Vodafone Idea আনল 296 টাকার নতুন রিচার্জ প্ল্যান, ডেটা সহ পাবেন আনলিমিটেড কল

৩০০ টাকার কমের প্ল্যানে Jio, Airtel নাকি Vodafone Idea দেয় বেশি সুবিধা

ইউজারদের সুবিধার্থে ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি Vodafone Idea বা Vi-এর পোর্টফোলিওতে বিভিন্ন রেঞ্জের একাধিক প্রিপেইড রিচার্জ প্ল্যান বিদ্যমান। তবে যে সকল প্রিপেইড ব্যবহারকারীরা মাসে এককালীন বেশ খানিকটা ডেটা ব্যবহারে আগ্রহী, তাদের জন্য কোম্পানির ঝুলিতে খুবই কম সংখ্যক রিচার্জ প্ল্যান মজুত রয়েছে। তাই একসাথে অনেকটা ডেটা পেতে হলে ইউজারদেরকে মূলত সংস্থার ডেটা প্যাকগুলির সাহায্য নিতে হয়। তবে এই সমস্যার সমাধান করতে Vodafone Idea হালফিলে ২৯৬ টাকা মূল্যের একটি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে, যেটির মাধ্যমে একসাথে বেশ অনেকটা ডেটা ব্যবহারের সুবিধা পাবেন গ্রাহকরা। অর্থাৎ, এই প্ল্যানটিতে কোনো দৈনিক এফইউপি (FUP অর্থাৎ ফেয়ার ইউসেজ পলিসি) ডেটা লিমিট নেই। ফলে যারা ডেইলি ডেটা প্ল্যান পছন্দ করেন না, তাদের জন্য এটি এককথায় আদর্শ।

প্রসঙ্গত উল্লেখ্য যে, দেশের ওপর দুই শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর রিলায়েন্স জিও (Reliance Jio) এবং ভারতী এয়ারটেল (Bharti Airtel)-এর ঝুলিতেও ২৯৬ টাকা দামের প্রিপেইড রিচার্জ প্ল্যান মজুত রয়েছে, যেগুলিতে কোনো ডেইলি ডেটা লিমিট নেই। জানিয়ে রাখি, সংস্থা তিনটির এই একই দামের রিচার্জ প্ল্যানগুলিতে উপলব্ধ সুবিধাগুলি অনেকটা একইরকম, তবে এদের মধ্যে কিঞ্চিৎ পার্থক্য বিদ্যমান। তাই ব্যবহারকারীদের সুবিধার্থে আজকের এই প্রতিবেদনে আমরা উক্ত তিনটি টেলিকম কোম্পানির ২৯৬ টাকা দামের প্রিপেইড রিচার্জ প্ল্যানের বিস্তারিত বিবরণ আপনাদেরকে জানাতে চলেছি। সেক্ষেত্রে প্ল্যান তিনটির সম্পর্কে বিশদে জানতে পারলে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন যে, উক্ত সংস্থাত্রয়ের মধ্যে কে বেশি সুবিধা দিচ্ছে।

Vodafone Idea-র নতুন ২৯৬ টাকার প্ল্যান

ভোডাফোন আইডিয়ার ২৯৬ টাকার প্ল্যানে মিলবে ২৫ জিবি ডেটা। সেইসাথে যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস খরচের সুযোগও পাবেন ইউজাররা। উল্লেখ্য যে, প্ল্যানটির মেয়াদ ৩০ দিন। এছাড়া, এক্সট্রা বেনিফিট হিসেবে প্ল্যানটির মারফত সম্পূর্ণ বিনামূল্যে Vi Movies & TV অ্যাপের অ্যাক্সেস পাওয়া যাবে।

Airtel-এর ২৯৬ টাকার প্ল্যান

এয়ারটেলের এই প্ল্যানেও কোনো ডেইলি ডেটা লিমিট নেই। এতে ৩০ দিনের মেয়াদে একসাথে মোট ২৫ জিবি ডেটা দেওয়া হয়েছে, যা নিজেদের প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবেন ইউজাররা। এছাড়া, এই মাসিক প্ল্যান মারফত যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং রোজ ১০০ টি করে এসএমএস প্রেরণের সুবিধাও মিলবে। তদুপরি, প্ল্যানটির অতিরিক্ত বেনিফিটগুলির মধ্যে রয়েছে Apollo 24/7 Circle-এর অ্যাক্সেস, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, ফ্রি Hello Tunes, এবং Wynk Music-এর ফ্রি সাবস্ক্রিপশন।

Reliance Jio-র ২৯৬ টাকার প্ল্যান

উপরিউক্ত প্ল্যান দুটির মতোই জিও ফ্রিডম প্ল্যানের আওতায় তালিকাভুক্ত এই প্রিপেইড প্ল্যান মারফতও ৩০ দিনের মেয়াদে মোট ২৫ জিবি ডেটা পাওয়া যাবে। সেইসাথে যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং রোজ ১০০ টি করে এসএমএস খরচের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এছাড়া, এক্সট্রা বেনিফিট হিসেবে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর মতো Jio অ্যাপগুলির কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Airtel, Vi নাকি Jio: কার ২৯৬ টাকার রিচার্জ প্ল্যানটি সবচেয়ে ভালো?

স্পষ্টতই দেখা যাচ্ছে যে, এয়ারটেল, জিও এবং ভিআই-এর ২৯৬ টাকার প্ল্যানগুলি প্রায় একইরকম। শুধু প্ল্যান তিনটির এক্সট্রা বেনিফিটের মধ্যে কিঞ্চিৎ পার্থক্য লক্ষ্য করা যায়। এক্ষেত্রে ভিআই-এর প্ল্যানটি কেবলমাত্র একটি অতিরিক্ত সুবিধা সহ আসে; অন্যদিকে, রিলায়েন্স জিও এবং এয়ারটেলের প্ল্যান দুটিতে চারটি এক্সট্রা বেনিফিট পেতে সক্ষম হবেন ইউজাররা। সেক্ষেত্রে এবার আপনি উপরিউক্ত প্ল্যান তিনটির মধ্যে কোনটিকে সেরা হিসেবে বিবেচিত করবেন, সে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আপনার।