মাত্র ১ টাকায় ৩০ দিন ধরে রোজ ২ জিবি ডেটা ও আনলিমিটেড কল, শেষ হচ্ছে BSNL ফ্রিডম অফার

স্বাধীনতা দিবস উপলক্ষে BSNL এক লোভনীয় অফার নিয়ে এসেছিল। যার নাম ‘Freedom Offer’। এই অফারে মাত্র এক টাকায় প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ইন্টারনেট ডেটা, আনলিমিটেড কলিং, ফ্রি এসএমএস ও বিনামূল্যে বিএসএনএল টিউনস এর সুবিধা পাওয়া যায়। ফলে যারা কম খরচে অধিক সুবিধা চান তাদের জন্য এই অফার যথেষ্ট লাভজনক। তবে শীঘ্রই অফারটি শেষ হতে চলেছে। তাই কারা কীভাবে কতদিন ফ্রিডম অফারের লাভ ওঠাতে পারবেন, আসুন সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
কীভাবে BSNL ফ্রিডম অফারের সুবিধা পাবেন?
BSNL গ্রাহকরা খুব সহজেই এই অফারের লাভ ওঠাতে পারবেন। এরজন্য প্রথমে MyBSNL অ্যাপ বা BSNL Selfcare Portal-এ লগইন করতে হবে। তারপর ‘Freedom Offer’ অপশন বেছে নিয়ে ১ টাকার প্ল্যান রিচার্জ করতে হবে। এরপর গ্রাহকরা ২ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা উপভোগ করতে পারবেন। চাইলে USSD কোডের মাধ্যমেও অফারটি অ্যাক্টিভ করা যাবে।
BSNL ফ্রিডম অফার কবে শেষ হবে?
সরকারি টেলিকম কোম্পানিটি জানিয়েছে, এটি সীমিত সময়ের অফার এবং আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই অফারের লাভ ওঠানো যাবে।
গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা BSNL এর
BSNL তাদের গ্রাহকদের ভুয়ো কল বা এসএমএস থেকে সুরক্ষিত রাখতে অ্যান্টি-স্প্যাম ও অ্যান্টি-স্মিশিং সিস্টেম চালু করেছে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে, এই ফিচারের মাধ্যমে প্রতিদিন প্রায় ১৫ লাখ স্ক্যাম মেসেজ শনাক্ত করা হচ্ছে, ৩৫,০০০-এর বেশি বিপজ্জনক ইউআরএল ব্লক করা হচ্ছে। আর প্রতি মাসে প্রায় ৬০,০০০ ভুয়ো মোবাইল ও WhatsApp নম্বর শনাক্ত করা হচ্ছে।