১৯৫ টাকার ও ৩১৯ টাকার প্ল্যানে পরিবর্তন আনল Vodafone Idea, সুবিধা বাড়লো না কমলো?

Vodafone Idea বা Vi সম্প্রতি ১৯৫ টাকার এবং ৩১৯ টাকার প্রিপেইড প্ল্যানে উল্লেখযোগ্য পরিবর্তন করেছে

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর Vodafone Idea বা Vi তাদের ১৯৫ টাকা এবং ৩১৯ টাকার প্রিপেইড প্ল্যানে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন করেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, সংস্থাটি ২০২২ সালের মে মাস নাগাদ এই দুটি প্ল্যান চালু করেছিল। সেক্ষেত্রে এক বছরেরও কম সময়ের মধ্যে প্ল্যান দুটিতে কিছু বদল আনার সিদ্ধান্ত নিল কোম্পানিটি। এখন নিশ্চয়ই Vi-এর গ্রাহকদের মনে প্রশ্ন আসছে যে, এই সংশোধনের ফলে প্ল্যান দুটিতে উপলব্ধ সুবিধাগুলি বাড়লো নাকি কমলো? তাই চলুন, আর দেরি না করে প্ল্যান দুটির বেনিফিট জেনে নেওয়া যাক।

Vodafone Idea-র ১৯৫ টাকার প্ল্যান: নতুন ও পুরোনো সুবিধা

ভোডাফোন আইডিয়া এখন ১৯৫ টাকার প্ল্যানে মোট ৩ জিবি ডেটা, ৩০০ টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা দিচ্ছে। তবে নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে প্রতি এমবি ডেটা ব্যবহারের জন্য ইউজারদেরকে ৫০ পয়সা করে চার্জ দিতে হবে। আবার, ৩০০ টি এসএমএস খরচ হয়ে গেলে তারপর প্রতিটি লোকাল এবং ন্যাশনাল এসএমএসের জন্য যথাক্রমে ১ টাকা এবং ১.৫ টাকা খসাতে হবে গ্রাহকদের। উল্লেখ্য যে, প্ল্যানটির ভ্যালিডিটি ১ মাস। তদুপরি, এক্সট্রা বেনিফিট হিসেবে সংস্থাটি এই প্ল্যানের সাথে Vi Movies & TV অ্যাপের বেসিক অ্যাক্সেস প্রদান করছে। প্রসঙ্গত বলে রাখি, এর আগে এই প্ল্যানে ৩১ দিনের মেয়াদে ২ জিবি ডেটা, ৩০০ টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা উপলব্ধ ছিল।

Vodafone Idea-র ৩১৯ টাকার প্ল্যান: নতুন ও পুরোনো সুবিধা

ভোডাফোন আইডিয়ার ৩১৯ টাকার প্ল্যানের মেয়াদ এক মাস। এতে রয়েছে যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ টি এসএমএস, এবং দৈনিক ২ জিবি করে ডেটা খরচের সুবিধা। এছাড়া অন্যান্য বেনিফিট হিসেবে, এই প্ল্যানে ডেটা ডিলাইটস (প্রতি মাসে ২ জিবি ডেটা ব্যাকআপ), উইকএন্ড ডেটা রোলওভার (সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দৈনিক ডেটা লিমিটের মধ্যে থেকে পড়ে থাকা অবশিষ্ট ডেটা ব্যবহার করা যাবে শনিবার এবং রবিবার), বিঞ্জ অল নাইট ডেটা (রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত নিখরচায় ইন্টারনেট ব্যবহারের সুবিধা), এবং Vi Movies & TV অ্যাপের অ্যাক্সেস মিলবে। এক্ষেত্রে বলে রাখি, আগে এই প্ল্যানটির ভ্যালিডিটি ছিল ৩১ দিন।

উল্লেখ্য, এক মাস এবং ৩১ দিনের সার্ভিস ভ্যালিডিটির মধ্যে বড়ো পার্থক্য রয়েছে। ৩১ দিনের প্ল্যানের ক্ষেত্রে সেটির মেয়াদ শেষ হবে রিচার্জ করার ঠিক ৩১ দিন পর। তবে এক মাসের ভ্যালিডিটির অর্থ হল, ১ এপ্রিল রিচার্জ করলে পরবর্তী রিচার্জটি করতে হবে ১ মে (সহজে বললে, কোনো মাসে ৩০ দিন থাকুক কিংবা ৩১ দিন, তাতে কিছু যায় আসবে না)। ফলে সংস্থার এই নয়া পরিবর্তনের দৌলতে গ্রাহকরা আদৌ উপকৃত হবেন কি না, সেটা না হয় আপনারাই বিচার করুন।

Vodafone Idea নিয়ে এল ২৯৬ টাকার নতুন প্ল্যান

প্রসঙ্গত জানিয়ে রাখি, ইউজারদের সুবিধার্থে Vodafone Idea সম্প্রতি ২৯৬ টাকা দামের একটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে, যাতে ৩০ দিনের মেয়াদে মিলবে মোট ২৫ জিবি ডেটা। অর্থাৎ, এই প্ল্যানটিতে কোনো দৈনিক এফইউপি (FUP অর্থাৎ ফেয়ার ইউসেজ পলিসি) ডেটা লিমিট নেই; ইউজাররা নিজেদের প্রয়োজন অনুযায়ী এই ডেটা ব্যবহার করতে পারবেন। সেইসাথে যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং রোজ ১০০ টি করে এসএমএস খরচের সুযোগও পাওয়া যাবে। এছাড়া, এক্সট্রা বেনিফিট হিসেবে উক্ত প্ল্যানটির মারফত সম্পূর্ণ বিনামূল্যে Vi Movies & TV অ্যাপের অ্যাক্সেস পাবেন গ্রাহকরা।