার্ক পরীক্ষা করেছে।

উল্লেখ্য, Jio এবং Airtel অনেকদিন আগেই ভারতে 5G পরিষেবা লঞ্চ করেছে। আর সেখানে Vodafone Idea আর্থিক সমস্যার কারণে এখনো 5G রোলআউট করতে সক্ষম হয়নি। তবে VIL-এর সিইও অক্ষয় মুন্দ্রা চলতি আর্থিক বছরের চতুর্থ প্রান্তিকের ইনভেস্টর কলে নিশ্চিত করেছেন যে, তারা ২০২৪-এর নভেম্বর মাস অর্থাৎ আগামী ৬ মাসের মধ্যে 5G রোলআউট শুরু করবে।

মুন্দ্রা আরো বলেছেন যে, প্রথমে তারা শহর এবং শহরতলীতে এই পরিষেবা শুরু করতে চান। কারণ, এই অঞ্চলগুলিতে 5G ডিভাইসের পরিমাণ তুলনামূলকভাবে বেশি। প্রসঙ্গত, Reliance Jio এবং Bharti Airtel ইতিমধ্যেই ভারতের বিভিন্ন শহর এবং শহরতলিতে 5G পরিষেবা পৌঁছে দিয়েছে।

উল্লেখ্য, Vodafone Idea শেয়ার বিক্রি করে ২০,০০০ কোটি টাকা সংগ্রহ করেছে। সংস্থাটি জানিয়েছে তারা এই অর্থ ক্যাপেক্সের জন্য ব্যবহার করবে, যার মূল লক্ষ্য 4G-এর সম্প্রসারণ এবং দ্রুত 5G রোলআউট।

এদিকে, 5G-এর অনুপস্থিতির কারণে Vodafone Idea ক্রমাগত গ্রাহক হারিয়েই চলেছে। গত এক বছরে এই টেলকোটির সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২০০ মিলিয়ন (২০ কোটি) থেকে কমে ১৯৩ মিলিয়নে (১৯.৩ কোটি) পৌঁছেছে। যদিও, টেলকোটির ARPU (ব্যবহারকারীর পিছু গড় আয়) যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে Vodafone Idea-র ব্যবহারকারী কিছু গড় আয় ১৪৬ টাকা, যেখানে Jio এবং Airtel-এর বর্তমান ব্যবহারকারী কিছু গড় আয় যথাক্রমে ১৯১.৭ টাকা এবং ২০৯ টাকা।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

3 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago