সর্বপ্রথম এই ব্র্যান্ডের ফোনে চলবে Vodafone Idea -র 5G পরিষেবা, দেখে নিন

Motorola-র স্মার্টফোনে সফলভাবে 5G নেটওয়ার্ক টেস্টিং করতে সক্ষম হয়েছে Vi

দেশের শীর্ষস্থানীয় দুই টেলিকম কোম্পানি Reliance Jio এবং Airtel ইতিমধ্যেই ভারতের নির্বাচিত কিছু শহরে তাদের দুরন্ত গতির 5G পরিষেবা চালু করেছে। শুধু তাই নয়, আগামী ২০২৪ সালের মধ্যে তারা এদেশের প্রতিটি কোণায় 5G সার্ভিস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। এমত পরিস্থিতিতে দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea বা Vi ঠিক কবে 5G পরিষেবা চালু করবে, সেই নিয়ে চলতি সময়ে টেকমহলে জোর জল্পনাকল্পনা চলছে। যদিও আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা গত বছরের অক্টোবরে আয়োজিত ষষ্ঠ ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC) ইভেন্টে বেশ জোর দিয়েই বলেছিলেন যে, Vi খুব শীঘ্রই ভারতে 5G পরিষেবা চালু করবে; কিন্তু এরপর কয়েক মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত এদেশে কোম্পানির পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক সার্ভিসের দেখা মেলেনি। তবে সম্প্রতি পাওয়া খবর বলছে যে, সংস্থার 5G পরিষেবা রোলআউট হওয়া মাত্রই যাতে Motorola-র স্মার্টফোন ব্যবহারকারীরা এই দুরন্ত গতির নেট পরিষেবার মজা উপভোগ করতে পারেন, তার জন্য ইতিমধ্যেই Motorola-র সাথে অংশীদারিত্ব করেছে Vodafone Idea। ফলে একথা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে, আগামী দিনে Motorola-র পঞ্চম প্রজন্মের কানেক্টিভিটিযুক্ত স্মার্টফোনগুলিতে Vi-এর 5G পরিষেবা সাপোর্ট করবে।

Motorola-র স্মার্টফোনে সফলভাবে 5G নেটওয়ার্ক টেস্টিং করতে সক্ষম হয়েছে Vi

সম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে যে, আগামী দিনে এয়ারটেল (Airtel)-এর মতো নন-স্ট্যান্ডঅ্যালোন (NSA) ৫জি নেটওয়ার্কের মাধ্যমে ইউজারদেরকে দুরন্ত গতির ইন্টারনেট সার্ভিস প্রদান করবে ভিআই, যা ৪জি (4G) কোরের উপর নির্ভরশীল। তবে অদূর ভবিষ্যতে ঠিক কবে নাগাদ এদেশে সংস্থার ৫জি পরিষেবার দেখা মিলবে, তার কোনো সুনিশ্চিত দিনক্ষণ এখনও পর্যন্ত টেলিকম কোম্পানিটির তরফে জানা যায়নি। উল্লেখ্য, হালফিলে এক বিবৃতিতে মোটোরোলা জানিয়েছে যে, নয়াদিল্লিতে সংস্থার লেটেস্ট কয়েকটি স্মার্টফোন মডেলে ৩৩৫০ থেকে ৩৪০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ডে ৫জি নেটওয়ার্ক টেস্ট করেছে ভিআই। তবে এর অর্থ এই নয় যে, নয়াদিল্লিতে ভোডাফোন আইডিয়া ৫জি সার্ভিস চালু করেছে; টেলিকম সংস্থাটি কেবল মোটোরোলার কয়েকটি স্মার্টফোনে পরীক্ষামূলকভাবে তাদের নেটওয়ার্ক সার্ভিসের হালহকিকত যাচাই করে দেখেছে।

এই প্রসঙ্গে ভিআই-এর সিএমও অবনীশ খোসলা (Avneesh Khosla) জানিয়েছেন, যত দ্রুত সম্ভব এদেশে ৫জি সার্ভিস রোলআউটের জন্য বর্তমানে সংস্থাটি জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছে। এমত পরিস্থিতিতে মোটোরোলার সঙ্গে গাঁটছড়া বাঁধতে পেরে তারা খুবই আনন্দিত। পাশাপাশি মি. খোসলা একথাও জানিয়েছেন যে, ৪জি-র তুলনায় ৫জি-র মাধ্যমে ভিআই-এর গ্রাহকরা অনেক দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেট ব্যবহারের মজা উপভোগ করতে সক্ষম হবেন। প্রসঙ্গত বলে রাখি, বর্তমানে কয়েক হাজার কোটি টাকা বকেয়া রয়েছে ভিআই-এর, যা সংস্থার ব্যবসায়িক উন্নতির পথে প্রধান কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তাই যতদিন না এই সমস্যা মিটছে, ততদিন পর্যন্ত ভারতে ভিআই-এর ৫জি সার্ভিস রোলআউটের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে এবার বাস্তবে ঘটনাটা ঠিক কী ঘটবে, সেটা একমাত্র সময়ই বলতে পারবে।

Motorola-র এই সকল স্মার্টফোনে Vi-এর 5G পরিষেবা সাপোর্ট করবে

রিপোর্ট অনুযায়ী, Motorola-র যে সকল স্মার্টফোনে Vi-এর 5G সার্ভিস সাপোর্ট করবে, সেগুলি হল – Motorola Edge 30 Ultra, Motorola Edge 30 Fusion, Moto G62 5G, Motorola Edge 30, Moto G82 5G, Motorola Edge 30 Pro, Moto G71 5G, Moto G51 5G, Motorola Edge 20, Motorola Edge 20 Pro, এবং Motorola Edge 20 Fusion। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বর্তমানে Motorola Razr 5G ব্যতীত কোম্পানির সকল স্মার্টফোনেই Airtel-এর 5G পরিষেবা সাপোর্ট করে। উল্লেখ্য, এখনও পর্যন্ত এদেশে Vi-এর 5G পরিষেবা উপলব্ধ হয়নি, তবে তার আগেই টেলিকম অপারেটরটি ঘোষণা করেছে যে, নির্বাচিত কয়েকটি Motorola হ্যান্ডসেটে সংস্থার পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক সার্ভিস সাপোর্ট করবে। সেক্ষেত্রে এবার সত্যি সত্যিই বাস্তবে এই ঘটনা ঘটবে কি না, তা জানার জন্য এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই।