Xiaomi 16 হবে Snapdragon 8 Elite 2 প্রসেসর চালিত প্রথম স্মার্টফোন সিরিজ

চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাস থেকে বাজারে আসতে চলেছে নতুন প্রজন্মের একঝাঁক অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এর মধ্যে অন্যতম Xiaomi 16 সিরিজ। এই সিরিজের অধীনে চারটি মডেল আসতে পারে – Xiaomi 16, Xiaomi 16 Pro, Xiaomi 16 Pro Mini ও Xiaomi 16 Pro Max। আজ একটি রিপোর্টে বলা হয়েছে, এই সিরিজ হবে কোয়ালকমের আসন্ন স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ (Snapdragon 8 Elite 2) প্রসেসর দ্বারা চালিত প্রথম স্মার্টফোন সিরিজ। আর এই লাইনআপের প্রো মিনি মডেলে থাকবে ৬৩০০ এমএএইচ ব্যাটারি।
Xiaomi 16 সিরিজে থাকবে স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ প্রসেসর
চীনের জনপ্রিয় টিপস্টার, ডিজিটাল চ্যাট স্টেশন সম্প্রতি উইবোতে একটি পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ প্রসেসর চালিত প্রথম স্মার্টফোন সিরিজ হবে Xiaomi 16। আমরা জানি শাওমি ও কোয়ালকমের মধ্যে সম্পর্ক বরাবরই খুব ভালো। আগেও শাওমির ফ্ল্যাগশিপ ফোনে সবার আগে স্ন্যাপড্রাগন ৮ সিরিজের চিপ ব্যবহার করার উদাহরণ আছে। যেমন গত বছর অক্টোবর মাসে বাজারে আসা Xiaomi 15 সিরিজেও সর্বপ্রথম ব্যবহার করা হয়েছিল স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর।
Xiaomi 16 সিরিজে থাকতে পারে নতুন ভ্যারিয়েন্ট
টিপস্টার আরও বলেছেন যে, শাওমি তাদের আপকামিং স্মার্টফোন সিরিজে নতুন কয়েকটি মডেল যোগ করতে পারে, যারমধ্যে একটির নাম রাখা হতে পারে Xiaomi 16 Pro Max। এছাড়া আসতে পারে Xiaomi 16 Pro Mini নামে একটি কম্প্যাক্ট মডেল। ছোটো সাইজের এই ফোনেও ৬,৩০০ এমএএইচ ব্যাটারি, ওয়্যারলেস চার্জিং এবং পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। থাকবে বলে টিপস্টার জানিয়েছেন।
এর পাশাপাশি, Xiaomi 16 ও Xiaomi 16 Pro মডেল দুটির ক্যামেরায় বড়সড় আপগ্রেড আসবে বলে জানা যাচ্ছে। যদিও বিস্তারিতভাবে ক্যামেরা ফিচার সম্পর্কে এখনও কিছু সামনে আসেনি। তবে ফ্ল্যাগশিপ মডেল হওয়ায় আশা করা যায় যে, লেটেস্ট সমস্ত সুবিধা এই সিরিজে পাওয়া যাবে। শীঘ্রই সিরিজের ডিভাইসগুলি বিভিন্ন সার্টিফিকেশন সাইটে উপস্থিত হবে বলে আমাদের বিশ্বাস।