লঞ্চের এক ঘন্টা আগে ফাঁস দুর্দান্ত ফিচারের Honor Magic 6 Ultimate এবং Magic 6 RSR Porsche ফোনের দাম

পোস্টে, Honor Magic 6 সিরিজের অধীনে আসন্ন এই দুটি ফোনের কয়েকটি ফিচারও দেওয়া আছে। যা নিশ্চিত করেছে যে, লাইনআপটি কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর সহ আসবে এবং ম্যাজিক ওএস 8.0 কাস্টম স্কিনে রান করবে।

Honor আজ অর্থাৎ 18ই মার্চ তাদের হোম-মার্কেটে Honor Magic 6 সিরিজের অধীনে দুটি নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করতে চলেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণার কয়েক ঘন্টা আগেই আসন্ন Honor Magic 6 Ultimate এবং Magic 6 RSR Porsche Design স্মার্টফোন দুটির বিক্রয় মূল্য সামনে এসেছে। জানা গেছে, সিরিজের ‘Ultimate’ ভ্যারিয়েন্টের দাম 8,999 ইউয়ান থেকে শুরু হবে। অন্যদিকে ‘RSR Porsche Design’ মডেলটি আসবে 15,999 ইউয়ান প্রারম্ভিক মূল্যের সাথে।

Honor Magic 6 Ultimate এবং Magic 6 RSR Porsche Design স্মার্টফোনের চীনা সংস্করণের দাম ফাঁস হল

অনর আজ স্প্রিং লঞ্চ ইভেন্ট চলাকালীন তাদের আসন্ন দুটি ফ্ল্যাগশিপের উপর থেকে পর্দা সরিয়ে দেবে। কিন্তু ইভেন্টটি শুরু হওয়ার আগেই উইবো (Weibo) প্ল্যাটফর্মে অনর ম্যাজিক ৬ সিরিজের হ্যান্ডসেট দুটির দাম ও স্টোরেজ ভ্যারয়েন্ট সামনে এসেছে।

Honor Magic 6 Ultimate এর দাম

16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ – 8,999 ইউয়ান (প্রায় 1,02,800 টাকা)
16 জিবি র‍্যাম + 1 টেরাবাইট স্টোরেজ – 9,999 ইউয়ান (প্রায় 1,14,200 টাকা)

Honor Magic 6 RSR Porsche Design এর মূল্য

24 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ – 15,999 ইউয়ান (প্রায় 1,82,800 টাকা)
24 জিবি র‍্যাম + 1 টেরাবাইট স্টোরেজ – 16,999 ইউয়ান (প্রায় 1,94,200 টাকা)

জানিয়ে রাখি, Honor Magic 6 সিরিজের হ্যান্ডসেট দুটির দাম কিন্তু সংস্থার তরফ থেকে ঘোষণা করা হয়নি। ফলে লঞ্চ হওয়ার পর ডিভাইসগুলির বিক্রয় মূল্য ভিন্ন হলেও হতে পারে।

প্রসঙ্গত দামের পাশাপাশি আজকের উইবো পোস্টে, Honor Magic 6 সিরিজের অধীনে আসন্ন এই দুটি ফোনের কয়েকটি ফিচারও দেওয়া আছে। যা নিশ্চিত করেছে যে, লাইনআপটি কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর সহ আসবে এবং ম্যাজিক ওএস 8.0 কাস্টম স্কিনে রান করবে।

আবার পূর্বে প্রকাশিত কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, উভয় মডেলেই 6.8-ইঞ্চির LTPO OLED ডিসপ্লে থাকবে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য থাকতে পারে 5,600 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা 80 ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 66 ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া এক জনপ্রিয় টিপস্টারের শেয়ার করা পোস্টে, সিরিজ অধীনস্ত Honor Magic 6 RSR Porsche Design মডেলের পেছনে হেক্সাগোনাল ক্যামেরা মডিউল দেখা গেছে। যার মধ্যে তিনটি ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ লক্ষণীয়। এই মডিউলের ডান প্রান্তে ‘100X’ লেখা নজরে পড়েছে, যা ফোনটির ডিজিটাল জুম ক্যাপাসিটি নিশ্চিত করছে।